ছোটো প্রশ্ন ও উত্তর : স্থিতি ও গতি

Submitted by arpita pramanik on Mon, 11/23/2020 - 21:53

ছোটো প্রশ্ন ও উত্তর - স্থিতি ও গতি (Rest and Motion)

ছোটো প্রশ্ন ও উত্তর

1. স্থিতি ও গতি বলতে কী বোঝায় ?

2. আপেক্ষিক গতি বলতে কী বোঝো ?

3. গতি কয় প্রকার এবং কি কি ?

4. চলন গতি কাকে বলে ? চলন গতি কয় প্রকার ও কি কি ?

5. " স্থিতি এবং গতি আপেক্ষিক " - কথাটির অর্থ ব্যাখ্যা করো ?

6. নিচের রাশি গুলির সংজ্ঞা দাও : স্মরণ, বেগ, ত্বরন, মন্দন, ভরবেগ, সিজিএস এবং এসআই পদ্ধতিতে রাশি গুলি একক উল্লেখ করো ?

7. ত্বরণের এককে 'প্রতি সেকেন্ড' কথাটি দুবার আসে কেন ?

8. দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য কি ?

9. নিচের রাশি গুলির পার্থক্য লেখ : সরণ ও দূরত্ব,  ত্বরণ ও মন্দন , দ্রুতি ও গতিবেগ,  সমবেগ ও অসমবেগ, সম দ্রুতি ও অসম দ্রুতি,  সমত্বরণ এবং অসম ত্বরণ, 

10. সরণ কাকে বলে ? একটি বাগানের চারিদিকে রাস্তায় মোট পরিমাণ 600 মিটার একটি লোক বাগানের চারদিকে ঘুরে আবার আগের জায়গায় ফিরে এলো লোকটির মোট সরণ কত হলো ?

*****

Comments

Related Items

অ্যাসিড, ক্ষারক ও লবণ

সালফিউরিক অ্যাসিড (H2SO4), নাইট্রিক অ্যাসিড (HNO3), হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL), সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH), পটাশিয়াম হাইড্রক্সাইড (KOH), ম্যাগনেসিয়াম সালফেট (MgSO4), সোডিয়াম ক্লোরাইড (NaCl)

দ্রবণ (Solution)

যে পদার্থ দ্রবীভূত হয় তাকে দ্রাব বলে এবং যার মধ্যে দ্রাব দ্রবীভূত হয় তাকে বলা হয় দ্রাবক । দ্রাব এবং দ্রাবক এর সমসত্ব মিশ্রণ হল দ্রবণ । দ্রবণের দুটি অংশে থাকে --- দ্রাব (Solute) এবং দ্রাবক (Solvent) । অর্থাৎ দ্রবণ = দ্রাব + দ্রাবক

শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়

শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে এসে পৌঁছলে মস্তিষ্কে এক রকম অনুভূতি সৃষ্টি করে । তখন আমরা শব্দ শুনতে পাই । বায়ু মাধ্যম না থাকলে শব্দ আমাদের কানে পৌঁছতে পারত না । ফলে আমরা শব্দ শুনতে পেতাম না । কঠিন মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বিস্তার ...

পদার্থের অবস্থার পরিবর্তন

পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থায় থাকতে পারে । তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় । তাপ প্রয়োগে কঠিন পদার্থ প্রথমে তরল এবং পরে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় আবার তাপ নিষ্কাশনে গ্যাসীয় পদার্থ প্রথমে তরল এবং পরে কঠিন অবস্থায় রূপান্তরিত হয় ।

পদার্থ ও শক্তি (Matter and Energy)

প্রকৃতিতে দুটি ভিন্ন বিষয় অস্তিত্ব আমরা বুঝতে পারি একটি জড় বা পদার্থ (matter) এবং অন্যটি হলো শক্তি (energy)। পদার্থের নির্দিষ্ট পরিমাণকে বস্তু বলে । যেমন প্লাস্টিক দিয়ে জলের বালতি, মগ তৈরি করা হয় সুতরাং জলের বালতি, মগ হলো বস্তু কিন্তু এগুলির উপাদান প্লাস্টিক হলো