ছোটো প্রশ্ন ও উত্তর : শব্দ (Sound)

Submitted by arpita pramanik on Sun, 11/10/2019 - 10:50

ছোটো প্রশ্ন ও উত্তর : শব্দ (Sound)

1. শব্দ কি ?

2. শব্দ কি করে সৃষ্টি হয় ?

3. দুটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে স্বনকের কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় ।

5. শব্দের উৎস কাকে বলে ?

6. পরীক্ষার দ্বারা প্রমাণ করো যে শব্দের উৎপন্নের জন্যে জড় বস্তুর কম্পন এর প্রয়োজন হয় ।

7. শব্দ  কি শূন্যের ভিতর দিয়ে বিস্তার লাভ করতে পারে ?

8. " শব্দ বিস্তারের জন্য প্রস্তাব মাধ্যমের প্রয়োজন হয় " -- একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ।

9. কেবলমাত্র কম্পনশীল বস্তুই শব্দ উৎপাদন করতে সক্ষম -- এটি কিভাবে দেখানো যায় ?

10. শ্রবণযোগ্য শব্দে,  শব্দোত্তর শব্দ এবং শব্দেতর শব্দ বলতে কী বোঝো ?

11. সূর্যে প্রচণ্ড বিস্ফোরণ হলেও সেই বিস্ফোরণের শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন ?

12. শব্দ বিস্তারের জন্য কোন জড় মাধ্যমের প্রয়োজন হয় কি ? একটি পরীক্ষা দ্বারা বুঝিয়ে দাও ?

13. তরঙ্গ সম্পর্কিত নিচের রাশিগুলির সংজ্ঞা লেখ : পর্যাবৃত্ত গতি, পর্যায়কাল, স্পন্দন, তরঙ্গদৈর্ঘ্য, বিস্তার, কম্পাঙ্ক ।

14. শব্দের কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতা বলতে কী বোঝো ? ওদের মধ্যে সম্পর্ক কি ?

15. শব্দের কম্পাঙ্ক কাকে বলে ? এর একক কি কি  ?

16. গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার - কৌশল চিত্রসহ ব্যাখ্যা করো ?

17. বায়ু মাধ্যমে অবস্থিত একটি কম্পমান সুরসলাকা শব্দ উৎপন্ন করছে । বায়ু মাধ্যমে শব্দের বিস্তারের ফলে বায়ু মাধ্যমের অবস্থা চিত্রসহ বর্ণনা করো ।

*****

Comments

Related Items

পরিমাপ (Measurements)

যার পরিমাপ সম্ভব তাকে রাশি বলে । একটি মোবাইল ফোনের যে ওজন আছে তা ওজন করার যন্ত্রের মাধ্যমে মাপা যায় । আমরা যখন এক জায়গায় থেকে অন্য জায়গায় যাই তখন সেই জায়গায় যেতে আমাদের কিছু সময় লাগে কিন্তু সেই জায়গায়

পরমাণুর গঠন (Atomic Structure)

প্রত্যেক মৌলিক পদার্থ অসংখ্য অবিভাজ্য অতিক্ষুদ্র নিরেট কণা দ্বারা গঠিত এই ক্ষুদ্রতম কণা গুলির নাম অ্যাটম (Atom) বা পরমাণু কোন প্রক্রিয়া দ্বারা পরমাণু সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না

Class IX Physical Science Study Reference

ভৌত বিজ্ঞান : নবম শ্রেণির জন্য , বিষয়- পরিমাপ (Measurements), স্থিতি ও গতি (Rest and Motion), অ্যাসিড, ক্ষারক ও লবণ (Acids, Bases and Salts), কার্য ক্ষমতা ও শক্তি , দ্রবন , পদার্থ ও শক্তি, পদার্থের অবস্থার পরিবর্তন, শব্দ