বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা

Submitted by avimanyu pramanik on Tue, 03/16/2021 - 11:30

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—       [মাধ্যমিক -২০১৭]

    (ক) ভারতসভা     (খ) ভারতের জাতীয় কংগ্রেস     (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা     (ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

২. 'ভারতমাতা' চিত্রটি আঁকেন—           [মাধ্যমিক -২০১৭]

    (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর     (খ) রবীন্দ্রনাথ ঠাকুর      (গ) নন্দলাল বসু      (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

৩. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলেছেন—     [মাধ্যমিক -২০১৭, ২০১৮]

     (ক) রমেশচন্দ্র মজুমদার     (খ) সুরেন্দ্রনাথ সেন     (গ) বিনায়ক দামোদর সাভারকার     (ঘ) দাদাভাই নওরোজি

৪. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে—     [মাধ্যমিক -২০১৮]

    (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে      (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে      (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৫. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন—      [মাধ্যমিক -২০১৮]

    (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়     (খ) আনন্দমোহন বসু     (গ) রেভা: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়    (ঘ) শিবনাথ শাস্ত্রী

৬. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন—        [মাধ্যমিক -২০১৯]

     (ক) সঙ্গীত শিল্পী       (খ) নাট্যকার       (গ) কবি      (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী

 

*****************

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন:-

১. সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল ?

    (ক) মিরাটে      (খ) বহরমপুরে       (গ) ব্যারাকপুরে      (ঘ) নাগপুরে

২. ব্যারাকপুরে সেনা ছাউনিতে কে বিদ্রোহ করেন ?

    (ক) ভগৎ সিং      (খ) মঙ্গল পাণ্ডে      (গ) তাঁতিয়া টোপি      (ঘ) নানাসাহেব

৩. সিপাহি বিদ্রোহ প্রথম পরিকল্পিতভাবে কোথায় ঘটেছিল ?

     (ক) মিরাটে       (খ) বিহারে       (গ) ব্যারাকপুরে      (ঘ) নাগপুরে

৪. ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কার শাসনকালে সংঘটিত হয় ?

    (ক) লর্ড ডালহৌসি      (খ) লর্ড রিপন      (গ) লর্ড ওয়েলেসলি     (ঘ) লর্ড ক্যানিং

৫. সিপাহী বিদ্রোহ কোথায় গণবিদ্রোহের রূপ নিয়েছিল ?

    (ক) মহারাষ্ট্রে      (খ) দাক্ষিণাত্যে      (গ) অযোধ্যায়     (ঘ) বাংলায়

৬. কানপুরের মহাবিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন ?

    (ক) তাঁতিয়া টোপি      (খ) নানাসাহেব      (গ) কুনওয়ার সিং      (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

৭. কোন রাজ্য মহাবিদ্রোহে যোগ দেয়নি ?

    (ক) বিহার      (খ) উত্তরপ্রদেশ     (গ) মধ্যপ্রদেশ      (ঘ) পাঞ্জাব

৮. বেঙ্গল আর্মির সদস্য কে ছিলেন ?

     (ক) তাঁতিয়া টোপি     (খ) মঙ্গল পাণ্ডে     (গ) নানাসাহেব      (ঘ) আহমদ উল্লাহ

৯. মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন কে ?

     (ক) গ্ল্যাডস্টোন      (খ) ডিজরেইলি       (গ) চার্চিল      (ঘ) চেম্বারলেন

১০. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ঐতিহাসিক জন কে কি নামে অভিহিত করেছেন ?

      (ক) সিপাহি বিদ্রোহ     (খ) সামরিক বিদ্রোহ     (গ) জাতীয় বিদ্রোহ     (ঘ) সামন্ত শ্রেণির বিদ্রোহ

১১. সিপাহি বিদ্রোহের কোন নেতার প্রকৃত নাম 'ধুন্দু পন্থ' ?

      (ক) মঙ্গল পাণ্ডে     (খ) নানাসাহেব      (গ) তাঁতিয়া টোপি     (ঘ) কুনওয়ার সিং

১২. কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারণ ছিল ?

