ছোটো প্রশ্ন ও উত্তর : শব্দ (Sound)

Submitted by arpita pramanik on Sun, 11/10/2019 - 10:50

ছোটো প্রশ্ন ও উত্তর : শব্দ (Sound)

1. শব্দ কি ?

2. শব্দ কি করে সৃষ্টি হয় ?

3. দুটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে স্বনকের কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় ।

5. শব্দের উৎস কাকে বলে ?

6. পরীক্ষার দ্বারা প্রমাণ করো যে শব্দের উৎপন্নের জন্যে জড় বস্তুর কম্পন এর প্রয়োজন হয় ।

7. শব্দ  কি শূন্যের ভিতর দিয়ে বিস্তার লাভ করতে পারে ?

8. " শব্দ বিস্তারের জন্য প্রস্তাব মাধ্যমের প্রয়োজন হয় " -- একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ।

9. কেবলমাত্র কম্পনশীল বস্তুই শব্দ উৎপাদন করতে সক্ষম -- এটি কিভাবে দেখানো যায় ?

10. শ্রবণযোগ্য শব্দে,  শব্দোত্তর শব্দ এবং শব্দেতর শব্দ বলতে কী বোঝো ?

11. সূর্যে প্রচণ্ড বিস্ফোরণ হলেও সেই বিস্ফোরণের শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন ?

12. শব্দ বিস্তারের জন্য কোন জড় মাধ্যমের প্রয়োজন হয় কি ? একটি পরীক্ষা দ্বারা বুঝিয়ে দাও ?

13. তরঙ্গ সম্পর্কিত নিচের রাশিগুলির সংজ্ঞা লেখ : পর্যাবৃত্ত গতি, পর্যায়কাল, স্পন্দন, তরঙ্গদৈর্ঘ্য, বিস্তার, কম্পাঙ্ক ।

14. শব্দের কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতা বলতে কী বোঝো ? ওদের মধ্যে সম্পর্ক কি ?

15. শব্দের কম্পাঙ্ক কাকে বলে ? এর একক কি কি  ?

16. গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার - কৌশল চিত্রসহ ব্যাখ্যা করো ?

17. বায়ু মাধ্যমে অবস্থিত একটি কম্পমান সুরসলাকা শব্দ উৎপন্ন করছে । বায়ু মাধ্যমে শব্দের বিস্তারের ফলে বায়ু মাধ্যমের অবস্থা চিত্রসহ বর্ণনা করো ।

*****

Comments

Related Items

ছোটো প্রশ্নোত্তর : দ্রবণ (Solution)

দ্রবন সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্ন ও উত্তর : কার্য ক্ষমতা ও শক্তি

কার্য ক্ষমতা ও শক্তি সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্নোত্তর : অ্যাসিড, ক্ষারক ও লবণ

অ্যাসিড, ক্ষারক ও লবণ সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

গতির প্রকারভেদ (Types of Motion)

গতি বিভিন্ন প্রকারের হতে পারে । তবে সকল গতিকেই আমরা মূলত দু-ভাগে ভাগ করতে পারি । যথা – চলন গতি বা রৈখিক গতি (Translation) এবং ঘূর্ণন গতি (Rotation)। চলন গতিকে আবার দুভাগে ভাগ করা যায় । যথা – (a) সরল চলন বা সরল রৈখিক গতি এবং (b) বক্রচলন বা বক্ররৈখিক গতি ।

স্থিতি ও গতি (Rest and Motion)

কোনো বস্তু যদি সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বিক বস্তুসমূহের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে, তাহলে ওই বস্তুটিকে স্থির বস্তু বলা হয় । আবার কোনো বস্তু যদি সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বিক বস্তুসমূহের সাপেক্ষে স্থান পরিবর্তন করে,