গতি সংক্রান্ত কয়েকটি রাশি

Submitted by arpita pramanik on Tue, 09/01/2020 - 19:01

গতি সংক্রান্ত কয়েকটি রাশি (Some Terms Related to Motion) :

সরণ (Displacement): যদি কোন বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে সেই পরিবর্তনকে বস্তুটির সরণ বলে ।  অর্থাৎ নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন কে স্মরণ বলে । বস্তুটির প্রথম এবং শেষ অবস্থান একটি সরলরেখা দিয়ে যোগ করলে যে রৈখিক দূরত্ব পাওয়া যায় তাই হলো সরণের পরিমাপ

সরণের একক : সরণকে দৈর্ঘ্যের এককে প্রকাশ করা হয় ।

দ্রুতি (Speed): সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে । একক সময়ে বস্তুর ডিজে দূরত্ব অতিক্রম করে তাই হল দ্রুতির পরিমাপ ।

বস্তুর গতিপথ সরল বা বক্র বা উভয়ের মিশ্রন হতে পারে । সুতরাং দ্রুতি বলতে দিক নির্দেশ করার দরকার নেই । দ্রুতির কেবল মান আছে তাই দ্রুতি একটি স্কেলার রাশি ।

দ্রুতির একক: C.G.S পদ্ধতিতে একক হল সেন্টিমিটার/সেকেন্ড এবং S.I পদ্ধতিতে মিটার/সেকেন্ড

 

সমদ্রুতি (Uniform Speed) এবং অসমদ্রুতি (Variable Speed):

সরল বা বক্র পথে যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সব সময় সমান দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটির গতিকে সমদ্রুতি বলে ।

সরল বা বক্র পথে যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সব সময় ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটির গতিকে অসমদ্রুতি বলে ।

অসমদ্রুতির ক্ষেত্রে একটি গড় (average)  দ্রুতি নির্ণয় করা দরকার । এই গড় দ্রুতিকে সময় দ্বারা গুণ করলে ওই সময়ের অতিক্রান্ত দূরত্বের মোট পরিমাণ জানা যায়।

 

বেগ (Velocity):

সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে । অর্থাৎ সময়ের সাপেক্ষে কোন বস্তুর সরণের হারকে বেগ বলে । একক সময়ে নির্দিষ্ট দিকে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তাই হল বেগের পরিমাপ । বেগের দিক এবং মান দুই ই আছে তাই বেগ একটি ভেক্টর রাশি ।

বেগের একক : C.G.S পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার/সেকেন্ড এবং S.I পদ্ধতিতে বেগের একক মিটার /সেকেন্ড ।

সমবেগ এবং অসমবেগ:

যদি কোন বস্তু সমান সময়ের ব্যবধানে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটির বেগকে সমবেগ বলে ।

যদি কোন বস্তুর বেগের শুধু মান বা দিক অথবা মান এবং বেগ উভয়েরি যদি সময়ের সঙ্গে পরিবর্তিত হয় তবে বস্তুটির বেগকে অসমবেগ বলে ।

 

ত্বরণ (Acceleration):

কোন বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে । অর্থাৎ সময়ের সাপেক্ষে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে ।

 

সম ত্বরণ (uniform Acceleration)  এবং অসম ত্বরণ  (variable Acceleration):

যদি কোন বস্তুর বেগ সমান সময়ের ব্যবধানে একই পরিমানে পরিবর্তিত হয় তবে বস্তুটির ত্বরণকে সম ত্বরণ বলে । এক্ষেত্রে বস্তুর ত্বরণের মান এবং দিক সবসময় স্থির থাকে ।

যদি কোন বস্তুর বেগ সমান সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন পরিমানে পরিবর্তিত হয় তবে বস্তুটির ত্বরণকে অসম ত্বরণ বলে । এক্ষেত্রে বস্তুটির ত্বরণ এর শুধু মান বা শুধু দিক কিংবা মান এবং দিক উভয়ই সময়ের সঙ্গে পরিবর্তিত হয় ।

ত্বরণের একক : ত্বরণকে [tex]f[/tex] অক্ষর দিয়ে প্রকাশ করা হয় । C.G.S পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ড বা  সেন্টিমিটার/সেকেন্ড2 (cm/s2) এবং S.I পদ্ধতিতে ত্বরণের একক মিটার প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ড বা  মিটার/সেকেন্ড2 (m/s2) ।

 

মন্দন (retardation): কোন বস্তুর বেগ যদি ক্রমশ কমতে থাকে তবে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে মন্দন বলে অর্থাৎ ঋণাত্মক ত্বরণ কে মন্দন বলে ।

*****

Comments

Related Items

পদার্থ ও শক্তি (Matter and Energy)

প্রকৃতিতে দুটি ভিন্ন বিষয় অস্তিত্ব আমরা বুঝতে পারি একটি জড় বা পদার্থ (matter) এবং অন্যটি হলো শক্তি (energy)। পদার্থের নির্দিষ্ট পরিমাণকে বস্তু বলে । যেমন প্লাস্টিক দিয়ে জলের বালতি, মগ তৈরি করা হয় সুতরাং জলের বালতি, মগ হলো বস্তু কিন্তু এগুলির উপাদান প্লাস্টিক হলো

কার্য, ক্ষমতা ও শক্তি

বাইরে থেকে কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর অবস্থানের বিবর্তন হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলে ধরা হয় । কিন্তু বল প্রয়োগ করলেও যদি বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন না হয় তাহলে সে ক্ষেত্রে প্রযুক্ত বল কোন কার্য করেছে বলে ধরা হয় না । বল এবং সরণ ভেক্টর রাশি হলেও কার্য একটি স্কেলার রাশি কার্যের মান আছে ...

শ্বসন (Respiration)

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু (শ্বসন বস্তু) মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে উৎসেচকের সহায়তায় জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড, জল (কখনো ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড) উৎপন্ন করে এবং খাদ্যে আবদ্ধ স্থৈতিক শক্তি গতি শক্তি বা তাপশক্তিতে ...

চাপ ও ঘাত (Pressure and Thrust)

চাপ (pressure): কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কে চাপ বলে । ঘাত (Thrust): কোন প্রবাহী তার সংলগ্ন কোন তলের উপর যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলে ।

পদার্থ : গঠন ও ধর্ম

চাপ ও ঘাত, আর্কিমিডিসের নীতি, বস্তুর ভাসান ও নিমজ্জন, ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্ণৌলির নীতি, স্থিতিস্থাপকতা