      (ক) সিপাহি বিদ্রোহ      (খ) কোল বিদ্রোহ      (গ) সাঁওতাল বিদ্রোহ      (ঘ) মুণ্ডা বিদ্রোহ

১৩. 'এইটিন ফিফটি সেভেন' গ্রন্থটির রচয়িতা কে ?

       (ক) রমেশচন্দ্র মজুমদার     (খ) সুরেন্দ্রনাথ সেন      (গ) রমেশচন্দ্র দত্ত       (ঘ) ভি ডি সভারকর

১৪. কার্ল মার্কস ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন—

      (ক) সেনা বিদ্রোহ     (খ) সামন্ত বিদ্রোহ      (গ) অভিজাত বিদ্রোহ     (ঘ) জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ

১৫. '1857 in Our History' প্রবন্ধটির লেখক কে ?

      (ক) অধ্যাপক পি সি যোশী     (খ) সাভারকর      (গ) ডিসরেইলি      (ঘ) ড. সুরেন্দ্রনাথ সেন

১৬. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন ?

      (ক) জাহান্দার শাহ      (খ) দ্বিতীয় বাহাদুর শাহ      (গ) মুয়াজ্জম      (ঘ) ফারুকশিয়র   

১৭. মহাবিদ্রোহের বিদ্রোহীরা কাকে ভারত সম্রাট রূপে ঘোষণা করেন ?

      (ক) নানা সাহেব      (খ) ফারুকশিয়র      (গ) তাঁতিয়া টোপি     (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

১৮. সিপাহি বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে মনে করেন—

       (ক) কার্ল মার্কস      (খ) মার্টিমার হুইলার      (গ) ডেভিড জনসন      (ঘ) ফ্রেডারিক অ্যাঙ্গেলস

১৯. 'The Great Rebellion" গ্রন্থটি কে রচনা করেন ?

      (ক) রজনীপাম দত্ত     (খ) তালমিজ খালদুন      (গ) পি সি যোশী      (ঘ) চার্লস রেকস

২০. সিপাহি বিদ্রোহকে 'সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ' কে বলেছিলেন ?

      (ক) রমেশচন্দ্র মজুমদার      (খ) রমেশচন্দ্র দত্ত      (গ) সুরেন্দ্রনাথ সেন      (ঘ) গৌতম ভদ্র

২১. 'Civil Rebellion in the Indian Mutinies' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) ডঃ রমেশচন্দ্র মজুমদার      (খ) ডঃ শশীভূষণ চৌধুরি      (গ) ডঃ সুরেন্দ্রনাথ সেন       (ঘ) ডঃ সুশোভন সরকার

২২. কোন পত্রিকায় ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতা-নেতৃত্বের প্রতি ব্যঙ্গ প্রকাশ করা হয়েছিল ?

      (ক) সংবাদ প্রভাকর      (খ) অরুণোদয়      (গ) সংবাদ ভাস্কর      (ঘ) হিন্দু প্যাট্রিয়ট

২৩. সমসাময়িক যে সংবাদপত্রটি মহাবিদ্রোহকে সমর্থন করেছিল তা হল—

      (ক) সংবাদ প্রভাকর     (খ) সোমপ্রকাশ      (গ) হিন্দু প্যাট্রিয়ট      (ঘ) সমাচার সুধাবর্ষণ

২৪. 'The Blue Mutiny' গ্রন্থের রচয়িতা কে ?

      (ক) ডঃ রমেশচন্দ্র মজুমদার     (খ) ব্লেয়ার ক্লিং     (গ) ড. শশীভূষণ চৌধুরী      (ঘ) ড. সুরেন্দ্রনাথ সেন

২৫. ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন—

      (ক) লর্ড ক্যানিং      (খ) লর্ড ডালহৌসি       (গ) লর্ড মাউন্টব্যাটেন      (ঘ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

২৬. ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে মহারানি ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন ?

      (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে     (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে      (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে      (গ) ১৮৬২ খ্রিস্টাব্দে

২৭. মহারানি ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে 'ভারত সম্রাজ্ঞী' উপাধি পান ?

      (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে     (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে      (গ) ১৮৭৭ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

২৮. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে ?

