সন্দীপ বিদ্রোহ
সন্দীপ বিদ্রোহ : ভূমিরাজস্ব ব্যবস্থার ত্রুটি, সুদখোর মহাজনদের নির্লজ্জ শোষণ, ঔপনিবেশিক শোষণ এবং কৃষক ও উপজাতিদের উপর দমন নীতি ইত্যাদির কারণে ও এর প্রতিবাদে বিভিন্ন সময়ে কৃষক, শ্রমিক, তাঁতি, কারিগর, জেলে, মুচি, মেথর, ব্যবসায়ী, শিল্পী, ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ বিচ্ছিন্ন ভাবে হলেও সর্বভারতীয় ক্ষেত্রে ব্রিটিশ বিরোধী সংগ্রামে সামিল হয়েছিল । এইসব বিদ্রোহগুলির মধ্যে সন্দীপ বিদ্রোহ ছিল অন্যতম ।
১৭৬৯ খ্রিস্টাব্দে নোয়াখালি জেলার দরিদ্র মুসলিম কৃষকদের বিদ্রোহ সন্দীপ বিদ্রোহ নামে পরিচিত । বঙ্গোপসাগরে অবস্থিত নোয়াখালি জেলার অন্তর্গত কয়েকটি ছোটো বড়ো দ্বীপের সমষ্টি হল সন্দীপ অঞ্চল । আবু তোরাপ চৌধুরী এই বিদ্রোহে নেতৃত্ব দিতে গিয়ে নিহত হন । পরে অত্যাচারী ইংরেজ বেনিয়া গোকুল ঘোষালের বিরুদ্ধে সন্দীপের কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে ।
*****
- 3015 views