West Bengal Primary Teacher Exam - 2013
WB TET online exam preparation, MCQ Test, Practice SET etc
Section-I
Language : Bengali-1
1. 'পাখি সব করে রব রাতি পোহাইল । কাননে কুসুমকলি সকলি ফুটিল ।।' —পংক্তিটি লিখেছিলেন —
(A) মাইকেল মধুসূদন দত্ত (B) ঈশ্বরচন্দ্র গুপ্ত (C) মদনমোহন তর্কালঙ্কার (D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2. 'আক্কেল সেলামি' —এই বাগধারাটি যে বিশিষ্ট অর্থে প্রযুক্ত হয়, তা হল —
(A) মনে আঘাত দেওয়া বোঝাতে (B) গণ্যমান্য লোক বোঝাতে (C) বোকামির শাস্তি বোঝাতে (D) সহজসাধ্য কাজ বোঝাতে
3. নীচের কোন বানানটি ভুল ?
(A) নৃশংস (B) কটুক্তি (C) করনীয় (D) উচিত
4. সত্যজিৎ রায় -এর 'গুপি গাইন বাঘ বাইন' সিনেমাটির মূল কাহিনিকার —
(A) লীলা মজুমদার (B) সত্যজিত রায় (C) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (D) সুকুমার রায়
5. কালানুক্রম অনুসারে কোন তালিকাটি ঠিক ?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (B) সুখলতা রাও (C) রবীন্দ্রনাথ ঠাকুর (D) লীলা মজুমদার
6. কোন গোয়েন্দা চরিত্রটি বয়সে নবীন ?
(A) ব্যোমকেশ বক্সী (B) কিরীটি রায় (C) প্রদোষচন্দ্র মিত্র (D) শার্লক হোমস
7. নীচের কোনটি শিশুদের পত্রিকা ?
(A) প্রবাসী (B) হিতবাদী (C) সাধনা (D) শুকতারা
8. নীচের কোনটি 'তত্সম' শব্দের উদাহরণ ?
(A) ডাক্তার (B) প্রভাত (C) বায়না (D) লুচি
9. নীচের কোনটি 'দেশি' শব্দের উদাহরণ ?
(A) গেলাস (B) মুড়ি (C) কেত্তন (D) কানু
10. নীচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে ?
(A) সবিনয় নিবেদন (B) সব পশু তৃণভোজী (C) কেবল মাত্র শুধু মেয়েরা বসবে (D) ব্যথায় টনটন করে
11. রবীন্দ্রনাথ ঠাকুরের 'সহজ পাঠ' বইয়ের ছবিগুলি এঁকেছিলেন —
(A) অবনীন্দ্রনাথ ঠাকুর (B) রামকিঙ্কর বেইজ (C) নন্দলাল বসু (D) গগনেন্দ্রনাথ ঠাকুর
12. নীচের কোন চরিত্রটির স্রষ্টা নারায়ন গঙ্গোপাধ্যায় ?
(A) ফেলুদা (B) ঘনদা (C) পিন্ডিদা (D) টেনিদা
13. 'গালিভারস ট্রাভেলস' —উপন্যাসটি লিখে আমর হয়েছেন —
(A) মার্ক টোয়েন (B) জনাথান সুইফট (C) ডি.এইচ.লরেন্স (D) চার্লস ডেকেন্স
14. নীচের কোনটি 'স্বরলোপের' -এর উদাহরণ ?
(A) বড্ড (B) দহ (C) নস্যি (D) জানলা
15. দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করবার জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহৃত হয়, সেটি হল—
(A) প্রশ্ন চিহ্ন (?) (B) দাঁড়ি (।) (C) সংযোজক চিহ্ন (-) (D) বিস্ময়বোধক চিহ্ন (!)
16. অক্ষর পরিচয়ের বইতে গোপাল-রাখালের গল্প লেখেন—
(A) যোগীন্দ্রনাথ সরকার (B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (C) রবীন্দ্রনাথ ঠাকুর (D) ঈশ্বরচন্দ্র গুপ্ত
17. বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধকে বলে —
(A) কারক (B) সমাস (C) সন্ধি (D) অব্যয়
18. 'চ, ছ, জ, ঝ ' — এগুলিকে বলা হয় —
(A) অনুনাসিক বর্ণ (B) সৃষ্ট ধ্বনি (C) শিস ধ্বনি (D) অন্তঃস্থ বর্ণ
19. নীচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ?