      (ক) মহারানি ভিক্টোরিয়া     (খ) লর্ড ক্যানিং      (গ) লর্ড লিটন      (ঘ) লর্ড রিপন

২৯. মহারানির ঘোষণাপত্রটি কে রচনা করেন ?

      (ক) ইলবার্ট      (খ) মেকলে      (গ) প্রিন্সেপ       (ঘ) ডারবি

৩০. মহারানির ঘোষণাপত্রটি কত খ্রিস্টাব্দে ঘোষিত হয় ?

      (ক) ১লা নভেম্বর, ১৮৫৮ খ্রি.     (খ) ১লা নভেম্বর, ১৮৬৫ খ্রি.    (গ) ১লা নভেম্বর, ১৮৭৭ খ্রি.    (ঘ) ১লা নভেম্বর, ১৮৭৫ খ্রি. 

৩১. 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) ১৮৩০ খ্রিস্টাব্দে     (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে      (গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে

৩২. 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' -র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

      (ক) যোগেশচন্দ্র বাগল     (খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত      (গ) কালিনাথ রায়চৌধুরী      (ঘ) রাধাকান্ত দেব

৩৩. 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' -র সভাপতি কে ছিলেন ?

       (ক) গৌরীশংকর তর্কবাগীশ     (খ) কালিনাথ রায়চৌধুরী     (গ) প্রসন্নকুমার ঠাকুর     (ঘ) দ্বারকানাথ ঠাকুর

৩৪. 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' -র সম্পাদক কে ছিলেন ?

       (ক) পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন     (খ) রাধাকান্ত দেব     (গ) প্রসন্নকুমার ঠাকুর     (ঘ) দ্বারকানাথ ঠাকুর

৩৫. ভারতের প্রথম জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি ?

       (ক) পুনা সার্বজনিক সভা     (খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা      (গ) জমিদার সভা     (ঘ) ভারতসভা

৩৬. 'জমিদার সভা' বা 'ল্যান্ডহোল্ডার্স সোসাইটি' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

        (ক) ১২ই নভেম্বর, ১৮৩০ খ্রি.     (খ) ১২ই নভেম্বর, ১৮৩৫ খ্রি.     (গ) ১২ই নভেম্বর, ১৮৩৬ খ্রি.    (ঘ) ১২ই নভেম্বর, ১৮৩৮ খ্রি.     

৩৭. 'জমিদার সভা' -র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

      (ক) দ্বারকানাথ ঠাকুর     (খ) রামলোচন ঘোষ     (গ) প্রসন্নকুমার ঠাকুর     (ঘ) রাধাকান্ত দেব

৩৮. 'জমিদার সভা'-র সভাপতি কে ছিলেন ?

       (ক) প্রসন্নকুমার ঠাকুর     (খ) রাধাকান্ত দেব     (গ) রাজনারায়ণ বসু     (ঘ) দ্বারকানাথ ঠাকুর 

৩৯. 'জমিদার সভা' -র প্রাণপুরুষ কে ছিলেন ?

       (ক) রামলোচন ঘোষ     (খ) প্রসন্নকুমার ঠাকুর     (গ) রাধাকান্ত দেব    (ঘ) দ্বারকানাথ ঠাকুর

৪০. 'ভারতসভা' বা 'Indian Association' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

      (ক) ২৬শে জুলাই, ১৮৩৬ খ্রি.   (খ) ২৬শে জুলাই, ১৮৭৬ খ্রি.    (গ) ২৬শে জুলাই, ১৮৬৬ খ্রি.   (ঘ) ২৬শে জুলাই, ১৮৩৮ খ্রি.

৪১. ভারতসভার প্রথম অধিবেশন কলকাতার কোথায় অনুষ্ঠিত হয় ?

      (ক) অ্যালবার্ট হলে      (খ) ডিরোজিও হলে      (গ) টাউন হলে      (ঘ)  বেকার হলে

৪২. ভারতসভার প্রথম সম্পাদক কে ছিলেন ?

