Submitted by avimanyu pramanik on Thu, 04/26/2012 - 15:49

ভারতের জাতীয় সংগীত (National Song of India)

প্রত্যেকটি স্বাধীন দেশের মতো ভারতেরও একটি জাতীয় সংগীত আছে । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'জনগণমন অধিনায়ক' গানটির প্রথম স্তবকটি জাতীয় সংগীত রূপে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে । ১৯১১ খ্রিস্টাব্দের ২৭শে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে পাঁচটি স্তবকে রচিত সমগ্র গানটি গাওয়া হয় । বর্তমানে প্রথম স্তবকটি জাতীয় সংগীত রূপে গাওয়ার জন্য ৫৬ সেকেন্ড সময় ধার্য করা আছে । জনগণমন ছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দে মাতরম' গানটিও জাতীয় সংগীতের মর্যাদা প্রাপ্ত । স্বাধীনতা সংগ্রামের দিনগুলিতে 'বন্দে মাতরম' ধ্বনি ছিল বিপ্লবী দলের প্রেরণার মূলমন্ত্র । ১৮৮৬ খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে 'বন্দে মাতরম' গানটি প্রথম গাওয়া হয় । বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা রাষ্ট্রগান (National Anthem) ও বন্দেমাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত (National Song) বিবেচিত হয় ।

*****

Related Items

ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনে অরবিন্দ ঘোষের ভূমিকা আলোচনা কর ।

প্রশ্ন:  ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনে অরবিন্দ ঘোষের ভূমিকা আলোচনা কর ।

পরাধীন ভারতের বিপ্লবী আন্দোলনে বিনায়ক দামোদরের অবদান লেখ ।

প্রশ্ন:  পরাধীন ভারতের বিপ্লবী আন্দোলনে বিনায়ক দামোদরের অবদান লেখ ।

বিপ্লবী আন্দোলনে বিনায়ক দামোদর সাভারকরের ভূমিকা—

সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলন বলতে কী বোঝায় ? পরাধীন ভারতের সংগ্রামশীল আন্দোলনে বালগঙ্গাধর তিলকের ভূমিকা আলোচনা কর ।

প্রশ্ন:  সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলন বলতে কী বোঝায় ? পরাধীন ভারতের সংগ্রামশীল আন্দোলনে বালগঙ্গাধর তিলকের ভূমিকা আলোচনা কর ।

১৯০৫ খ্রিস্টাব্দে বয়কট আন্দোলনের কর্মসূচি কী ছিল ? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হিসেবে বয়কট আন্দোলনের গুরুত্ব কী ছিল ?

প্রশ্ন:  ১৯০৫ খ্রিস্টাব্দে বয়কট আন্দোলনের কর্মসূচি কী ছিল ? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হিসেবে বয়কট আন্দোলনের গুরুত্ব কী ছিল ?

বয়কট আন্দোলনের কর্মসূচি :

স্বদেশি ও বয়কট আন্দোলনের সংক্ষিপ্ত ধারণা দাও ।

প্রশ্ন:  স্বদেশি ও বয়কট আন্দোলনের সংক্ষিপ্ত ধারণা দাও ।