Submitted by arpita pramanik on Mon, 07/30/2012 - 08:36

মূল

মূলের প্রধান অংশগুলির নাম লেখ একটি আদর্শ ফুলের কয়টি অংশ ও কি কি ডাটা শাকের প্রধানমন্ত্রীকে অন্যান্য শাখা মুলবেরি এই মূলকে কি বলে যাদের কোন প্রধানমন্ত্রী তাদের ক্ষেত্রে কি ধরনের মূল বের হয় গুচ্ছমূল কিভাবে সৃষ্টি হয় উদাহরণসহ লেখ মূল কাকে বলে প্রকৃতির হয় মূল দেখা যায় কোন গাছের পেয়ারা গাছের কান্ডের নিচের দিকের মূলের কাজ কি বাতাসে জলীয়বাষ্পের নেয় পাথরকুচি পাতার মূল কি কাজে সাহায্য করেন অন্য দুটি কাজের কথা লেখ উদ্ভিদের কোন অংশ মাটির ক্ষয় রোধের গাছ লাগানোর কোন কোন উদাহরন তুমি জানো মাটির ক্ষয় রোধ করে কোন কোন গাছ লাগানো যেতে পারে ঝঞ্জা প্রবন অঞ্চলের নদীর ধার বরাবর আর পাহাড়ের ঢালে কোন কোন গাছ লাগানো দরকার মটর গাছের মূলে যে অনুজীব বাস করে তার নাম লেখ পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাক টির নাম কি পর্বত কাকে বলে পাতা ও কান্ডে সংগ্রহস্থলে যে কোন সৃষ্টি হয় তাকে কি বলে কাকে বলে একটি চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম লেখ জবা গাছ কি জাতীয় উদ্ভিদ রূপান্তরিত কান্ড কাকে বলে শাখা আদর্শ ও শাখা কন্টক কোন উদ্ভিদে দেখা যায় একটি রূপান্তরিত অর্ধ বায়বীয় কান্ডের নাম লেখ একটি মৌলের নাম ও কাজ লেখ খাদ্যদ্রব্যে ব্যবহৃত হয় এবং রূপান্তরিত কান্ডের নাম লেখ এর নাম ও কাজ লেখ যারা গাছ মূলধারা যে জল তোলে  সেই জ্বরটা কোন পথে কোন পথে পাতায় পৌঁছায় পাতায় তৈরি খাবারটা গাছের নিচে পৌঁছানোর পৌঁছায় কোন পথে গাছের বাড়তি খাবার টাকা কোথায় জমা রাখে গাছের কোন অংশটি ডাল-পাতা ফুল আর ফল ধরে রাখে পুই শাক লাউ শাকের পাতা এরা পাতা ছাড়া আর কোন অঙ্গের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে তোমার বাড়িতে কোন কোন কাজে কাটলে গেছে কোন কোন জানান তৈরিতে কার্ড ব্যবহার করা হয় কোন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে মশা তাড়ানোর ধুনো পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে পালিশ তৈরির সামগ্রী পাওয়া যায় দু একটি ওষুধের নাম লেখ যা গাছের কান্ড থেকে পাওয়া যায় রাতে পাখি কাঠবিড়ালি বাদুর বানরেরা কোথায় আশ্রয় নেয়

 

 

 

Related Items

Class VII Science Study Reference

গণিত, সপ্তম শ্রেণির জন্য, ভৌত পরিবেশ, সময় ও গতি, পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, মানুষের খাদ্য, .পরিবেশের সজীব উপাদান এর গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ ...