H.S Exam 2008: Nutrition (Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 20:37

HIGHER SECONDARY EXAM, 2008

Nutrition(New Syllabus)

(Bengali Version)

১. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ  ১x১০=১০
   উপযুক্ত একটি শব্দের দ্বারা শূন্যস্থান পূরণ করঃ
ক) উদরাময় হলে দেহে............জলসাম্য ঘটে । অথবা, গেঁটে বাতে ............যুক্ত খাদ্য কম দিতে হয় ।
খ) ডায়াবেটিস ............কার্বোহাইড্রেটের বিপাকীয় ত্রূটিজনিত অসুখ । অথবা, গর্ভবতী নারীর খাদ্যে বাড়তি..........মিলিগ্রাম লোহার প্রয়োজন ।
গ) .........নিয়ন্ত্রিত খাদ্য উচ্চরক্তচাপ, নেফ্রাইটিস ও গর্ভকালীন টক্সিমিয়াতে আক্রান্ত রোগীদের দেওয়া হয় ।
ঘ) প্রস্রাবে চিনির উপস্থিতিকে............বলে ।

সম্পূর্ণ বাক্যটিসহ সত্য অথবা অসত্য নির্দেশ করঃ
(ঙ) HCL একটি উৎসেচক ।
(চ) একটি সরল প্রোটিনের নাম অ্যালবুমিন ।  
(ছ) ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশকে জেজুনাম বলে ।  
(জ) টায়ালিন সিদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে । অথবা, গ্লাইকোজেন যকৃৎ –এ সঞ্চিত থাকে ।
ঞ) মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত ২:১ । অথবা, জনডিস কোনো রোগ নয়-এটি লিভারের রোগের লক্ষণ মাত্র ।

২.  নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ   ২x৭=১৪
ক) পরিপাক কাকে বলে ?  অথবা, বিপাক ক্রিয়া কী ?  
খ) জিহ্বার কাজ কী ?  অথবা, হাইপারগ্লাইসিমিয়া কি ?   
গ) পথ্য কাকে বলে ? অথবা, স্থূলতার মান কিরূপ নির্ণয় করবে ?  

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

Comments

Related Items