      (ক) রাধাকান্ত দেব     (খ) শিবনাথ শাস্ত্রী     (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়     (ঘ) আনন্দমোহন বসু

৪৩. 'ভারতসভা' -র মুখপত্র ছিল কোন পত্রিকা ?

       (ক) হিতবাদী      (খ) বেঙ্গলি      (গ) সমাচার দর্পণ      (ঘ) সোমপ্রকাশ

৪৪. 'ভারতসভা'র প্রাণপুরুষ কাকে বলা হয় ?

      (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়     (খ) রাধাকান্ত দেব     (গ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়     (ঘ) দ্বারকানাথ ঠাকুর

৪৫. ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলেন—

      (ক) ভারতসভা     (খ) ইন্ডিয়া লিগ      (গ) জাতীয় কংগ্রেস     (ঘ) মুসলিম লিগ

৪৬. 'ভারতসভা' -র প্রথম রাজনৈতিক আন্দোলন ছিল কোনটি ?

        (ক) সিভিল সার্ভিস সংক্রান্ত

        (খ) দেশীয় সংবাদপত্র আইন বিষয়ে

        (গ) অস্ত্র আইন সংক্রান্ত 

        (ঘ) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এর বিরুদ্ধে

৪৭. লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন কোন গভর্নর জেনারেল ?

      (ক) লর্ড ক্যানিং      (খ) লর্ড রিপন      (গ) লর্ড ডালহৌসি      (ঘ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

৪৮. 'বাংলার মুকুটহীন রাজা' কাকে বলা হয় ?

      (ক) রামমোহন রায়     (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়    (গ) কেশব চন্দ্র সেন     (ঘ) সৈয়দ আহমেদ খান 

৪৯. সর্বভারতীয় জাতীয় সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল ?

      (ক) ১৮৮০ খ্রিস্টাব্দে     (খ) ১৮৮২ খ্রিস্টাব্দে      (গ) ১৮৮৩ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৮৪ খ্রিস্টাব্দে

৫০. কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক কে ছিলেন ?

       (ক) প্যারীচাঁদ মিত্র     (খ) হেমন্তকুমার ঘোষ     (গ) দ্বারকানাথ ঠাকুর     (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৫১. ইলবার্ট বিল কোন ভাইসরয়ের আমলে প্রবর্তিত হয়েছিল ?

       (ক) লর্ড ক্যানিং     (খ) লর্ড বেন্টিং     (গ) লর্ড রিপন     (ঘ) লর্ড কার্জন

৫২. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?

      (ক) রাধাকান্ত দেব     (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়     (গ) এ. ও. হিউম      (ঘ) ডব্লু সি ব্যানার্জী

৫৩. 'হিন্দুমেলা' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) ১৮৫১ খ্রিস্টাব্দে      (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে     (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

৫৪. 'হিন্দুমেলা' -র প্রতিষ্ঠাতা কে ?

      (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়      (খ) রাধাকান্ত দেব      (গ) নবগোপাল মিত্র      (ঘ) প্রসন্নকুমার ঠাকুর

৫৫. 'হিন্দুমেলা' -র সম্পাদক কে ছিলেন ?

       (ক) নবগোপাল মিত্র      (খ) রাজনারায়ণ বসু      (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর      (ঘ) মনমোহন বসু

৫৬. 'হিন্দুমেলা' প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল কি ?

       (ক) স্বদেশি শিল্পের উন্নতি     (খ) ঐক্যবোধ বৃদ্ধি     (গ) মানুষের উন্নতি     (ঘ) বিনোদনের ব্যবস্থা করা

৫৭. 'হিন্দুমেলা' -র মুখপত্র ছিল কোনটি ?

       (ক) বেঙ্গলি     (খ) বঙ্গদূত      (গ) প্রবাসী      (ঘ) ন্যাশনাল পেপার

৫৮. 'হিন্দুমেলা' অপর কী নামে পরিচিত ছিল ?

       (ক) চৈত্র মেলা     (খ) পৌষ মেলা      (গ) জয়দেবের মেলা     (ঘ) স্বদেশি মেলা

৫৯. ন্যাশনাল জিমনাসিয়াম কে প্রতিষ্ঠা করেন ?

       (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়      (খ) রাজেন্দ্রলাল মিত্র      (গ) নবগোপাল মিত্র      (ঘ) বিপ্লবী ক্ষুদিরাম বসু

৬০. 'জাতীয়' শব্দটি জনপ্রিয় করে তোলেন কে ?

        (ক) নবগোপাল মিত্র      (খ) রাজনারায়ণ বসু     (গ) শিবনাথ শাস্ত্রী     (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৬১. নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার—

      (ক) সভাপতি      (খ) সহ সভাপতি     (গ) সম্পাদক     (ঘ) সহকারী সম্পাদক

৬২. সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলনের সূচনা যাঁর হাত ধরে হয়, তিনি হলেন—

       (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়     (খ) স্বামী বিবেকানন্দ      (গ) রাজা রামমোহন রায়      (ঘ) দাদাভাই নৌরজি

৬৩. ন্যাশনাল পেপার সাপ্তাহিক-এর প্রকাশক কে ছিলেন ?

      (ক) বিপিনচন্দ্র পাল     (খ) রাজনারায়ণ বসু     (গ) নবগোপাল মিত্র     (ঘ) জর্জ ক্যাম্পবেল

৬৪. 'ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন' -র মুখপাত্র ছিল কোনটি ?

      (ক) হিন্দু প্যাট্রিয়ট     (খ) অমৃতবাজার      (গ) বেঙ্গলি     (ঘ) হিন্দু

৬৫. উনিশ শতককে 'সভাসমিতির যুগ' বলেছেন —

    (ক) যদুনাথ সরকার      (খ) রমেশচন্দ্র মজুমদার      (গ) অনিল শীল      (ঘ) পার্থ চট্টোপাধ্যায়

৬৬. 'আনন্দমঠ' উপন্যাস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?

     (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে     (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে      (গ) ১৮৮০ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে

৬৭. দেশকে 'মা' বলে কল্পনা করা হয়েছে কোন উপন্যাসে ?

      (ক) পথের দাবী     (খ) আনন্দমঠ     (গ) গোরা      (ঘ) বর্তমান ভারত

৬৮. 'বন্দেমাতরম' সঙ্গীতটি কোন উপন্যাসে রয়েছে ?

       (ক) কপালকুণ্ডলা      (খ) আনন্দমঠ      (গ) দেবী চৌধুরানি      (ঘ) দুর্গেশনন্দিনী

৬৯. ছিয়াত্তরের মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা কোন উপন্যাসে বর্ণিত আছে ?

      (ক) গোরা     (খ) আনন্দমঠ      (গ) কপালকুণ্ডলা     (ঘ) দুর্গেশনন্দিনী 

৭০. কোন গ্রন্থটিকে স্বদেশ প্রেমের গীতা হিসেবে চিহ্নিত করা হয় ?

      (ক) গোরা     (খ) বর্তমান ভারত     (গ) আনন্দমঠ    (ঘ) পরিব্রাজক

৭১. 'বিপ্লববাদের জননী' কাকে বলা হয় ?

       (ক) মাদাম কামা      (খ) সিস্টার নিবেদিতা      (গ) মাতঙ্গিনী হাজরা      (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার  

৭২. কোন উপন্যাসকে জাতীয় জাগরণের অন্যতম উৎস বলা হয় ?

      (ক) আনন্দমঠ      (খ) গোরা       (গ) পথের দাবি       (ঘ) কেয়া পাতার নৌকো 

৭৩. 'বন্দেমাতরম' গানটির সুরারোপ কে করেছেন ?

      (ক) রবীন্দ্রনাথ ঠাকুর     (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়     (গ) মধুসূদন দত্ত     (ঘ) যদুভট্ট

৭৪. সত্যানন্দ চরিত্রটি কোন গ্রন্থে আছে ?

      (ক) বর্তমান ভারত      (খ) গোরা      (গ) আনন্দমঠ      (ঘ) বিরূপবজ্র

৭৫. 'বন্দেমাতরম' সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

      (ক) হিন্দু প্যাট্রিয়ট      (খ) সোমপ্রকাশ      (গ) বঙ্গদর্শন      (গ) দিগদর্শন

৭৬. 'বন্দেমাতরম' গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় থাকার সময় লিখেছিলেন ?

