রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি

Submitted by avimanyu pramanik on Thu, 04/26/2012 - 16:07

রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি

ভারতের সংবিধানের ৩৬ - ৫১ সংখ্যক ধারাতে কয়েকটি রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি সংযোজিত হয়েছে । এই নীতিগুলির প্রকৃত তাৎপর্য হল এই যে, প্রত্যেক রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনকল্যাণের এমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেন, যাতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দেশের প্রত্যেকটি অধিবাসীর ন্যায় সংগত অধিকার ভোগ করার ব্যবস্থা থাকবে । এ প্রসঙ্গে স্মরণীয় যে ভারতের নির্দেশক নীতিগুলি আয়ারল্যান্ডের সংবিধানের নির্দেশক নীতিগুলির মতো আদালত কর্তৃক সংরক্ষিত নয় । এই নীতিগুলির উদ্দেশ্য হল ভারতকে জনকল্যাণমূলক রাষ্ট্রের আদর্শে গড়ে তোলা । সংক্ষেপে নির্দেশক নীতিগুলির বিষয়বস্তু হল রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেক নরনারীর সমানভাবে জীবিকা অর্জনের সুযোগ সুবিধা, যাতে জনসাধারণের সর্বাধিক পরিমাণে উন্নতি হয় তার ব্যবস্থা করা । দেশের কিশোর সম্প্রদায় যাতে শোষণ নীতির শিকার না হয় সেদিকে রাষ্ট্রের দৃষ্টি রাখা, স্ত্রী-পুরুষ শ্রমিকগণ অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, চৌদ্দ বছর বয়স্ক পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, অনুন্নত শ্রেণির জনসাধারণের মধ্যে শিক্ষাবিস্তারের ও জীবনযাত্রার মানের উন্নতি করার জন্য সরকারের যথাসাধ্য চেষ্টা ইত্যাদি ।

*****

Related Items

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?

প্রশ্ন : ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?

উঃ- ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ সাধারণভাবে সমর্থন করেননি ।

১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?

প্রশ্ন : ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?

স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা কর ।

প্রশ্ন : স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা কর ।

নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ ।

প্রশ্ন : নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ ।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর ।

প্রশ্ন : সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর ।