লর্ড কর্ণওয়ালিশের পুলিশী ব্যবস্থার সংস্কার

Submitted by avimanyu pramanik on Sat, 04/21/2012 - 12:37

পুলিশী ব্যবস্থা (Police organisation)

লর্ড কর্নওয়ালিশ পুলিশ বিভাগের আমুল সংস্কার সাধন করেছিলেন । দেশীয় জমিদারদের নিযুক্ত বিশেষ বাহিনী পাইক, বরকন্দাজ প্রভৃতির বিলোপ সাধন করেন ।  তিনি কয়েকটি গ্রাম নিয়ে এক একটি থানা গঠন করেছিলেন । থানার দায়িত্বে দারোগা নিয়োগ করা হত । থানাগুলির দেখাশুনার দায়িত্ব থাকত জেলার হাতে । জেলার দায়িত্বে থাকতেন একজন করে পুলিশ সুপারিন্টেন্ডেন্ট । কর্নওয়ালিস বাংলাকে মোট ২৩টি জেলায় বিভক্ত করেছিলেন । বলা বাহুল্য কর্নওয়ালিশ প্রবর্তিত সেই পুলিশ ব্যবস্থা আজও কিছু কিছু ক্ষেত্রে অপরিবর্তিত আছে । পুলিশ ছিল ব্রিটিশ রাজের তৃতীয় স্তম্ভ । 

*****

Related Items

বাংলার দ্বৈতশাসনের অবসান কোন্‌ সালে ঘটে ? কী কী কারণে ব্রিটিশরা ভারতের শাসনব্যবস্থার দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন ?

প্রশ্ন:- বাংলার দ্বৈতশাসনের অবসান কোন্‌ সালে ঘটে ? কী কী কারণে ব্রিটিশরা ভারতের শাসনব্যবস্থার দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন ?

১৭৭২ খ্রিস্টাব্দে বাংলার দ্বৈতশাসনের অবসান ঘটে ।

আইনের শাসন (Rule of law) কী ?

প্রশ্ন : আইনের শাসন (Rule of law) কী ?

পিটস আইন কী ? চার্টার সনদ আইন বলতে কী বোঝায় ?

প্রশ্ন:- পিটস আইন কী ? চার্টার সনদ আইন বলতে কী বোঝায় ?

ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে মারাঠা শক্তির পতনের গুরুত্ব কী ছিল ? কীভাবে মারাঠারা ইংরেজদের পদানত হয় সংক্ষেপে তার বর্ণনা দাও ।

প্রশ্ন:-  ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে মারাঠা শক্তির পতনের গুরুত্ব কী ছিল ? কীভাবে মারাঠারা ইংরেজদের পদানত হয় সংক্ষেপে তার বর্ণনা দাও ।

‘স্বত্ববিলোপ নীতি’ কে প্রবর্তন করেন ? এই নীতির মূলকথা কী ছিল ? এই নীতি প্রয়োগ করে সর্বপ্রথম এবং কোন কোন দেশীয় রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় ?

প্রশ্ন:-  ‘স্বত্ববিলোপ নীতি’ কে প্রবর্তন করেন ? এই নীতির মূলকথা কী ছিল ? এই নীতি প্রয়োগ করে সর্বপ্রথম এবং কোন কোন দেশীয় রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় ?