মানবদেহের অম্ল ও ক্ষারের ভারসাম্য

Submitted by arpita pramanik on Mon, 08/06/2012 - 11:35

মানবদেহের অম্ল ও ক্ষারের ভারসাম্য

পিএইচ এর মান এর বিচারের সাবান জল পাতিলেবুর রস এবং বিশুদ্ধ জল এগুলির কোনটি কি জাতীয়করণ লেখক এসিড চেনার উপায় কি ক্ষারীয় দ্রবণে লিটমাস এর রং কেমন হয় ক্ষারীয় পদার্থ চেনার একটি উপায় লেখ সাধারণ অবস্থায় মানব দেহের রক্ত আম্লিক না ক্ষারীয় আমাদের দেহ কোষের পিএইচ এর মান কত হলে প্রত্যেক কোচ ভালোভাবে কাজ করে আমরা যখন কোন ভারী কাজ অনেক সময় ধরে পড়ি তখন পেশি কোষের গ্লুকোজ ভেঙ্গে কোন এসিড উৎপাদন বেড়ে যায় আমাদের যদি কোন কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে রক্তে কিসের পরিমাণ বেড়ে যায় অম্ল ক্ষার ও আয়নের ভারসাম্য রক্ষায় দেহের কোন অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা লেখ কোন দেহতরল কানের ভারসাম্য রক্ষা করে মানুষের প্রতিদিনের খাবারে কত শতাংশ অম্লত্ব খাদ্য হওয়া দরকার মানুষের প্রতিদিনের খাবারে কত শতাংশ উৎপাদনকারী খাদ্য হওয়া প্রয়োজন আমরা যে নুন খাই তার রাসায়নিক নাম ও সংকেত লেখ সমুদ্র লবণের কত রকমের যোগ এর সন্ধান পাওয়া গেছে সৈন্ধব লবণ ও বিপ্লবের মূল উপাদান কি আমরা রোজকার জীবনে যে খাবারে ব্যবহার করছি তার উৎস কি খাবার লবনের থাকা কোন যৌগ বায়ু থেকে জল শোষণ করতে পারে রক্তের স্বাদ কি মানুষের দেহে রক্তের প্রতি 100 মিলিমিটারে এনএসসিএল এর পরিমাণ কত খাদ্য লবণ খাওয়ার সঙ্গে রক্ত চাপের সম্পর্ক কি মানবদেহ-রক্ত শরীরকে যুক্ত করে রেখেছে এমন তরল মাধ্যমটি কি আমাদের বাড়িতে বা পরিচিত কারোর উচ্চরক্তচাপ থাকলে ডাক্তারবাবু তাকে কি পরামর্শ স্নায়ুর কাজ কি অসংলগ্ন কথাবার্তা মানুষের দেহে কোন ধাতু গুলির অভাবজনিত লক্ষণ হতে পারে ক্যালসিয়াম আমাদের শরীরে কি কাজ করে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড ওর দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান-প্রদান করতে কোন আয়ন ব্যয়ন সাহায্য করে আমাদের শরীরে র অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম কি খাবার নন্দিন এর মধ্যে সোডিয়াম ছাড়া আর কি কি ধাতুর আয়ন উৎপন্ন করে আমাদের শরীরে হাড়ের বা গোষ্ঠীর মূল উপাদান কোন ধাতুর শরীরে ভিটামিন কি কি কাজ করেন শ্বেত কণিকার কাজ কি শরীরে উপস্থিত বিভিন্ন উৎস কি কাজ করে শরীরে গ্লুকোজ কিভাবে শক্তি উৎপন্ন করে শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম আমরা কোন কোন উৎস থেকে পাই রক্তে সিওটু প্লাস আয়নের ঘাটতি হলে শরীর কোথা থেকে তাগ নেবে অর্গানিজড বলতে কী বোঝো সল্টলেক স্থাপনের মূল উদ্দেশ্য কি আয়োডিনের যোগান দিতে কি মেশানো হয় আয়োডিনের কোন যৌগটির প্যাকেটের লবণ থাকে শরীরে আয়োডিনের অভাবে কি রোগ হয় দিনের প্রয়োজনের থেকে বেশি লবণ এর উপস্থিতিতে মুত্রের পরিমাণ বেড়ে যায় কেন পর্বত বা মেরু অভিযানের ক্ষেত্রে অভিযাত্রীদের শরীরের প্রয়োজনীয় জলের উৎস কি

 

 

 

 

Related Items

অঙ্কুরোদগম

অঙ্কুরোদগম

জীবনে জলের ভূমিকা

জীবনে জলের ভূমিকা

নির্দেশক ও প্রশমন

নির্দেশক ও প্রশমন

জীব দেহ গঠনে অজৈব ও জৈব পদার্থের ভূমিকা

জীব দেহ গঠনে অজৈব ও জৈব পদার্থের ভূমিকা

 

পরমাণু, অনু ও রাসায়নিক বিক্রিয়া

পরমাণু, অনু ও রাসায়নিক বিক্রিয়া