        (ক) চুঁচুড়াতে      (খ) বারাসাতে      (গ) নদীয়াতে      (ঘ) ভাগলপুরে 

৭৭.  'বন্দেমাতরম' গানটির ইংরেজি অনুবাদ কে করেন ?

        (ক) জওহরলাল নেহেরু     (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়     (গ) শ্রীঅরবিন্দ     (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৭৮. রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র কোনটি ?

       (ক) 'উদ্বোধন' পত্রিকা     (খ) সোমপ্রকাশ পত্রিকা     (গ) দিগদর্শন পত্রিকা     (ঘ) ন্যাশনাল পেপার

৭৯. 'উদ্বোধন' পত্রিকা কত খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হয় ?

       (ক) ১৮৮৫ খ্রিস্টাব্দ     (খ) ১৮৯৭ খ্রিস্টাব্দ     (গ) ১৮৯৯ খ্রিস্টাব্দ     (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দ 

৮০. 'উদ্বোধন' পত্রিকার প্রকাশক কে ছিলেন ?

       (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর     (খ) রবীন্দ্রনাথ ঠাকুর     (গ) দ্বারকানাথ ঠাকুর      (ঘ) স্বামী বিবেকানন্দ

৮১. 'বর্তমান ভারত' প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

       (ক) সঞ্জীবনী পত্রিকায়    (খ) অমৃতবাজার পত্রিকায়    (গ) উদ্বোধন পত্রিকায়    (ঘ) বেঙ্গলি পত্রিকায়  

৮২. 'বর্তমান ভারত' প্রথম স্বতন্ত্র পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৮৯৭ খ্রিস্টাব্দে      (খ) ১৮৯৯ খ্রিস্টাব্দে      (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯১০ খ্রিস্টাব্দে

৮৩. কোন উপন্যাসের শেষ অনুচ্ছেদে স্বদেশমন্ত্র রয়েছে ?

        (ক) আনন্দমঠ      (খ) গোরা      (গ) পরিব্রাজক      (ঘ) বর্তমান ভারত

৮৪. 'ভারতের জাতীয়তাবাদের জনক' কাকে বলা হয় ?

       (ক) ঋষি অরবিন্দ ঘোষ      (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়      (গ) স্বামী বিবেকানন্দ       (ঘ) রাজা রামমোহন রায়

৮৫. স্বামী বিবেকানন্দকে 'খাপ খোলা তলোয়ার' বলেছেন কে ?

       (ক) রবীন্দ্রনাথ ঠাকুর     (খ) শ্রীরামকৃষ্ণদেব      (গ) সারদা দেবী      (ঘ) ভগিনী নিবেদিতা

৮৬. 'মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত'— উক্তিটি কে করেছেন ?

        (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়     (খ) রবীন্দ্রনাথ ঠাকুর     (গ) স্বামী বিবেকানন্দ      (ঘ) অরবিন্দ ঘোষ

৮৭.  রবীন্দ্রনাথ ঠাকুরের 'গোরা' উপন্যাসটি কত খ্রিস্টাব্দে রচিত হয় ?

        (ক) ১৮৯৭ খ্রিস্টাব্দে     (খ) ১৮৯৯ খ্রিস্টাব্দে     (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯১০ খ্রিস্টাব্দে

৮৮. 'গোরা' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?

        (ক) দেশ পত্রিকায়      (খ) প্রবাসী পত্রিকায়     (গ) ভারতী পত্রিকায়      (ঘ) বন্দেমাতরম পত্রিকায়

৮৯.  'হিন্দুধর্ম মূঢ়কেও মানে, জ্ঞানীকেও মানে'— উক্তিটি কোন গ্রন্থে উল্লিখিত রয়েছে ?

         (ক) আনন্দমঠ     (খ) গোরা      (গ) বর্তমান ভারত     (ঘ) স্বদেশি সমাজ

৯০. 'ভারতমাতা' চিত্রটি কত খ্রিস্টাব্দে আঁকা হয় ?

