দ্বিতীয় গোলটেবিল বৈঠক (The Second Round Table Conference)

Submitted by avimanyu pramanik on Sat, 07/13/2013 - 17:55

দ্বিতীয় গোলটেবিল বৈঠক (The Second Round Table Conference) :

১৯৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে লন্ডনে দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় । জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি রূপে গান্ধিজি ও ভারতীয় মহিলা সমাজের প্রতিনিধি রূপে সরোজিনী নাইডু এই বৈঠকে যোগদান করেছিলেন । বৈঠকে গান্ধিজি ভারতে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে একটি দায়িত্বশীল সরকার গঠনের কথা বলেন । এই বৈঠকে তিনি গভর্নর জেনারেলের ওপর ন্যস্ত বিশেষ ক্ষমতার বিপক্ষেও মত প্রকাশ করেছিলেন । সাম্প্রদায়িক প্রশ্নে তিনি বলেন,"I have not a shadow of doubt that the iceberg of communal difference will melt under the warmth of the sun of freedom." কিন্তু মুসলিম লিগ সমেত ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ গান্ধিজির প্রস্তাবের তীব্র বিরোধিতা করলে কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে আসা হয় নি । ফলে দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থতায় পর্যবসিত হয় ।

*****

Related Items

বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস

বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস : আদিম যুগে মানুষ যখন থেকে চাকার আবিষ্কার করতে শিখেছে এবং পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখেছে তখন থেকেই বিবর্তনের পথ বেয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছেছে । সভ্যতার বিকাশে, জা

যানবাহন-যোগাযোগ ব্যবস্থার ইতিহাস (History of Communication System)

যানবাহন-যোগাযোগ ব্যবস্থার ইতিহাস : সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে যানবাহন-যোগাযোগ ব্যবস্থার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । প্রাচীনকালে চাকার আবিষ্কার থেকে শুরু করে হাল আমলের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন এক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া । যানবাহন-যোগাযোগ

সামরিক ইতিহাস (Military History)

সামরিক ইতিহাস (Military History) : প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত সভ্যতা, রাষ্ট্র ও রাজনীতির অগ্রগতির ক্ষেত্রে সামরিক শক্তি অন্যতম সহায়ক উপাদান ছিল । যুদ্ধের প্রয়োজনে সামরিক শক্তি অপরিহার্য ছিল । প্রয়োজনের তাগিদে প্রতিটি দেশ, জাতি