(A) খাপছাড়া (B) চাঁদের পাহাড় (C) ভূত ও মানুষ (D) পাততাড়ি
20. নীচের কোনটি খাঁটি বাংলা প্রত্যয়ের দৃষ্টান্ত ?
(A) ধন + বতুপ = ধনবান (B) কৃ + তব্য = কর্তব্য (C) তৎ + ময় = তন্ময় (D) বোকা + আমি = বোকামি
Section-II
Language : English
21. Choose the correct antonym of the given word :
zenith
(A) nadir (B) extinct (C) top (D) extant
22. The environment has been destroyed completely.
The phrasal verb that can replace the underlinedportion is :
(A) Wiped over (B) Destroyed out (C) Wiped out (D) Rooted out
23. Choose the correct alternative :'A Passage to India' is a novel written by-
(A) E. M. Forster (B) Emily Bronte (C) Walter Scott (D) Mary Shelley
24. Choose the correct synonym of the given word :
slender
(A) Sharp (B) Sull (C) Fat (D) Slim
25. Choose the correct alternative :
She was singing a song. (Active) A song —— by her (Passive)
(A) Was sung (B) Was being sung (C) Sang (D) Was sang
26. Choose the correct alternative :
Which of the following short stories was written by James Joyce ?
(A) Araby (B) Fly (C) Doll's House (D) The Signalman
27. Choose the correct alternative for the underlined expression :
The situation left him in the horns of dilemma.
(A) Unable to recognize (B) Unable to speak (C) Unable to decide (D) Unable to feel
28. Identify the incorrect part of the sentence. If the sentence is correct, choose the 'No error' option :
(A) A tank can be (B) Filied by a tap (C) In twenty minutes (D) No error
29. 'Look Back in Anger' was written by :
(A) Harold Pinter (B) G.B. Shaw (C) John Osborne (D) J. M. Synge
30. If I —— a bird
(A) Am (B) Were (C) Was (D) Shall
31. Choose the correct antonym of the given word :
urban
(A) Modern (B) Rapid (C) Rural (D) Remote
32. Choose the correct alternative :
Please, don't —— the truth.
(A) Hold over (B) Hold back (C) Hold to (D) Hold in
33. Choose the correct alternative :
I have never travelled —— air.
(A) By (B) In (C) With (D) From
34. Identify the incorrect part of the sentence. If the sentence is correct, choose the 'No error' option :
(A) The host of reputed national and multional
(B) Clients are
(C) a better testimonial than the best spoken words.
(D) No error
35. Choose the correct synonym of the given word :
mould
(A) Shape (B) Calculate (C) Argue (D) Blow
36. Choose the correct alternative :
My sister said to me, "Are you well ?" (Direct) My sister me if I well. (Indirect)
(A) Asked, am (B) Asks, was (C) Asks, am (D) Asked, was
37. Choose the correct alternative :
I usually go to bed —— midnight.
(A) In (B) At (C) On (D) To
38. Choose the correct alternative :
Who wrote 'Arms and the Man' ?
(A) Samuel Beckett (B) William Shakespeare (C) G. B. Shaw (D) Emily Bronte
39. Choose the correct alternative :
The weather office had predicted that it —— (rain) soon.
(A) Had rained (B) Have rained (C) Would rain (D) Rains
40. Choose the correct alternative :
I know the man. (Active) The man —— to me. (Passive)
(A) Known (B) Is known (C) Is knew (D) Knew
Section-III
Child Development
41. নিখনের 'প্রচেষ্টা ও ভুলের ' তত্ত্বটির প্রবক্তা হলেন—
(A) গ্যাঁগে (B) টোলম্যান (C) স্কিনার (D) থর্নডাইক
42. কোনটি ব্যক্তিত্বের অভিজ্ঞতা ?
