২০১৪ সালের আমার জানা ও অজানা কিছু জেনারেল নলেজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম পড়ে ভালো লাগলে কমেন্ট করবেন প্লিজ ...
১। উত্তরাখন্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিশ রওয়াত ।
২. বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ICC এর একদিনের ব্যাটিং রাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের বিরাট কোহলি ।
৩. এবছর রঞ্জি ট্রফি ক্রিকেট চ্যাম্পিয়ন হল কর্ণাটক । ফাইনালে তারা ৭ উইকেটে হারাল মহারাষ্ট্রকে ।
৪। অস্কার পুরস্কার জয়ী অভিনেতা ফিলিপ সেমুর হফম্যান (৪৬ বছর) প্রয়াত ।
৫। অন্তত ৪,৬০০ বছরের পুরোনো এক ‘রহস্যময়’ স্টেপ পিরামিডের সন্ধান মিলল মিশরে । দেশের সবচেয়ে পুরানো কফুর পিরামিডের থেকেও প্রাচিন ।
৬. বিশ্বের বৃহত্তম সফটওয়্যার সংস্থা ‘মাইক্রোসফট’ চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিলেন ৪৬ বছরের ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেল্লা ।
৭। জুরিখ দাবা চ্যালেঞ্জ ট্রফিতে টানা ৩ রাউন্ড হারলেন বিস্বনাথন আনন্দ ।
৮। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভেসে এল এক অতিকায় জেলিফিস । জেলিফিসটি একেবারে নতুন এক প্রজাতির সামুদ্রিক জীব ।
৯. অতীত দিনের প্রখ্যাত নজরুলগীতি শিল্পী যুথিকা রায় (৯৪ বছর) প্রয়াত ।
১০. ইংল্যান্ডের ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে দল থেকে ছাটাঁই করে দিল সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা ECB ।
১১. ইংল্যান্ডের নরফোকের কাছে হ্যাপিসবার্গ নদীর মোহনায় আদিম মানুষের পায়ের ছাপের সন্ধান পওয়া গেল । এই পায়ের ছাপ ৮ লাখ বছরের বেশী পুরানো ।
সময় থাকলে একবার আমার ওয়েবসাইটয়ে ঘুরে আসতে পারেন ।