General Knowledge 2014 : জানা অজানা কিছু জেনারেল নলেজ

Submitted by Anonymous (not verified) on Sat, 02/22/2014 - 19:38

২০১৪ সালের আমার জানা ও অজানা কিছু জেনারেল নলেজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম পড়ে ভালো লাগলে কমেন্ট করবেন প্লিজ ...

১। উত্তরাখন্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিশ রওয়াত

২. বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ICC এর একদিনের ব্যাটিং রাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের বিরাট কোহলি ।

৩. এবছর রঞ্জি ট্রফি ক্রিকেট চ্যাম্পিয়ন হল কর্ণাটক । ফাইনালে তারা ৭ উইকেটে হারাল মহারাষ্ট্রকে ।

৪। অস্কার পুরস্কার জয়ী অভিনেতা ফিলিপ সেমুর হফম্যান (৪৬ বছর) প্রয়াত ।

৫। অন্তত ৪,৬০০ বছরের পুরোনো এক ‘রহস্যময়’ স্টেপ পিরামিডের সন্ধান মিলল মিশরে । দেশের সবচেয়ে পুরানো কফুর পিরামিডের থেকেও প্রাচিন ।

৬. বিশ্বের বৃহত্তম সফটওয়্যার সংস্থা ‘মাইক্রোসফট’ চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিলেন ৪৬ বছরের ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেল্লা ।

৭। জুরিখ দাবা চ্যালেঞ্জ ট্রফিতে টানা ৩ রাউন্ড হারলেন বিস্বনাথন আনন্দ ।

৮। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভেসে এল এক অতিকায় জেলিফিস । জেলিফিসটি একেবারে নতুন এক প্রজাতির সামুদ্রিক জীব ।

৯. অতীত দিনের প্রখ্যাত নজরুলগীতি শিল্পী যুথিকা রায় (৯৪ বছর) প্রয়াত ।

১০. ইংল্যান্ডের ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে দল থেকে ছাটাঁই করে দিল সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা ECB । 

১১. ইংল্যান্ডের নরফোকের কাছে হ্যাপিসবার্গ নদীর মোহনায় আদিম মানুষের পায়ের ছাপের সন্ধান পওয়া গেল । এই পায়ের ছাপ ৮ লাখ বছরের বেশী পুরানো ।

সময় থাকলে একবার আমার ওয়েবসাইটয়ে ঘুরে আসতে পারেন ।

Comments

Related Items