Submitted by avimanyu pramanik on Sun, 04/22/2012 - 23:01

আর্যসমাজ (Arya Samaj) :

১৮৭৫ খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী পাঞ্জাবে আর্যসমাজ প্রতিষ্ঠা করেন । আর্যসমাজ পাঞ্জাবের একটি ধর্মীয় সমাজসেবী প্রতিষ্ঠান । পাশ্চাত্যের ক্রমবর্ধমান প্রভাবের হাত থেকে ক্ষয়িষ্ণু হিন্দুধর্মকে রক্ষা করার জন্য আর্যসমাজের প্রতিষ্ঠা হয় । বৈদিক আদর্শের ভিত্তিতে হিন্দুসমাজকে পুনর্গঠিত করাই ছিল আর্যসমাজের লক্ষ । স্বামী দয়ানন্দ সরস্বতী একেশ্বরবাদী ছিলেন । বেদ ছাড়া কোনো শাস্ত্রগ্রন্থ তিনি স্বীকার করতেন না । তিনি গুজরাটের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন । সন্ন্যাস জীবনে প্রবেশ করে তিনি কেশবচন্দ্র সেনের সংস্পর্শে আসেন । তিনি পৌত্তলিকতা, বাল্যবিবাহ, জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন এবং স্ত্রীশিক্ষা, বিধবা বিবাহ, সমুদ্রযাত্রার প্রবল সমর্থক ছিলেন । 'সত্যার্থ প্রকাশ' ও 'বেদভাষ্য' গ্রন্থদ্বয় রচনা করে তিনি তাঁর আন্দোলনকে সর্বাত্মক করে তুলছিলেন । ব্রাহ্মসমাজের সঙ্গে তাঁর তফাত হল তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন না ।

আর্যসমাজের অন্যতম অবদান হল শুদ্ধি আন্দোলনের প্রবর্তন । এই আন্দোলনের দ্বারা ধর্মান্তরিত হিন্দুদের প্রায়শ্চিত্তের মাধ্যমে হিন্দু সমাজে গ্রহণ করা হত । আর্যসমাজ উত্তর ভারতের ম্রিয়মান হিন্দু সমাজের হতাশা ও অবসাদ দূর করে তাঁদের মনোবল বৃদ্ধি করেছিলেন । পরবর্তীকালে আর্যসমাজ ছিল স্বাধীনতাপ্রেমী বিপ্লবীদের প্রেরণাস্থল । আর্যসমাজ আন্দোলন উত্তর ভারতের পাঞ্জাব, রাজপুতনা, উত্তরপ্রদেশ ও গুজরাটে দ্রুত ছড়িয়ে পড়ে ।

*****

Related Items

আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখ । কী কারণে শেষ পর্যন্ত আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে ছিল ?

প্রশ্ন:-  আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখ । কী কারণে শেষ পর্যন্ত আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে ছিল ?

আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযান—

’করেঙ্গা ইয়া মরেঙ্গে’ -কোন আন্দোলনের রণধ্বনি ছিল ? এই আন্দোলনে কৃষক ও শ্রমিকরা কীরূপ ভূমিকা নিয়েছিল ?

প্রশ্ন:-  ’করেঙ্গা ইয়া মরেঙ্গে’ -কোন আন্দোলনের রণধ্বনি ছিল ? এই আন্দোলনে কৃষক ও শ্রমিকরা কীরূপ ভূমিকা নিয়েছিল ?

১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের রণধ্বনি ছিল 'করেঙ্গা ইয়া মরেঙ্গে' ।

ভারত ছাড়ো আন্দোলনের প্রসার আলোচনা কর ।

প্রশ্ন:- ভারত ছাড়ো আন্দোলনের প্রসার আলোচনা কর ।

১৯৪২ সালের ৮ই আগষ্ট ‘ভারত-ছাড়ো প্রস্তাব’ গৃহীত হলে পরদিন অর্থাৎ ৯ই আগষ্ট, ১৯৪২ এর ভোর থেকেই আন্দোলন শুরু হয়, যেমন—

১৯৪২ খ্রিস্টাব্দে কোন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে স্যার স্ট্যাস্ট্যাস্ট্যাফোর্ড ক্রিপ্‌স ভারতে এসেছিলেন ?

প্রশ্ন:-  ১৯৪২ খ্রিস্টাব্দে কোন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে স্যার স্ট্যাফোর্ড ক্রিপ্‌স ভারতে এসেছিলেন ?

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান আলোচনা কর ।

প্রশ্ন:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান আলোচনা কর ।

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান বিশেষভাবে স্মরনীয় ।