ছোটো প্রশ্ন ও উত্তর : (ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার)

Submitted by avimanyu pramanik on Wed, 02/22/2012 - 08:14

ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার

ছোটো প্রশ্ন ও উত্তর

প্রশ্ন:- প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে ঘটেছিল ?

উত্তর:- ১৭৬৭ - ৬৯ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ ঘটেছিল । ১৭৬৯ সালে মাদ্রাজের সন্ধি অনুসারে এই যুদ্ধের সাময়িক অবসান হয় ।

প্রশ্ন:- কোন সালে বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটে ? 

উত্তর:- ১৭৭২ সালে বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটে ।

প্রশ্ন:- রেগুলেটিং আইন কবে পাশ হয় ?

উত্তর:- ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাশ হয় ।

প্রশ্ন:-  কোন আইনে বাংলার গভর্নরকে গভর্নর-জেনারেল করা হয় ?  

উত্তর:- ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী বাংলার গভর্নরকে গভর্নর-জেনারেল করা হয় ।

প্রশ্ন:- কোন আইনের মাধ্যমে এবং কবে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ?

উত্তর:- ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুসারে ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ।

প্রশ্ন:- কোন সালে এবং কোথায় ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয় ?

উত্তর:- ১৭৭৪ সালে কোলকাতায় ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয় ।

প্রশ্ন:-  বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর-জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস (১৭৭৪ থেকে ১৭৮৫ সাল পর্যন্ত ।

প্রশ্ন:-  ভারতের  ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

প্রশ্ন:-  সলবাই -এর সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৭৮২ খ্রিস্টাব্দে সলবাই -এর সন্ধি স্বাক্ষরিত হয় ।

প্রশ্ন:- সলবাই -এর সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান হয় ?

উত্তর:- ১৭৮২ খ্রিস্টাব্দে সলবাই -এর সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়।

প্রশ্ন:- সলবাই -এর সন্ধি কবে এবং কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল ?

উত্তর:- সলবাই -এর সন্ধি ১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে সম্পাদিত হয়েছিল ।

প্রশ্ন:- পিটের ভারত-আইন কত সালে প্রবর্তিত হয় ?

উত্তর:- ১৭৮৪ সালে পিটের ভারত-আইন প্রবর্তিত হয় ।

প্রশ্ন:-  কোন সন্ধি দ্বারা এবং কবে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ সমাপ্ত হয় ?

উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি হয় ।

প্রশ্ন:- ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল এবং এই সন্ধি টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ।

প্রশ্ন:- কোন সালে কে এবং কেন কোলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ১৭৮৪ সালে স্যার উইলিয়াম জোনস প্রাচ্যের ইতিহাস ও সাহিত্যচর্চার জন্য কোলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিা করেন ।

প্রশ্ন:-  কর্নওয়ালিস কবে বাংলার গভর্নর-জেনারেলের পদে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- ১৭৮৬ খ্রিস্টাব্দে কর্নওয়ালিস বাংলার গভর্নর-জেনারেলের পদে নিযুক্ত হয়েছিলেন ।

প্রশ্ন:- শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করে ? 

উত্তর:- শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ইংরেজরা টিপু সুলতানকে পরাজিত করে ।

প্রশ্ন:- শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল  ?

উত্তর:- ১৭৯২ খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল এবং এই সন্ধি টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল ।

প্রশ্ন:-  কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ?

উত্তর:- চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ।

প্রশ্ন:- কোন যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটে ?

উত্তর:- চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটে ।

প্রশ্ন:- কোন গভর্নর-জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন ?

উত্তর:- গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন ।

প্রশ্ন:- বেসিনের সন্ধি কবে হয়েছিল ?

উত্তর:- ১৮০২ খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয়েছিল ।

প্রশ্ন:- বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর:- বেসিনের সন্ধি ১৮০২ খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

প্রশ্ন:-  শেষতম পেশোয়া কে ছিলেন ?

উত্তর:- দ্বিতীয় বাজীরাও, মতান্তরে তাঁর দত্তক পুত্র নানা সাহেব ছিলেন শেষতম পেশোয়া ।

প্রশ্ন:-  কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহন করেন ? 

উত্তর:- হায়দ্রাবাদের নিজাম রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহন করেন ।

প্রশ্ন:-  কোন পেশোয়া কোন সন্ধিতে এবং কবে ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহন করেছিলেন ?

উত্তর:- পেশোয়া দ্বিতীয় বাজীরাও বেসিনের সন্ধি অনুসারে ১৮০২ খ্রিস্টাব্দে ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহন করেছিলেন ।

প্রশ্ন:-  কোন পেশোয়া 'নানা সাহেব' নামে পরিচিত ?

উত্তর:- দ্বিতীয় বালাজী বাজীরাও, মতান্তরে দ্বিতীয় বাজীরাও -এর দত্তক পুত্র 'নানা সাহেব' নামে পরিচিত ।

প্রশ্ন:- সাগৌলির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর:- নেপালের রাজা ও ইংরেজদের মধ্যে সাগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ।

প্রশ্ন:- কোন গভর্নর-জেনারেলের শাসনকালে মারাঠা যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ধ্বংস হয় ?  

উত্তর:- গভর্নর-জেনারেল লর্ড ময়রার শাসনকালে মারাঠা যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ধ্বংস হয় ।

প্রশ্ন:- মিসল শব্দের অর্থ কী ?

উত্তর:- শিখদের ১২টি দলের প্রত্যেকটিকে মিসল বলা হয় ।

প্রশ্ন:-  রণজিৎ সিংহ কোন মিসলের অধিপতি ছিলেন ?  