(A) রর্সাক ইঙ্করট টেস্ট (B) আলেকজান্ডার পাস এ্যালং টেস্ট (C) আর্মিবিটা টেস্ট (D) সেগুইন ফর্ম বোর্ড টেস্ট
43. শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছে কোনটি—
(A) ডায়ানামিক বা গতীয় মনোবিদ্যা (B) শিক্ষা মনোবিদ্যা (C) অস্বাভাবিক মনোবিদ্যা (D) স্বাস্থ্য মনোবিদ্যা
44. নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়—
(A) মনোভাব (B) পরিণমন (C) ধারণা (D) জ্ঞান
45. নিম্নলিখিত কোন বিবৃতিটি শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয় ?
(A) শিখন হল লক্ষ্য অভিমুখী
(B) শিখনমুক্তকরণ ও একটি শিখন প্রক্রিয়া
(C) শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলিতেই কেবলমাত্র শিখন অনুষ্ঠিত হয়
(D) শিখন একটি সার্বিক প্রক্রিয়া
46. 'Adolescence' শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি হল—
(A) 'Adolescere' (B) 'Adolescin' (C) 'Adolescect' (D) 'Adoled'
47. কোন গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণে 'Dwafism' রোগটি দেখা যায় ?
(A) পিটুইটারী গ্রন্থি (B) থাইরয়েড গ্রন্থি (C) এ্যাডরেনাল গ্রন্থি (D) পিনিয়াল গ্রন্থি
48. তোমার শ্রেণিকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য শিশুর ওপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষণকৌশল ব্যবহার করে ?
(A) যৌতিকতা (B) প্রক্ষেপন (C) অবদমন (D) অনুকম্পন
49. প্রতিভাবানদের সমস্যার সমাধানে কোনটি ব্যবহৃত হয় ?
(A) বিশ্লেষণ (B) ত্বরান্বিতকরণ (C) ঔষধের ব্যবহার (D) শাস্তি
50. বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা হল—
(A) ভ্রম প্রত্যক্ষণ (B) স্কুল পালানো (C) প্রবঞ্চিত হবার ভ্রান্তি (D) অনিদ্রা
51. যে পর্যায়ে একটি শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে
(A) প্রাক-কার্যকরী পর্যায় (B) মূর্ত কার্যকরী পর্যায় (C) চেষ্টীয় সংজ্ঞাবহ পর্যায় (D) নিয়মতান্ত্রিক কার্যকরী দশা
52. কোনটি শিশুদের মধ্যে প্রায়ই দেখা যায় না ?
(A) হাইপারকাইনেসিস (B) আত্মহত্যা (C) নেতিবাচকতা (D) প্রক্ষেভের ওপর নিয়ন্ত্রণের অভাব
53. কোনটি শিশু জন্মের প্রকারভেদ নয় ?
(A) ব্রীচ বার্থ (B) সিজারিয়ান বার্থ (C) ট্রান্সভার্স বার্থ (D) স্পণ্টোনিয়াস বার্থ
54. কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায় ?
(A) অথোরিটেরিয়ান শিশু প্রশিক্ষণ (B) নিগোসিয়েটর শিশু প্রশিক্ষণ
(C) ডেমোক্রেটিক শিশু প্রশিক্ষণ (D) সংবেদন ওপেশি সঞ্চালনমূলক প্রশিক্ষণ
55. প্রাক্ষোভিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না—
(A) প্রক্ষোভের উপলব্ধি (B) প্রক্ষোভের নিয়ন্ত্রণ (C) প্রক্ষোভের প্রকাশ এবং সার্থকতাদান (D) প্রক্ষোভের জাগরণ
56. 'IQ' শব্দটি প্রথম ব্যবহার করেন মনোবিদ—
(A) মোরিল (B) বিনে (C) টারম্যান (D) স্ট্যানফোর্ড
57. সাধারণভাবে সুস্থ শিশুর 'অকস্মাৎ মৃত্যু' কে বলে —
(A) ক্রিব ডেথ (B) অ্যাক্সিডেন্টাল ডেথ (C) শক ডেথ (D) অ্যাবনরম্যাল ডেথ
58. নিম্নলিখিত কোনটি গ্রেগোরিয়াস ইনস্টিংকট ?
