ভারতের সংসদীয় গণতন্ত্রের মূল্যায়ন

Submitted by avimanyu pramanik on Thu, 04/26/2012 - 16:14

ভারতের সংসদীয় গণতন্ত্রের মূল্যায়ন (Evaluation of parliamentary democracy of India)

ভারতীয় সংসদীয় গণতন্ত্র নানা সময় নানা পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হয়েছে । একাধিক দল ভেঙ্গে উপদল, আঞ্চলিক দল তৈরি হয়েছে । কেন্দ্রে ও রাজ্যগুলিতে প্রতিষ্ঠিত হয়েছে কোয়ালিশন সরকার । মাঝে মাঝে কেন্দ্রীয় ও রাজ্য রাজনীতির মার প্যাঁচে গণতন্ত্র কলুষিত হয়েছে । তথাপি ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা কোনদিন বিপর্যয়ের সম্মুখীন হয় নি । ভারতের অধিকাংশ জাতীয় রাজনৈতিক দল ও তাঁদের নেতৃবৃন্দ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় একদলীয় সরকার বা বহুদলীয় সরকার ভারতীয় গণতন্ত্রের ভিতকে মজবুত করেছে । তাঁরা সরকার কিংবা বিরোধী যে পক্ষেই থাকুক না কেন নিজ নিজ গঠনমূলক সমালোচনার দ্বারা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিকে সমৃদ্ধ করেছেন । এঁদের মধ্যে অগ্রগণ্য কয়েকজন হলেন পণ্ডিত জওহরলাল, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী, ডঃ রামমনোহর লোহিয়া, জে.বি. কৃপালানি, এন. জি. রঙ্গা, মিনু মাসানী, ভূপেশ গুপ্ত, জয়প্রকাশ নারায়ণ, হীরেন মুখোপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী প্রমুখ সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক নেতা । এঁদের সম্মিলিত প্রয়াস ও অবদানে ভারতীয় সংসদীয় গণতন্ত্র কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃঢ় ভিতের ওপর প্রতিষ্ঠিত হয়েছে ।

*****

Related Items

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?

প্রশ্ন : ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?

উঃ- ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ সাধারণভাবে সমর্থন করেননি ।

১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?

প্রশ্ন : ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?

স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা কর ।

প্রশ্ন : স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা কর ।

নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ ।

প্রশ্ন : নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ ।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর ।

প্রশ্ন : সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর ।