ছোটো প্রশ্ন ও উত্তর : (জাতীয় আন্দোলনের প্রথম পর্ব)

Submitted by avimanyu pramanik on Sat, 02/25/2012 - 12:49

ছোটো প্রশ্ন ও উত্তর : জাতীয় আন্দোলনের প্রথম পর্ব :

প্রশ্ন:-  ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কর ছিলেন ?

উত্তর:- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন:-  জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের তিনজন নেতার নাম উল্লেখ করুন ?

উত্তর:-  জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের তিনজন নেতার নাম—ফিরোজশাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়  ।

প্রশ্ন:-  'রাজনৈতিক ভিক্ষুক' রূপে কারা সমালোচিত হতেন ?

উত্তর:- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম যুগের নরমপন্থী নেতৃবৃন্দ 'রাজনৈতিক ভিক্ষুক' রূপে সমালোচিত হতেন ।

প্রশ্ন:-  সৈয়দ আহমদ কংগ্রেস বিরোধী যে সংগঠন প্রতিষ্ঠা করেন তার নাম কী ?

উত্তর:- সৈয়দ আহমদ কংগ্রেস বিরোধী যে সংগঠন প্রতিষ্ঠা করেন তার নাম ইউনাইটেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন ।

প্রশ্ন:- অ্যালান অক্টাভিয়ান হিউম কে ?

উত্তর:- অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন একজন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান, যিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় মূখ্য ভুমিকা নেন ।

প্রশ্ন:-  "স্বরাজ আমার জন্মগত অধিকার" —কার উক্তি ?

উত্তর:- "স্বরাজ আমার জন্মগত অধিকার" —উক্তিটি বালগঙ্গাধর তিলক -এর ।

প্রশ্ন:- কোন কমিশনের ভিত্তিতে কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী করেন ? 

উত্তর:- রিজলি কমিশনের ভিত্তিতে কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী করেন ।

প্রশ্ন:- 'Poverty and Un-British Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর:- 'Poverty and Un-British Rule in India' গ্রন্থটির রচয়িতা হলেন দাদাভাই নওরোজী

প্রশ্ন:- কংগ্রেসের ইংল্যান্ড কমিটির উদ্যোক্তা কে ছিলেন ?

উত্তর:- কংগ্রেসের ইংল্যান্ড কমিটির উদ্যোক্তা ছিলেন দাদাভাই নওরোজী

প্রশ্ন:- বাংলার দুটি গুপ্ত বিপ্লবী দলের নাম উল্লেখ করুন ?

উত্তর:- বাংলার দুটি গুপ্ত বিপ্লবী দলের নাম হল 'অনুশীলন সমিতি''যুগান্তর দল'

প্রশ্ন:- অনুশীলন সমিতি কবে এবং কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- ১৯০১ সালে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ।

প্রশ্ন:-  বঙ্গভঙ্গের পরিকল্পনা সিদ্ধান্ত কবে ঘোষিত হয় ?  

উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দের ২০শে জুলাই বঙ্গভঙ্গের পরিকল্পনা সিদ্ধান্ত ঘোষিত হয় ।

প্রশ্ন:- বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কবে কার্যকর করা হয় ?

উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর করা হয় ।

প্রশ্ন:-  বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন দিনটি 'রাখিবন্ধন উৎসব' রূপে পালিত হয় ।

উত্তর:- বঙ্গভঙ্গের প্রতিবাদে ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর দিনটি 'রাখিবন্ধন উৎসব' রূপে পালিত হয় । করণ ঐ দিনে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর করা হয় ।

প্রশ্ন:- যুগান্তর দল কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯০৬ সালে যুগান্তর দল প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন:- জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ?

উত্তর:- ১৯০৬ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ।

প্রশ্ন:- মর্লে-মিন্টো সংস্কার আইন কোন সালে প্রবর্তন করা হয় ? 

উত্তর:- ১৯০৯ খ্রিষ্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তন করা হয় ।

প্রশ্ন:- ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে কত খ্রিষ্টাব্দে স্থানান্তরিত ?

উত্তর:- ১৯১১ খ্রিষ্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত ।

প্রশ্ন:-  কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ।

উত্তর:- ১৯১১ সালের ১২ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয় ।

প্রশ্ন:-  বঙ্গভঙ্গের সময় সবচেয়ে জনপ্রিয় গণ-সঙ্গীত কী ছিল ? 

উত্তর:- বঙ্গভঙ্গের সময় সবচেয়ে জনপ্রিয় গণ-সঙ্গীত টি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "বাংলার মাটি বাংলার জল"

প্রশ্ন:- বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান নেতার নাম কী ?

উত্তর:- বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান নেতার নাম হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন:- বঙ্গভঙ্গ আন্দোলনে কোন কোন মুসলিম নেতা বিশেষ উল্লেখযোগ্য ভুমিকা গ্রহন করে ছিলেন ?

উত্তর:- মৌলবী আবুল রসুল, আব্দুল হালিম গজনবী, লিয়াকৎ প্রমুখ মুসলিম নেতাগণ বিশেষ উল্লেখযোগ্য ভুমিকা গ্রহন করে ছিলেন ।

প্রশ্ন:- বয়কট আন্দোলনের আহ্বান কে প্রথম জানান ?

উত্তর:- বয়কট আন্দোলনের আহ্বান প্রথম জানান কৃষ্ণকুমার মিত্র

প্রশ্ন:-  'সঞ্জিবনী' নামক বাংলা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- 'সঞ্জিবনী' নামক বাংলা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র

প্রশ্ন:-  'বেঙ্গলি' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- 'বেঙ্গলি' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন:- বয়কট আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মুসলিম নেতার নাম কী ?

উত্তর:- বয়কট আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মুসলিম নেতার নাম হল মৌলবী আবুল রসুল

প্রশ্ন:-  বিংশ শতকের শুরুতে প্রতিষ্ঠিত একটি স্বদেশী শিল্পপ্রতিষ্ঠানের নাম কী ?

উত্তর:-  বিংশ শতকের শুরুতে প্রতিষ্ঠিত একটি স্বদেশী শিল্পপ্রতিষ্ঠানের নাম বেঙ্গল কেমিক্যাল

প্রশ্ন:- কার নেতৃত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ?

উত্তর:- সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ।

প্রশ্ন:- সংগ্রামশীল জাতীয়তাবাদের প্রধান প্রধান নেতা কারা ছিলেন ?

উত্তর:- বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, প্রমুখ চরমপন্থী নেতৃবৃন্দ সংগ্রামশীল জাতীয়তাবাদের প্রধান প্রধান নেতা ছিলেন ।

প্রশ্ন:-  'স্বদেশ বান্ধব' সমিতির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- 'স্বদেশ বান্ধব' সমিতির প্রতিষ্ঠাতা হলেন অশ্বিনীকুমার দত্ত

প্রশ্ন:-  "The Indian War of Independence" গ্রন্থটি কার রচনা ?

উত্তর:- "The Indian War of Independence" গ্রন্থটির রচয়িতা হলেন বিনায়ক দামোদর সাভারকর

প্রশ্ন:- আলিপুর বোমা মামলায় রাজসাক্ষী কে ছিলেন ?

উত্তর:- আলিপুর বোমা মামলায় রাজসাক্ষী ছিলেন নরেন গোঁসাই

প্রশ্ন:-  গদর শব্দের অর্থ কী ?

উত্তর:- গদর শব্দের অর্থ হল বিপ্লব

প্রশ্ন:-  গদর দল কে প্রতিষ্ঠা করেন  ?

উত্তর:- গদর দল প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল

প্রশ্ন:- ভারতীয় 'বিপ্লববাদের' জননী কাকে বলা হয় ?

উত্তর:- ভিকাজী রুস্তম কামা বা মাদাম কামাকে  ভারতীয় 'বিপ্লববাদের' জননী বলা হয় ।

প্রশ্ন:- বাঘা যতীনের পুরো নাম কী ?

উত্তর:- বাঘা যতীনের পুরো নাম হল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

প্রশ্ন:- চাপেকার ভাতৃদ্বয় কাদের বলা হয় ? এবং এঁরা কী জন্য বিখ্যাত ?

উত্তর:- চাপেকার ভাতৃদ্বয় হলেন দামোদর চাপেকার ও বালকৃষ্ণ চাপেকার, এবং এঁরা মহারাষ্ট্রের দুই বিখ্যাত বিপ্লবী ছিলেন ।

প্রশ্ন:- মহারাষ্ট্রে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সূচনা কে করেন ?

