ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।

Submitted by avimanyu pramanik on Sun, 01/23/2022 - 15:26

প্রশ্ন : ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।

ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । প্রথম সাধারণ নির্বাচন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ—

(১) এই নির্বাচনের মাধ্যমে ভারতের সংবিধানে বর্ণিত সার্বভৌম অধিকার ও জনগণের গণতান্ত্রিক অধিকারগুলি বাস্তবায়িত হয় ।

(২) সদ্য স্বধীনতা প্রাপ্ত ভারতবর্ষের আর্থসামাজিক তথা ধর্ম, ভাষা, জাতিগত ও উদ্বাস্তু সমস্যা সত্ত্বেও নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা হয় ।

প্রথম সাধারণ নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের সাফল্য—

১৯৫২ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । এই নির্বাচনে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ব্যক্তিত্ব, জনপ্রিয়তা ও ভাবমুর্তিকে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেস অভূতপূর্ব সাফল্যলাভ করে । এই নির্বাচনে লোকসভার ৭৫% ও রাজ্যের বিধানসভাগুলিতে ৬৮% আসনে জয়যুক্ত হয় । মাদ্রাজ, উড়িষ্যা, ত্রিবাঙ্কুর, কোচিন ও পাঞ্জাব ছাড়া সব রাজ্যেই জাতীয় কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে । এইসব রাজ্যগুলিতে কংগ্রেস অন্যান্য ছোটো দলগুলির সঙ্গে মিলিত হয়ে সরকার গঠনে সক্ষম হয় ।

*****

Comments

Related Items

’করেঙ্গা ইয়া মরেঙ্গে’ -কোন আন্দোলনের রণধ্বনি ছিল ? এই আন্দোলনে কৃষক ও শ্রমিকরা কীরূপ ভূমিকা নিয়েছিল ?

প্রশ্ন:-  ’করেঙ্গা ইয়া মরেঙ্গে’ -কোন আন্দোলনের রণধ্বনি ছিল ? এই আন্দোলনে কৃষক ও শ্রমিকরা কীরূপ ভূমিকা নিয়েছিল ?

১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের রণধ্বনি ছিল 'করেঙ্গা ইয়া মরেঙ্গে' ।

ভারত ছাড়ো আন্দোলনের প্রসার আলোচনা কর ।

প্রশ্ন:- ভারত ছাড়ো আন্দোলনের প্রসার আলোচনা কর ।

১৯৪২ সালের ৮ই আগষ্ট ‘ভারত-ছাড়ো প্রস্তাব’ গৃহীত হলে পরদিন অর্থাৎ ৯ই আগষ্ট, ১৯৪২ এর ভোর থেকেই আন্দোলন শুরু হয়, যেমন—

১৯৪২ খ্রিস্টাব্দে কোন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে স্যার স্ট্যাস্ট্যাস্ট্যাফোর্ড ক্রিপ্‌স ভারতে এসেছিলেন ?

প্রশ্ন:-  ১৯৪২ খ্রিস্টাব্দে কোন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে স্যার স্ট্যাফোর্ড ক্রিপ্‌স ভারতে এসেছিলেন ?

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান আলোচনা কর ।

প্রশ্ন:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান আলোচনা কর ।

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান বিশেষভাবে স্মরনীয় ।

অলিন্দ যুদ্ধ -র সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন:-  অলিন্দ যুদ্ধ -র সংক্ষিপ্ত বিবরণ দাও ।