উত্তর:- রণজিৎ সিংহ সকারচুকিয়া মিসলের অধিপতি ছিলেন ।

প্রশ্ন:- রণজিৎ সিংহের পিতার নাম কী ?

উত্তর:- রণজিৎ সিংহের পিতার নাম মহাসিংহ

প্রশ্ন:- অমৃতসরের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- ১৮০৯ সালে অমৃতসরের সন্ধি মহারাজা রণজিৎ সিংহ ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল ।

প্রশ্ন:- অসম কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ?

উত্তর:- ১৮২১ খ্রিস্টাব্দে অসম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ।

প্রশ্ন:- শিখ জাতিকে ঐক্যবদ্ধ কে করেছিলেন ?

উত্তর:- রণজিৎ সিংহ শিখ জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন ।

প্রশ্ন:- 'সব লাল হো যায়েগা' কে বলেছিলেন ?

উত্তর:-  'সব লাল হো যায়েগা' বলেছিলেন রণজিৎ সিংহ

প্রশ্ন:- কোন গভর্নর-জেনারেলের সঙ্গে রণজিৎ সিংহের 'চিরস্থায়ী মিত্রতা' হয়েছিল ? 

উত্তর:- গভর্নর-জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক -এর সঙ্গে রণজিৎ সিংহের 'চিরস্থায়ী মিত্রতা' হয়েছিল ।

প্রশ্ন:- চিলিয়ানওয়ালার যুদ্ধে ডালহৌসি কবে এবং কাদের বিরুদ্ধে জয়লাভ করেন ?   

উত্তর:- ১৮৪৯ খ্রিস্টাব্দে চিলিয়ানওয়ালার যুদ্ধে ডালহৌসি শিখদের বিরুদ্ধে জয়লাভ করেন ।

প্রশ্ন:- কোন যুদ্ধের পর এবং কবে পাঞ্জাব ইংরেজদের সাম্রাজ্যভুক্ত হয় ?

উত্তর:- ফেব্রুয়ারী, ১৮৪৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধের সময় গুজরাটের যুদ্ধে শিখরা চূড়ান্তভাবে পরাজিত হয় এবং পাঞ্জাব ইংরেজদের সাম্রাজ্যভুক্ত হয় ।

প্রশ্ন:- 'আধুনিক পাঞ্জাবের জনক' কাকে বলা হয় ?

উত্তর:- লর্ড ডালহৌসিকে 'আধুনিক পাঞ্জাবের জনক' বলা হয়।

প্রশ্ন:- স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?

উত্তর:- লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ।

প্রশ্ন:- কোন গভর্নর-জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন ? 

উত্তর:- গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন ।

প্রশ্ন:- পরাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কী ?

উত্তর:- পরাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম স্যার ইলিজা ইম্পে

প্রশ্ন:-  ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা কে ?

উত্তর:- গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা ছিলেন ।

প্রশ্ন:- লর্ড কর্নওয়ালিস কোড কাকে বলে ?

উত্তর:- লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত প্রশাসনিক ও বিচারবিভাগীয় সংস্কারগুলি পরবর্তী সময়ে একসঙ্গে সংকলিত হয়ে 'কর্নওয়ালিস কোড' নামে পরিচিত হয় ।

প্রশ্ন:- কোন গভর্নর-জেনারেলের আমলে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ফৌজদারি দন্ডবিধি রচিত হয় ?  

উত্তর:- গভর্নর-জেনারেল লর্ড বেন্টিঙ্কের আমলে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ফৌজদারি দন্ডবিধি রচিত হয় ।

প্রশ্ন:- সদর দেওয়ানি আদালত প্রথম কোথায় স্থাপিত হয় ?

উত্তর:- ফোর্ট উইলিয়ামে প্রথম সদর দেওয়ানি আদালত স্থাপিত হয় ।

*****

Related Items

কলকাতা বিজ্ঞান কলেজ

কলকাতা বিজ্ঞান কলেজ (The Calcutta Science College) :-

১৯০৫ খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলায় স্বদেশি ও বয়কট আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে । এই সময় স্বদেশি বিজ্ঞানচর্চার প্রসার ঘটানোর উদ্দেশ্যে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৭শে মা

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স (Indian Association for the Cultivation of science) :-

কায়েমী স্বার্থরক্ষাকারী ও প্রভূত্ববাদী ঔপনিবেশিক বিজ্ঞানচর্চার প্রেক্ষাপটে ঊনিশ শতকে ব্রিটিশ শাসিত ভারতে ভারতীয়দের মধ্যে আধুনিক বিজ্ঞ

বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ

বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ (Development of Science and Technical Education in Bengal):-

ব্রিটিশ সরকার ভারতে পাশ্চাত্য ধাঁচের বিভিন্ন অফিস-আদালত প্রতিষ্ঠা করলে সেখানে কাজের প্রয়োজনে আধুনিক পাশ্চাত্য ও ইংরেজি শিক্ষায় শিক্ষিত কর্মচারীর প্রয়োজন

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্স

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্স (Initiatives Taken by Upendrakishor Roy Choudhury and the U.

ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ

ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ (Press as a Commercial Venture) :

অষ্টাদশ শতকের শেষভাগ থেকে উনবিংশ শতকের প্রথমভাগ পর্যন্ত সময়ে বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য ছাপাখানা স্থাপিত হয় । ছাপাখানার প্রসারের সঙ্গে সঙ্গে ছাপাখানা কেন্দ্রিক মুদ্রণশিল্প একটি