উত্তর:- বাসুদেব বলবন্ত ফাদকে মহারাষ্ট্রে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সূচনা করেন ।

প্রশ্ন:-  নাসিক ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল ?

উত্তর:- ১৯০৯ খ্রিষ্টাব্দের ২১শে ডিসেম্বর নাসিক ষড়যন্ত্র মামলা হয়েছিল ।

প্রশ্ন:-  নাসিক ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল ?

উত্তর:- ১৯০৯ খ্রিষ্টাব্দের ২১শে ডিসেম্বর অনন্ত লক্ষ্মণ কানহেরে নামে এক বিপ্লবী নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যা করেন— এই ঘটনাকে কেন্দ্র করে নাসিক ষড়যন্ত্র মামলা হয়েছিল ।

প্রশ্ন:- 'গণপতি' ও 'শিবাজি' উৎসবের প্রবর্তন কে করেন ?

উত্তর:- 'গণপতি' ও 'শিবাজি' উৎসবের প্রবর্তন করেন বালগঙ্গাধর তিলক

প্রশ্ন:- 'বঙ্গের শিয়াল'  পত্রিকাটি কে রচনা করেন ?

উত্তর:- 'বঙ্গের শিয়াল' পত্রিকাটি রচনা করেন অজিত সিংহ

প্রশ্ন:-  লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় ?

উত্তর:- ১৯১৫ খ্রিষ্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় ।

প্রশ্ন:- লাহোর ষড়যন্ত্র মামলায় কার মৃত্যুদন্ড হয় ?

উত্তর:- লাহোর ষড়যন্ত্র মামলায় বিষ্ণুগণেশ পিংলের মৃত্যুদন্ড হয় ।

প্রশ্ন:-  পি.এন.ঠাকুর ছদ্মনাম কে এবং কখন গ্রহন করেন ?

উত্তর:- লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিপ্লবী রাসবিহারী বসু জাপানে পালিয়ে গিয়ে পি.এন.ঠাকুর ছদ্মনাম গ্রহন করেন ।

প্রশ্ন:- 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- 'কেশরী' পত্রিকার সম্পাদক ছিলেন লোকমান্য তিলক

প্রশ্ন:- মানবেন্দ্রনাথ রায় ছদ্মনাম কে গ্রহন করেন ? 

উত্তর:-  মানবেন্দ্রনাথ রায় ছদ্মনাম গ্রহন করেন বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য

প্রশ্ন:- বার্লিন কমিটির উদ্যোক্তা কারা ছিলেন ?

উত্তর:- ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহেন্দ্রপ্রতাপ প্রমুখ বিপ্লবী নেতৃবৃন্দ বার্লিন কমিটির উদ্যোক্তা ছিলেন ।

প্রশ্ন:- বাংলায় আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- বাংলায় আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন বিপ্লবী বিপিনবিহারী গাঙ্গুলী

প্রশ্ন:- স্যার কার্জন উইলিয়ামকে কে হত্যা করেন ?

উত্তর:- স্যার কার্জন উইলিয়ামকে হত্যা করেন মদনলাল ধিংড়া

প্রশ্ন:-  মিত্রমেলার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: মিত্রমেলার প্রতিষ্ঠাতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর ।

প্রশ্ন :- ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ?

উত্তর:- ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক ছিলেন বাসুদেব বলবন্ত ফাদকে

প্রশ্ন:-  বঙ্গভঙ্গ বলতে কী বোঝায় ?

উত্তর :- বাংলার জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য লর্ড কার্জন ১৯০৫ সালে বাংলাকে দুটি ভাগে ভাগ করেন । বাংলাভাগের এই ঘটনা বঙ্গভঙ্গ নামে পরিচিত ।

প্রশ্ন:- বিংশ শতকের শুরুতে বিপ্লবীদের মূলমন্ত্র কী ছিল ?

উত্তর:- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা অর্জনই ছিল বিংশ শতকের শুরুতে বিপ্লবীদের মূলমন্ত্র ।

*****

Related Items

বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড.মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল ?

প্রশ্ন : বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড.মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল ?

'বঙ্গভাষা প্রকাশিকা সভা' -কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?

প্রশ্ন : 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' -কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?

হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

প্রশ্ন : হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন ?

প্রশ্ন : উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন ?

'নীলদর্পণ' নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় ?

প্রশ্ন : 'নীলদর্পণ' নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় ?