       (ক) ১৮৯৫ খ্রিস্টাব্দে     (খ) ১৯০০ খ্রিস্টাব্দে     (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯১০ খ্রিস্টাব্দে

৯১. 'ভারতমাতা' চিত্রটির পূর্বনাম কি ছিল ?

       (ক) বঙ্গমাতা      (খ) দেশমাতা      (গ) বিশ্বমাতা     (ঘ) রাষ্ট্রমাতা

৯২. ভারতমাতার ছবি থেকে কোন ধারণা প্রকাশিত হয়েছে ?

        (ক) দৈনদশা     (খ) ভয়ঙ্কর মূর্তি      (গ) আনন্দময়ী মুর্তি     (ঘ) তেজময়ী মাতৃমূর্তি

৯৩. 'ভারতমাতা' চিত্রটির নামকরণ করেন কে ?

       (ক) ভগিনী নিবেদিতা     (খ) গগনেন্দ্রনাথ ঠাকুর     (গ) রবীন্দ্রনাথ ঠাকুর     (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

৯৪. 'Indian Society of Oriental Art' -এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

      (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর       (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর      (গ) নন্দলাল বসু     (ঘ) গুনেন্দ্রনাথ ঠাকুর

৯৫. ভারতে প্রথম রাজনীতি সচেতন কার্টুন রচনা করেন কে ?

      (ক) কুট্টি      (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর      (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর      (ঘ) চণ্ডী লাহিড়ী

৯৬. বিখ্যাত ঔপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী কে ছিলেন ?

       (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর     (খ) নন্দলাল বসু      (গ) হেমেন্দ্রনাথ ঠাকুর     (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

৯৭. আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন—

       (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর      (খ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর      (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর      (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৯৮. 'খল ব্রাহ্মণ' চিত্রটি কে অঙ্কন করেছেন ?

        (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর     (খ) রবীন্দ্রনাথ ঠাকুর      (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর      (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

৯৯. 'জাতাসুর' নামক ব্যঙ্গচিত্রটি কে অঙ্কন করেন ?

       (ক) বিকাশ ভট্টাচার্য্য      (খ) গগনেন্দ্রনাথ ঠাকুর      (গ) যামিনী রায়     (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১০০. 'সংকর জাতের বাঙালি' নামক ব্যঙ্গচিত্রটি কে অঙ্কন করেন ?

        (ক) রবিভার্মা      (খ) লালা দীনদয়াল      (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর      (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

*****

Comments

Related Items

মুসোলিনির পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য কী ছিল ?

প্রশ্ন:-  মুসোলিনির পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য কী ছিল ?

ইতালির শাসনভার গ্রহণ করার পর মুসোলিনি তাঁর পররাষ্ট্রনীতি ঘোষণা করেন । মুসোলিনির ফ্যাসিবাদী পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য ছিল—

ফ্রাঙ্কো কে ? স্পেনে গৃহযুদ্ধের সূচনা হয়েছিল কেন ? এই গৃহযুদ্ধের গুরুত্ব কী ?

প্রশ্ন:- ফ্রাঙ্কো কে ? স্পেনে গৃহযুদ্ধের সূচনা হয়েছিল কেন ? এই গৃহযুদ্ধের গুরুত্ব কী ?

কোন সময়কে গান্ধী যুগ বলা হয় ? অসহযোগ আন্দোলনের মুল লক্ষ্য কী ছিল ?

প্রশ্ন:-  কোন সময়কে গান্ধী যুগ বলা হয় ? অসহযোগ আন্দোলনের মুল লক্ষ্য কী ছিল ?

১৯১৯ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে গান্ধী যুগ বলা হয় ।

সাইমন কমিশন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল ?

প্রশ্ন:- সাইমন কমিশন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল ?

খিলাফৎ আন্দোলন কী ? এই আন্দোলনের লক্ষ্য কী ছিল ? এই আন্দোলন প্রত্যাহারের কারণ কি ?

প্রশ্ন:- খিলাফৎ আন্দোলন কী ? এই আন্দোলনের লক্ষ্য কী ছিল ? এই আন্দোলন প্রত্যাহারের কারণ কি ?