সাধারণ অভিজ্ঞতা থেকে অম্ল ও ক্ষারের ধারণা

Submitted by arpita pramanik on Mon, 08/06/2012 - 10:18

সাধারণ অভিজ্ঞতা থেকে অম্ল ও ক্ষারের ধারণা

কোন কোন উদ্ভিদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে কোন কোন উদ্ভিদের কান্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে চিনির দ্রবণ দ্রবণ অগ্নিদগ্ধ হন এরশাদ বিরোধী ছাড়াও এমন অনেক জিনিস জিনিস আছে যাদের 71 সেগুলি কি কি কোন প্রকার প্রাণিজ খাদ্য ইয়াসিন পাওয়া যায় তেঁতুলে কি এসিড থাকে কোন দুটি দেশের কমলালেবু থেকে পাওয়া যায় টমাটো উপস্থিত এসিডের নাম কি রাসায়নিক পরিচয় দাও লাল পিঁপড়ে কামড়ালে ক্ষতস্থানে তারা কোন অ্যাসিড ত্যাগ করে কোন কোন গাছের তলায় কোন গাছের বীজ থেকে চারা গাছ সৃষ্টি হয় না কোন পুকুরের মাছ চাষ করার সময় সেই পুকুরে চুন মেশানোর প্রধান উদ্দেশ্য কি আসেন কালো জামের বর্ণ কি হয় ফেনোফথ্যালিন কি হিসেবে ব্যবহার করা হয় বাতাসে দূষিত করে কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইডের রচনা না গ্যাস নিচে যায় অনেকদিন পরে বৃষ্টি হলেও ইতিহাসগুলো বৃষ্টির জলের মধ্যে মিশিয়ে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে এখন পরীক্ষা করলে বৃষ্টির জলের মধ্যে আম্লিক না ক্ষারীয় কোন ধর্ম প্রকাশ পায় জীবদেহে উৎস থেকে পাওয়া যায় এমন তিনটি এসিডের নাম লেখ যৌগ নয় এমন কিছু থেকে পাওয়া যায় এসিড বৃষ্টির কারণ দুটি অজৈব এসিড ফসফরিক এসিডের নাম ও সংকেত লেখ কোন আয়ন হাইড্রোক্লোরিক এসিড এর বা অন্য কোন এসিডের আম্লিক ধর্মের জন্য দায়ী অ্যাসিড দ্রবণের লিটমাস কাগজ ডোবালে কাগজের বর্ণের কি পরিবর্তন হয় পিএইচপি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রসঙ্গ দ্রবণের পিএইচ এর মান কত কোন দ্রবণের পিএইচ স্কেল 10200 চিত্রপট জলকে প্রশম প্রকৃতির দ্রাবক বলা হয় কেন

Related Items

তড়িৎ

তড়িৎ

তাপ

তাপ

কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করা হলে বস্তুর উপর তাপের পরিমাণ কি হবে নির্দিষ্ট ভরের কোন বস্তু বাইরে থেকে কত পরিমান তাপ নিয়েছে তার কত পরিমান পাপড়ি বসু থেকে বেরিয়ে বেরিয়ে গেছে সেটা কিসের উপর নির্ভর করে তাপের একক কি কোন বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ কোন কোন বি

খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা

খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা

জীব বৈচিত্রের সংখ্যা হ্রাস

জীব বৈচিত্রের সংখ্যা হ্রাস

ফুল

ফুল