JEXPO 2012 Physics question paper

Submitted by administrator on Wed, 04/30/2014 - 15:19

West Bengal Polytechnic Entrance Examination

JEXPO 2012

Physics

 

 

1.  R ওহম রোধের একটি সুষম তারকে সমান দশটি ভাগে ভাগ করে তাদেরকে সমান্তরালে সংযোগ করা হল । তুল্য রোধের মান

(a) 0.01R       (b) 0.1R         (c) 10R        (d) R

 

2.  চাঁদের কোন বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কারণ

(a) চাঁদ অনেক দূরে        (b) চাঁদ কেবলমাত্র রাত্রে দেখা যায়        (c) চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই       (d) এগুলির কোনটিই নয়

 

3.  নিম্নলিখিত কোন বিষয়টি শব্দের বেগকে প্রভাবিত করে না

(a) চাপের পরিবর্তন        (b) উষ্ণতার পরিবর্তন        (c) আর্দ্রতার পরিবর্তন       (d) মাধ্যমের ঘনত্বের পরিবর্তন

 

4.  নীচের কোনটি বায়ুকে সব থেকে বেশি আয়নিত করে ?

(a) α কণা        (b) ß কণা        (c) γ রশ্মি         (d) X -রশ্মি

 

5.  ভরের মানের নিম্নক্রম অনুযায়ী  α,  ß এবং γ রশ্মিকে সাজাও

(a) α > γ > ß       (b) α > ß > γ        (c) γ > ß > α       (d) ß > α > γ

 

6.  ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই সঙ্গে কাজ করে

(a)  দুটি বিভিন্ন বস্তুর উপর         (b) একই বস্তুর উপর         (c) বিভিন্ন রেখা বরাবর        (d) একই দিকে

 

7.  0°C তাপমাত্রায় কোন পরিবাহীর রোধ 1 ohm . 100°C তাপমাত্রায় রোধ কত ? রোধের তাপমাত্রা গুণাঙ্ক = 0.004/°C

(a) 0.6 ohm        (b) 0.69 ohm         (c) 1.04 ohm          (d) 1.4 ohm

 

8.  একটি বস্তুকে 9.8 m/s বেগে উপরে ছোঁড়া হল । বস্তুটি কতটা উচ্চতায় উঠবে ?

(a) 9.8 m        (b) 19.6 m          (c) 29.4 m         (d) 4.9 m

 

9.  একটি তরলে কাঁচদন্ড ডোবানোর ফলে সেটি অদৃশ্য হয়ে গেল, এর কারণ

(a) তরলের মধ্যে কাঁচদন্ডটি গলে গেল        (b) কাঁচ ও তরলের ঘনত্ব সমান         (c) কাঁচ ও তরলের প্রতিসরাঙ্ক সমান        (d) উপরের কোনটাই নয়

 

10.  একটি লেন্সের ফোকাস দূরত্ব -5 cm. লেন্সটির প্রকৃতি ও ক্ষমতা হল

(a) উত্তল , -1 D       (b) অবতল, -2 D        (c) উত্তল, + 1D        (d) অবতল, +2D

 

11.  একটি তড়িৎ চুম্বকে শক্তি বাড়ানো যেতে পারে

(a) কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে         (b) কুণ্ডলীর প্রবাহ মাত্রা বাড়িয়ে        (c) কাঁচা লোহার মজ্জা ব্যবহার করে          (d) উপরের সবগুলোই

 

12.  একটি বাল্বের উপর ছাপা আছে "220V-100W" । সেই বাল্বের ফিলামেন্টের রোধ কত ?

(a) 484 ohm         (b) 844 ohm          (c) 220 ohm          (d) 444 ohm

 

13.  একটি হিলিয়াম পরমাণু তার সকল ইলেকট্রন ত্যাগ করলে তাকে বলা হয়

(a) α কণা       (b) হিলিয়াম আয়ন         (c) প্রোটন          (d) ডয়টেরিয়াম

 

14.  বায়ুর সাপেক্ষে কাঁচ ও কোয়ার্জের প্রতিসরাঙ্ক 3/2 এবং 12/5 হলে, কাঁচের সাপেক্ষে কোয়ার্জের প্রতিসরাঙ্ক কত ?

(a) 8/5        (b) 5/8        (c) 5/18        (d) 18/5

 

15.  মরুভূমিতে আলোর কোন ধর্মের জন্য মরীচিকা দেখা যায়

(a) প্রতিফলন         (b) প্রতিসরণ         (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন         (d) বিক্ষেপনের জন্য

 

16.  125 গ্রাম ভরের একটি ক্রিকেট বলের বেগ 12 মিঃ/সেঃ । একজন ক্রিকেটার 1/10 সেকেন্ডে বলটি ধরল । সে কত বল প্রয়োগ করেছিল ?

(a) 5 নিউটন        (b) 10 নিউটন        (c) 15 নিউটন        (d) 12 নিউটন

 

17.  ডপলার ক্রিয়া নিম্নের কোন বিষয় সংক্রান্ত

(a) প্রবাহী তড়িৎ        (b) তাপ         (c) চুম্বকত্ব        (d) শব্দ

 

18.  স্প্রিং তুলযন্ত্র যে স্থানে কাজ করে না সেই স্থানটি হল

(a) চন্দ্র পৃষ্ঠ         (b) পৃথিবী পৃষ্ঠ        (c) পৃথিবীর কেন্দ্র        (d) খনির মধ্যস্থল

 

19.  তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে আধান বহন করে

(a) ধনাত্মক আয়ন        (b) ঋণাত্মক আয়ন         (c) ইলেকট্রন        (d) ধনাত্মক ও ঋণাত্মক আয়ন

 

20.   কোনটির সাহায্যে বস্তুর সকল অবস্থানের জন্যই অসদ ও সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যায় ?

(a) উত্তল লেন্স        (b) অবতল লেন্স         (c) উত্তল দর্পণ         (d) অবতল দর্পণ

 

21.  n সংখ্যক একই রোধের শ্রেণি সমবায়ের তুল্যরোধ ও সমান্তরাল সমবায়ের তুল্যরোধের অনুপাত

(a) 1 : n²        (b) n² : 1        (c) n : 1         (d) √n : 1

 

22.  কোন তরলের স্ফুটনাঙ্ক

(a) চাপের সাথে হ্রাস পায়        (b) চাপের সাথে বৃদ্ধি পায়        (c) কোন পরিবর্তন হয় না       (d) এদের মধ্যে কোনটিই নয়

 

23.  একটি পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ-সময় লেখটি

(a) ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা

(b) সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা

(c) মূল বিন্দুগামী একটি সরলরেখা

(d) মূল বিন্দুগামী একটি অর্ধবৃত্তাকার রেখা

 

24.  নীচের কোনটি অলিক বল

(a) মহাকর্ষীয় বল         (b) কেন্দ্রাতিগ বল         (c) তড়িৎচুম্বকীয় বল         (d) নিউক্লীয় বল

 

25.  নির্দিষ্ট হারে কোন পরিবাহীতে তাপ উত্পন্ন হলে, প্রবাহমাত্রা (i) ও পরিবাহীর রোধের (r) মধ্যে সম্পর্ক হল

(a) [tex]i \propto {1 \over r}[/tex]        (b) [tex]i \propto {1 \over {{r^2}}}[/tex]        (c) [tex]i \propto {r^2}[/tex]      (d) [tex]i \propto {1 \over {\sqrt r }}[/tex]

 

26.  কোন স্থানে একটি বস্তুর ভার 1.962 নিউটন । ঐ স্থানে g = 981 cm/s² হলে, বস্তুটির ভর কত ?

(a) 250 g      (b) 200 g       (c) 0.2 g       (d) 2 kg

 

27.  একটি বস্তু উত্তর দিকে 12 km যাওয়ার পর পূর্বদিকে 5 km গেল, প্রথম বিন্দু হইতে বস্তুটির সরণ হল

(a) 5 km       (b) 12 km       (c) 13 km       (d) 17 km

 

28.  একটি পরিবাহী তারের রোধ 20 Ω । এটিকে বাঁকিয়ে একটি বৃত্তের আকার দেওয়া হল, বৃত্তটির ব্যাসের বিপরীত বিন্দুর মধ্যে রোধ হবে

(a) 5 Ω        (b) 10Ω       (c) 20Ω         (d) 15Ω

 

29.   92U236 নিউক্লাইড হইতে একটি α কণা নির্গত হল । লব্ধ নিউক্লিয়াই -এর আণবিক সংখ্যা ও ভর সংখ্যা হবে

(a) 92, 237         (b) 91, 236        (c) 90, 232        (d) 90, 234

 

30.  শীতপ্রধান দেশে রেডিয়েটারে জলের সাথে গ্লিসারিন মেশানো হয়, রেডিয়েটার নলের নষ্ট হওয়া বন্ধের জন্য , কারণ এই মিশ্রণের ফলে

(a) মিশ্রণের আয়তন কমে যায়       (b) মিশ্রণের আপেক্ষিক তাপ বৃদ্ধি পায়

(c) মিশ্রণের হিমাঙ্ক কমে যায়        (d) মিশ্রণের উষ্ণতা বৃদ্ধি পায়

 

31.  1 kg জলের উষ্ণতা 1°C বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ

(a) 1 K-cal       (b) 1 Joule        (c) 1 B.th.u       (d) 4.2 Joule

 

32.  বাড়ির ইলেকট্রিক মিটার বৈদ্যুতিক শক্তি খরচের পরিমাণ যে এককে মাপে, তার নাম

(a) জুল         (b) ওয়াট        (c) ক্যালরী        (d) কিলো-ওয়াট-আওয়ার

 

33.  আকাশ নীল দেখায়, কারণ

(a) আলোর প্রতিসরণ        (b) আলোর প্রতিফলন        (c) আলোর বিচ্ছুরণ       (d) আলোর বিক্ষেপণ

 

34.  যদি বেগ V, ত্বরণ A এবং বল F -কে প্রাথমিক একক ধরা হয়, তবে ভরবেগের মাত্রা হবে

(a) FVA-1        (b) MLT-1        (c) FV²A-1       (d) FV- 1A-1

 

35.  নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি ?

(a) আপেক্ষিক তাপ         (b) টর্ক        (c) সময়        (d) দ্রুতি

 

36.  কাঁচের প্রিজমকে জলে ডোবালে তার বিচ্ছুরণ ক্ষমতা

(a) বাড়বে         (b) কমবে        (c) অপরিবর্তিত থাকবে         (d) হয় বাড়বে অথবা কমবে

 

37.  2000 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্টমিটার সর্বোচ্চ 2V পরিমাপ করতে পারে । এই ভোল্টমিটার দিয়ে সর্বোচ্চ 8V পরিমাপ করতে ইহার সঙ্গে যে রোধ শ্রেণি সমবায়ে যোগ করতে হবে সেটি হল

(a) 4000 ohm        (b) 6000 ohm         (c) 2000 ohm         (d) 8000 ohm

 

38.  হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ ও অক্সিজেন গ্যাসে শব্দের বেগের অনুপাত

(a) 4 : 1        (b) 16 : 1        (c) 2 : 1        (d) 8 : 1

 

39.  অ্যাম্পিয়ার ও কুলম্বের মধ্যে সম্পর্ক হল :

(a) [tex]Ampere = {{Second(time)} \over {Coulomb}}[/tex]

(b) [tex]Ampere \times Coulomb = Second(time)[/tex]

(c) [tex]Ampere = {{Coulomb} \over {Second(time)}}[/tex]

(d) none of these

 

40.  m ও 4m ভরের দুটি বস্তুর সমান রৈখিক ভরবেগ নিয়ে যাচ্ছে, এদের গতি শক্তির অনুপাত হবে

(a) 4 : 1        (b) 1 : 4        (c) 1 : 2        (d) 1 : 1

 

41.  অ্যামমিটার, প্রবাহমাত্রা পরিমাপের যন্ত্র এবং

(a) তার রোধ নিম্নমানের        (b) তার রোধ উচ্চমানের        (c) যে কোনো রোধ থাকতে পারে        (d) এদের মধ্যে কোনটিই নয়

 

42.  লংজাম্প দেওয়ার পূর্বে প্রতিযোগী কিছুটা দূরত্ব দৌড়াইয়া আসে । ভৌতবিজ্ঞানের যে নীতি অনুযায়ী এটি হয়

(a) বলের ঘাত        (b) ভরবেগ সংরক্ষণ        (c) স্থিতি জাড্য        (d) গতিজাড্য

 

43.   শব্দের প্রতিধ্বনি স্পষ্টভাবে শুনতে হলে, শ্রোতা ও প্রতিফলকের মধ্যে নূন্যতম দূরত্ব হওয়া উচিত (বায়ুতে শব্দের বেগ = 340 m/s)

(a) 17 m        (b) 34 m        (c) 85 m        (d) 170 m

 

44.  প্রতিফলনের পরে একটি অলোকরশ্মির কৌণিক চ্যুতি, আপতন কোণের অর্ধেক হয়, আপতন কোণ নির্ণয় কর

(a) 42°        (b) 36°         (c) 18°       (d) 72°

 

45.  গৃহে বৈদ্যুতিক বাতিগুলি কীভাবে যোগ করা হয় ?

(a) শ্রেণী সমবায়ে        (b) সমান্তরাল সমবায়ে        (c) মিশ্র সমবায়ে        (d) এর কোনটাই নয়

 

46.  একটি পাত্রে 4°C উষ্ণতায় 100 gm জল আছে । পাত্রটি পারদ দ্বারা পূর্ণ করলে, পাত্রের ভর কত হবে (পারদের আপেক্ষিক গুরুত্ব =13.6)

(a) 136 gm         (b) 1360 gm        (c) 13.6 gm        (d) 1.36 gm

 

47.  একজন লোক সমতল দর্পণ থেকে 5 cm/s বেগে দূরে চলে যাচ্ছে, তার প্রতিবিম্ব কত বেগে তার থেকে দূরে চলে যাবে ?

(a) 5 cm/s        (b) 10 cm/s        (c) 2.5 cm/s        (d) 25 cm/s

 

48.  1cc H2 ও 1cc of O2 গ্যাস N.T.P -এ রাখা আছে । অণুর সংখ্যা হবে

(a) H2 -তে বেশি        (b) O2 -তে বেশি        (c) H2 ও O2 -তে সমান         (d) কোনটি সত্য নয়

 

49.  সূর্যে যে পদ্ধতিতে শক্তি উত্পন্ন হয়, সেটি হল

(a) রাসায়নিক বিক্রিয়া        (b) নিউক্লিয়ার ফিসন        (c) নিউক্লিয়ার ফিউসন         (d) তাপের যান্ত্রিক সমতা

 

50.  দুটি থার্মোমিটার T1 এবং T2 এর প্রাথমিক অন্তর যথাক্রমে 60° এবং 120° তাদের নিম্নস্থিরাঙ্ক যথাক্রমে 10° এবং 0° । যদি কোন উষ্ণতা T2 থার্মোমিটারে 100°C হয় তবে T1 থার্মোমিটারে ঐ পাঠ হবে

(a) 100°         (b) 120°         (c) 80°         (d) 60°

***

 

Comments

Related Items

JEXPO 2010 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2010 Mathetatics question paper. 1. একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 21 সেমি. ও ভূমির ব্যাসার্ধ 12 সেমি. হলে শঙ্কুটির ঘনফল হবে : , 2. একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বালতি যার উচ্চতা 32 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 18 সেমি. বালিতে এক চতুর্থাংশ ভর্তি আছে । বালতিটি খালি করে ভূমিতে সমস্ত বালিগুলি ...