(A) নিজেকে পৃথক রাখার প্রবণতাকে (B) কিছু নতুন সৃষ্টি করার প্রবণতাকে
(C) কিছু অর্জন করার প্রবণতাকে (D) দলবদ্ধতার প্রবণতাকে
59. R.H. ফ্যাক্টর বলতে বোঝায় —
(A) রেসাস ইনকমপ্লিটনেস (B) রেসাস ইনকম্পিটিবিলিটি (C) রেট অফ হিমোগ্লোবিন (D) রেঞ্জ অফ ইনকম্পিটিবিলিটি
60. কোন সময়কালকে 'নির্ভরশীলতা হ্রাসের বয়স' বলা হয় ?
(A) শৈশবকাল (B) সদ্যোজাত (C) কৈশোরকাল (D) বাল্যকাল
Section-IV
Mathematics
61. ম্যাট্রিক্সের [tex]\left( {\matrix{ 0 & 0 & 2 & 2 & 0 \cr 1 & 3 & 2 & 4 & 1 \cr 2 & 6 & 2 & 6 & 2 \cr } }\right) [/tex] -এর পর্যায় হইবে
(A) 1 (B) 2 (C) 3 (D) 4
62. যদি x, y, z তিন প্রকার টাকা হয় এবং x টাকার সরল সুদ y টাকা এবং y টাকার সরল সুদ z টাকা হয় একই সময় ও একই সুদের হারে তবে x, y, z -এর মধ্যে সম্পর্কটি হইল
(A) y2 = xz (B) x2 = yz (C) xyz = 1 (D) z2 = xy
63. একটি আয়তঘনের ক্ষেত্রে N0 হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা এবং N1 হচ্ছে ধারের সংখ্যা এবং N2 হচ্ছে তলের সংখ্যা, তাহলে —
(A) N0 + N1 = N2 - 2 (B) N0 + N2 = N1 + 2 (C) N1 + N2 = N0 + 2 (D) N1 + N2 = 2N0 - 2
64. একটি দুই অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরের সংখ্যাটি 't' এবং এককের ঘরের সংখ্যাটি 'U' । 1 অঙ্কটি 'U' এর ডানদিকে বসানো হলে নতুন সংখ্যাটির মান হবে—
(A) 100t + 10U + 1 (B) 10t + U + 1 (C) 10t + U + 100 (D) 100t + U + 1
65. যদি [tex]{a \over b} + {b \over a} = 1[/tex] তবে [tex]{a^3} + {b^3} = [/tex]
(A) 1 (B) 0 (C) 3 (D) 2
66. শ্রীধর আচার্য -এর সূত্র অনুসারে [tex]a{x^2} + bx + d = 0[/tex] -এর সমাধান হল —
(A) [tex] X = {{ - b \pm \sqrt {{b^2} + 4ad} } \over {2a}}[/tex] (B) [tex] X = {{ - b \pm \sqrt {{b^2}} + 4ad} \over {2a}}[/tex]
(C) [tex] X = {{ \pm b - \sqrt {{b^2}} - 4ad} \over {2a}}[/tex] (D) [tex] X = {{ - b \pm \sqrt {{b^2} - 4ad} } \over {2a}}[/tex]
67. যদি [tex]\sqrt {1 + {{27} \over {169}}} = \left( {1 + {x \over {13}}} \right)[/tex] হয়, তবে x -এর মান হইবে
(A) 7 (B) 5 (C) 3 (D) 1
68. [tex] \sqrt {6 + \sqrt {6 + \sqrt {6 + \sqrt {6 + \cdots + \infty } } } } [/tex] রাশিমালাটির মান হইল
(A) 2 (B) 30 (C) 3 (D) 5
69. একটি আয়তনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 5 : 4 : 2 অনুপাতে আছে, ওই আয়তঘনের চারি পার্শের ক্ষেত্রফল 1216 সেমি2 তাহলে ওই আয়তঘনের আয়তন হবে—
(A) 2460 সেমি3 (B) 2560 সেমি3 (C) 2660 সেমি3 (D) 2700 সেমি3
70. Δ XYZ একটি সমদ্বিবাহু ত্রিভুজ YZ = a এবং XY = XZ = b এবং XP = উচ্চতা = h, এতএব h =
