ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।

Submitted by avimanyu pramanik on Sun, 01/23/2022 - 15:26

প্রশ্ন : ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।

ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । প্রথম সাধারণ নির্বাচন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ—

(১) এই নির্বাচনের মাধ্যমে ভারতের সংবিধানে বর্ণিত সার্বভৌম অধিকার ও জনগণের গণতান্ত্রিক অধিকারগুলি বাস্তবায়িত হয় ।

(২) সদ্য স্বধীনতা প্রাপ্ত ভারতবর্ষের আর্থসামাজিক তথা ধর্ম, ভাষা, জাতিগত ও উদ্বাস্তু সমস্যা সত্ত্বেও নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা হয় ।

প্রথম সাধারণ নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের সাফল্য—

১৯৫২ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । এই নির্বাচনে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ব্যক্তিত্ব, জনপ্রিয়তা ও ভাবমুর্তিকে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেস অভূতপূর্ব সাফল্যলাভ করে । এই নির্বাচনে লোকসভার ৭৫% ও রাজ্যের বিধানসভাগুলিতে ৬৮% আসনে জয়যুক্ত হয় । মাদ্রাজ, উড়িষ্যা, ত্রিবাঙ্কুর, কোচিন ও পাঞ্জাব ছাড়া সব রাজ্যেই জাতীয় কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে । এইসব রাজ্যগুলিতে কংগ্রেস অন্যান্য ছোটো দলগুলির সঙ্গে মিলিত হয়ে সরকার গঠনে সক্ষম হয় ।

*****

Comments

Related Items

সম্মিলিত জাতিপুঞ্জ (U.N.O) প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর । জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির নাম কর ।

প্রশ্ন : সম্মিলিত জাতিপুঞ্জ (U.N.O) প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর । জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির নাম কর ।

ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা সংক্ষেপে লেখ ।

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা সংক্ষেপে লেখ ।

প্রধান মন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা

সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।

প্রশ্ন:- সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।

ভারতের বিচারব্যবস্থার শীর্ষে আছে সুপ্রিমকোর্ট । এই সুপ্রিমকোর্ট একাধারে যুক্তরাষ্ট্রীয় আদালত এবং আপিল আদালত হিসেবে কাজ করে ।

রাজ্যপালের ক্ষমতা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা কর ।

প্রশ্ন :  রাজ্যপালের ক্ষমতা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা কর ।

(১) রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল । রাজ্য প্রশাসনের সমস্ত ক্ষমতা তাঁর ওপর ন্যস্ত থাকে ।

লোকসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর ।

প্রশ্ন:-  লোকসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর ।

লোকসভার গঠন-

(১) লোকসভার সদস্যগণ ১৮ বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়ষ্কদের ভোটে ৫ বছরের জন্য নির্বাচিত হন ।