গ্যাসের আচরণ

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 22:56

গ্যাসের আচরণ

 

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :

1. চার্লসের সূত্রে ধ্রুবক হল --

A. গ্যাসের ভর    B. গ্যাসের চাপ          C. গ্যাসের আয়তন    D. A এবং B উভয়ই

2. বয়েলের সূত্রে ধ্রুবক হল --

A. গ্যাসের ভর       B. গ্যাসের উষ্ণতা     C. গ্যাসের চাপ        D. A এবং B উভয়ই

3. শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ---

A. ভারী    B. হালকা   C. কখনো ভারী আবার কখনো হালকা        D.ভারীও নয় আবার হালকাও নয়

4. STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন ---

A. 22.4 L   B. 2.24 L     C. 22.2 L    D.  22.4 cm3

5. পরমশূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয় ---

A. 0           B. 273         C. 2.24 L    D. 22.4 L

6. গ্যাসের উষ্ণতা বাড়লে অনুগুলির গতিবেগ ---

A. বাড়বে       B. কমবে       C.  অপরিবর্তিত থাকবে         D. প্রথমে বাড়বে, পরে কমবে

7. নিচের কোনটি চাপের SI একক ?

A. Nm2      B. Nm-2     C. Nm       D. N

8. একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 ; নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন ?

A. 8       B.   16       C. 32       D.  64

 

 

অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও)

 

1. চাপের SI একক এর নাম লেখ

2. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত

3. 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300k এর মধ্যে কোন উষ্ণতায় বেশি

4. চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হবে

5. চার্লসের সূত্রের ধ্রুবক কি কি

6. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে

7. বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে

8. ভি বনাম টি এবং ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে

9. পরম শূন্য কে পরম বলার কারণ কি

10. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখ

 

 

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (নিচের প্রশ্নগুলির 2-3 বাক্যে উত্তর দাও)

1. বয়েলের সূত্রটি বিবৃত করো

2. চার্লসের সূত্রটি বিবৃত করো

3. বয়েলের সূত্র অনুসারে pv বনাম  p লেখচিত্র অঙ্কন করো

4. -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায় -- ব্যাখ্যা করো

5. সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয় করো

7. বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুত হয় ?

8. গ্যাসের ব্যাপন কাকে বলে ?

9. STP তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 m3  হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?

10. 4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300k উষ্ণতায় 8 g H2 গ্যাসের ( H = 1) আয়তন কত হবে ? ( R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1 K-1 )

11. উষ্ণতার পরম স্কেল কি?

 

 

 

 

Comments

Related Items

সাবান (Soap)

সাবান হল উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড -এর সোডিয়াম বা পটাশিয়াম লবণ । একাধিক জৈব অ্যাসিডের লবণ হওয়ায় সাবানের নির্দিষ্ট কোনো সংকেত নেই । সাবান একটি মিশ্র লবণ । সাধারণ উষ্ণতায় সাবান অনুদ্বায়ী কঠিন পদার্থ ও জলে দ্রাব্য । ...

ইউরিয়া বা কার্বাইড (Urea)

ইউরিয়া নাইট্রোজেন ঘটিত একটি সার । 1828 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট -কে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেন । ইউরিয়া সাদা, গন্ধহীন, অনুদ্বায়ী, কেলাসাকার কঠিন জৈব পদার্থ।এটি জলে দ্রাব্য । মানবদেহের এবং প্রাণীদেহের ...

অ্যামোনিয়াম সালফেট

অ্যামোনিয়াম সালফেট হল একটি নাইট্রোজেন ঘটিত অজৈব রাসায়নিক সার। অ্যামোনিয়াম সালফেট সাদা রঙের, গন্ধহীন, অনুদ্বায়ী একটি অজৈব কেলাসিত লবণ । অ্যামোনিয়াম সালফেট জলে দ্রাব্য ও এর জলীয় দ্রবণ অম্লধর্মী । অ্যামোনিয়াম সালফেট তাপে ঊর্ধ্ব পাতিত হয় ...

কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল

কেলাস-জলযুক্ত কিউপ্রিক সালফেটকে ব্লু-ভিট্রিয়ল বলে। ব্লু-ভিট্রিয়ল সাধারণভাবে তুঁতে নাম পরিচিত । কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল গন্ধহীন, অনুদ্বায়ী ও গাঢ় নীলবর্ণের কেলাসিত অজৈব কঠিন পদার্থ। এটি একটি শমিত লবণ । জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। ...

ব্লিচিং পাউডার বা বিরঞ্জক চূর্ণ

ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট । ব্লিচিং পাউডার থেকে ক্লোরিনের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় । ব্লিচিং পাউডার জলীয় বাষ্প শোষণ করে, জলের সঙ্গে আংশিক বিক্রিয়া করে ক্যালশিয়াম ক্লোরাইড ও ক্যালশিয়াম হাইপো-ক্লোরাইট উত্পন্ন করে । ...