ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনী

Submitted by avimanyu pramanik on Sat, 04/21/2012 - 12:36

ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনী:

ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠা ও রাজ্য শাসনের মূল সহায়ক ছিল সেনাবাহিনী । ১৭৫৭ খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধর পর ১৮৫৮ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ পর্যন্ত মাত্র ১০০ বছরের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অস্বাভাবিক দ্রুততায় সারা ভারত জয় করে নেয় তার অনেকটা কৃতিত্ব ছিল কোম্পানির সুংহত, সুশৃঙ্খল ও আধুনিক সমর বিজ্ঞানে দক্ষ ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীর । ব্রিটিশ ও ভারতীয় সেনার সমবায়ে এই সেনাবাহিনী গঠিত হয়েছিল । ঐতিহাসিক বিপিন চন্দ্রের মতে ভারতে ব্রিটিশ রাজের প্রথম স্তম্ভ ছিল সিভিল সার্ভিস, দ্বিতীয় স্তম্ভ হল সেনাবাহিনী । ঐতিহাসিক পার্সিভ্যাল স্পিয়ারের মতে সিভিল সার্ভিস ভারতে ইংরেজ সরকারের দক্ষিণ হস্ত হলে, সেনাবাহিনী ছিল তার বাম হস্ত । সেনাবাহিনীর কাজ ছিল তিনটি —(ক) ভারতীয় রাজ্যজয়,  (খ) বিদেশী আক্রমণ থেকে রাজ্যরক্ষা করা এবং (গ) ভারতে অভ্যন্তরীন বিদ্রোহ দমন করা । 

এই সময় কোম্পানির সেনাবাহিনীতে উচ্চপদস্থ অফিসার ও সেনাপ্রধানরা সবাই ছিলেন ব্রিটিশ । প্রথম দিকে সাধারণ সেনাদের বেশির ভাগ ছিল বিহার ও উত্তরপ্রদেশের লোক, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ সেনাবাহিনীতে পাঠান, শিখ, গোর্খা প্রভৃতি রণনিপুণ জাতি থেকে লোক নেওয়া হতে থাকে ।       

*****

Related Items

সম্মিলিত জাতিপুঞ্জ (U.N.O) প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর । জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির নাম কর ।

প্রশ্ন : সম্মিলিত জাতিপুঞ্জ (U.N.O) প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর । জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির নাম কর ।

ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা সংক্ষেপে লেখ ।

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা সংক্ষেপে লেখ ।

প্রধান মন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা

সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।

প্রশ্ন:- সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।

ভারতের বিচারব্যবস্থার শীর্ষে আছে সুপ্রিমকোর্ট । এই সুপ্রিমকোর্ট একাধারে যুক্তরাষ্ট্রীয় আদালত এবং আপিল আদালত হিসেবে কাজ করে ।

রাজ্যপালের ক্ষমতা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা কর ।

প্রশ্ন :  রাজ্যপালের ক্ষমতা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা কর ।

(১) রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল । রাজ্য প্রশাসনের সমস্ত ক্ষমতা তাঁর ওপর ন্যস্ত থাকে ।

ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।

প্রশ্ন : ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।