(A) [tex]\sqrt {{b^2} - {{\left( {{a \over 2}} \right)}^2}} [/tex] (B) [tex]\sqrt {{{\left( {{a \over 2}} \right)}^2} - {b^2}} [/tex] (C) [tex]\sqrt {{{\left( {{b \over 2}} \right)}^2} - {a^2}} [/tex] (D) [tex]\sqrt {{a^2} - {{\left( {{b \over 2}} \right)}^2}} [/tex]
71. যদি [tex]{Lt}\limits_{x \to 0} {{a\sin 2x - b\sin x} \over {{x^3}}} = 1[/tex] , তাহা হইলে
(A) a = -1, b = 2 (B) a = 1, b = -2 (C) a = -1, b = -2 (D) a = -2, b = -1
72. যদি a + b + c = 0 হয়, তবে a3 + b3 + c3 =
(A) 3abc (B) [tex] {3 \over {abc}}[/tex] (C) 3a3b3c3 (D) 0
73. দুটি এককেন্দ্রিয় বৃত্ত আছে যাদের ব্যাসার্ধ 13 সেমি. ও 12 সেমি., বড়ো বৃত্তের যে জ্যাটি ছোটো বৃত্তের স্পর্শক তার দৈর্ঘ্য হইবে —
(A) 10 সেমি. (B) 12 সেমি. (C) 12.5 সেমি. (D) 14 সেমি.
74. একটি ব্যাগে 10 পয়সা ও 25 পয়সার কয়েন আছে, যদি ব্যাগে মোট 60টি কয়েন থাকে এবং ব্যাগে মোট 13.05 টাকা থাকে, তাহলে মোট 10 পয়সার কয়েন আছে —
(A) 23 টি (B) 31টি (C) 13 টি (D) 22টি
75. y -এর x% এবং x -এর y% -এর ভাগফল হইল —
(A) [tex]{1 \over {xy}} [/tex] (B) xy (C) [tex]{x \over y} [/tex] (D) 1
76. [tex] x = a + {1 \over a} [/tex] এবং [tex] y = a - {1 \over a} [/tex] হলে [tex] x^4 +y^4 -2x^2 = [/tex]
(A) 16 (B) 16a2 (C) [tex] {{16} \over {a^2}} [/tex] (D) 16a
77. কোন সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হল, সে সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করে প্রকৃত গুণফলের চেয়ে 324 বেশি পেল । সংখ্যাটি হইবে —
(A) 12 (B) 15 (C) 25 (D) 52
78. কোন সমবাহু ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য x হইলে উহার ক্ষেত্রফল হবে—
(A) x2 (B) [tex]{{{x^2}\sqrt 3 } \over 2}[/tex] (C) [tex]{{{x^2}\sqrt 3 } \over 3}[/tex] (D) [tex]{{x^2} \over 2}[/tex]
79. একটি সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য 'p' সেমি. তাহলে তা ক্ষেত্রফল হবে
(A) [tex]{{\sqrt 3 } \over 2}{p^2}[/tex] সেমি.2 (B) [tex]3\sqrt 3 {p^2}[/tex] সেমি.2 (C) [tex]{{3\sqrt 3 } \over 2}{p^2}[/tex]সেমি.2 (D) 6 p2 সেমি.2
80. যদি [tex]x = 2 + \sqrt 3 [/tex] এবং [tex]y = 2 - \sqrt 3 [/tex] হয় তবে [tex]xy + {1 \over {xy}}[/tex]
(A) [tex]2\sqrt 3 [/tex] (B) [tex] \sqrt 3 [/tex] (C) 1 (D) 2
Section-V
Environmental Science
81. "মশা ম্যালেরিয়ার বাহক " — রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে এই তত্ত্বটি আবিষ্কার করেন ?
(A) কলকাতা (B) চেন্নাই (C) এলাহাবাদ (D) সেকেন্দ্রাবাদ
82. 'Dust Bowl' কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত ?
(A) জলাভূমি বুজিয়ে ফেলা (B) মৃত্তিকা ক্ষয় (C) জীব বৈচিত্র্য হ্রাস (D) পারমাণবিক বিস্ফোরণ
83. মিথেন গ্যাসের উত্স হল —
(A) পারমাণবিক বিস্ফোরণ (B) ধানক্ষেত ও মাংসাশী পশু (C) গবাদি পশু ও মাংসাশী পশু (D) ধানক্ষেত পচা জলাভূমিও গবাদি পশু
84. বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম হল —
(A) মৌসনি দ্বীপ (B) জম্বু দ্বীপ (C) লোহাচারা দ্বীপ (D) ঘোড়ামারা দ্বীপ
85. "The Great Migration" কোন কোন অরণ্যের মধ্যে ঘটে ?
(A) পেরিয়ার ও কানহা (B) বন্দিপুর ও করবেট (C) বকসা ও কাজিরাঙা (D) মাসাইমারা ও সেরেংগেটি
86. আখ থেকে উত্পন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানীরূপে ব্যবহার করা হয় ?
(A) ভারত (B) মরক্কো (C) ইন্দোনেশিয়া (D) ব্রাজিল
87. "ভুঁইফোঁড়" শব্দটি নীচের কোনটির সঙ্গে সম্পর্কিত—
(A) উই -এর ঢিবি (B) খাদ্যোপযোগী ব্যাঙের ছাতা (C) খড়ের গাদা (D) বাঁশঝাড়
88. নীচের কোন গ্যাসগুলি স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করলে ওজোন ছিদ্রের সৃষ্টি হয় ?
(A) N2O, CO, SO2 (B) CH4, N2O, CO2 (C) CH4, CFC, SO2 (D) NO2, CH4, CFC
89. দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় ?
(A) অ্যালবুমিন (B) গ্লোবিউলিন (C) ল্যাকটোজ (D) কেসিন
90. সুন্দরবন কত সালে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় ?
(A) ২০০১ সালে (B) ১৯৯২ সালে (C) ১৯৬৭ সালে (D) ১৯৮৭ সালে
91. নীচের কোনটি রাসায়নিক পরিবর্তন ?
(A) সালফারের গলন (B) জলের ফুটন (C) সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির কেলাস প্রস্তুতকরণ (D) সালফারের জ্বলন
92. নীচের কোন গাছটি বায়োডিজেল উত্পাদনে ব্যবহৃত হয় ?
(A) জ্যাট্রোফা (B) আম (C) সরষে (D) কার্পাস
93. "তালাব" শব্দটি নীচের কোনটির সঙ্গে সম্পর্কিত ?
(A) মৃত্তিকা সংরক্ষণ (B) বন সংরক্ষণ (C) শস্য সংরক্ষণ (D) জল সংরক্ষণ
94. ভারতের প্রতিবেশি কোন দেশের জাতীয় পশু টাকিন ?
(A) নেপাল (B) ভুটান (C) পাকিস্তান (D) চিন
95. নীচের কোনটি পর্ণমোচী বৃক্ষ —
(A) পাইন (B) বাইন (C) বট (D) শাল
96. পশ্চিমবঙ্গের "রাজ্য প্রাণী" কোনটি ?
(A) রয়াল বেঙ্গল টাইগার (B) হাতি (C) একশৃঙ্গ গন্ডার (D) মেছো বিড়াল
97. আরাবাড়ি নীচের কোন ঘটনার জন্য বিখ্যাত ?
(A) চিপকো আন্দোলন (B) গ্যাস দুর্ঘটনা (C) যৌথ বনরক্ষা ব্যবস্থা (D) স্পঞ্জ আয়রন কারখানা
98. নিষ্ক্রিয় ধুমপানের ফলে নীচের কোন রোগটি হয় ?
(A) COPD (B) টাইফয়েড (C) কলেরা (D) ম্যালেরিয়া
99. নীচের কোন ভেষজ নির্যাস কীটনাশকরূপে ব্যবহার করা হয় ?
(A) রেসারপিন (B) কুইনাইন (C) মরফিন (D) রোটেনন
100. ভারতবর্ষের কোন শহরে ভূ-তাপীয় শক্তির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছে ?
(A) পুণে (B) চন্ডিগড় (C) কলকাতা (D) সুরাট
***
WB Primary tet online Preparation
Primary TET MCQ Question Practice on Language : Bengali-1
Primary TET MCQ Question Practice on Language : English
Primary TET MCQ Question Practice on Child Development