কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন ?

Submitted by avimanyu pramanik on Thu, 01/27/2022 - 22:42

প্রশ্ন : কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন ?

উঃ- প্রথমে ১৮৬৫ খ্রিস্টাব্দে এবং পরে ১৮৭৮ খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ সরকার যে দুটি অরণ্য আইন প্রণয়ন করেছিল তার মূল উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করা ও আধিপত্য স্থাপন করা ।

♦ ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সম্প্রসারণ এবং ভারতে রেলপথ বিস্তারের লক্ষ্যে কাঠের স্লিপার তৈরির জন্য ভারতে বনজ সম্পদের ওপর ঔপনিবেশিক সরকারের লোলুপ দৃষ্টি পড়েছিল ।

♦ ভারতের সুবিস্তৃত বনাঞ্চলের জমিকে পরিষ্কার করে কৃষিযোগ্য করে তোলার উদ্দেশ্য যেমন ছিল তেমনি আদিবাসী জনগোষ্ঠীকে ঝুম চাষের পরিবর্তে স্থায়ী কৃষিকাজে অভ্যস্ত করে তোলার তাগিদ ছিল ।

♦ ব্রিটিশ সরকারের কর্তা ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল কৃষিজমির সম্প্রসারণ ঘটিয়ে রাজস্ব বৃদ্ধি এবং বনজ সম্পদকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে আয় ও মুনাফা বৃদ্ধি করা ।

♦ এটাও ঠিক যে ব্রিটিশ সরকার ভারতের বনভূমিকে সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য এবং গ্রামীণ (অশ্রেণিভুক্ত) অরণ্য এই তিনটি ভাগে বিভক্ত করে বন সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল । তবে ঔপনিবেশিক স্বার্থ ও মুনাফা বজায় রাখতে গিয়ে অরণ্য আইন প্রয়োগের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর স্বাধিকার, জীবন ও জীবিকার মূলে কুঠারাঘাত করেছিল এবং যার ফলে গড়ে উঠেছিল বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ ।

*****

Comments

Related Items

ভারতের জাতীয় সঙ্গীত (National Song of India)

প্রত্যেকটি স্বাধীন দেশের মতো ভারতেরও একটি জাতীয় সংগীত আছে । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'জনগণমন অধিনায়ক' গানটির প্রথম স্তবকটি জাতীয় সংগীত রূপে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে । ১৯১১ খ্রিস্টাব্দে ২৭ শে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের ...

মুখ্যমন্ত্রী (Chief Minister)

মুখ্যমন্ত্রী প্রাদেশিক সরকারের সর্বময় কর্তা । ভারতীয় সংবিধানের ১৬৪(১) ধারা অনুসারে রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন । বিধানসভায় সংখ্যা গরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন ও তাঁকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেন । ...

রাজ্যপাল (Governor)

রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান । সাধারণত প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল ও রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে অঙ্গরাজ্যের শাসনবিভাগ গঠিত হয়ে থাকে । রাজ্যপাল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন । রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের নামে সমস্ত কাজ করে থাকেন ...

প্রাদেশিক আইনসভা (Legislative Assembly)

রাজ্য আইনসভা দুই কক্ষ বিশিষ্ট হয়, যথা - বিধানসভা ও বিধানপরিষদ । অবশ্য অনেক অঙ্গরাজ্যেই বিধানপরিষদ তুলে দেওয়া হয়েছে । রাজধানী দিল্লিকে নিয়ে ২৮টি অঙ্গরাজ্যের মধ্যে শুধুমাত্র পাঁচটিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে । এর উচ্চকক্ষকে বিধানপরিষদ ও নিম্নকক্ষকে বিধানসভা বলে

অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি

বর্তমানে ভারতের রাষ্ট্রীয় কাঠামোয় ভারতে মোট ২৮টি অঙ্গরাজ্য, ৬টি কেন্দ্র শাসিত অঞ্চল এবং একটি স্বশাসিত রাজধানী শহর আছে । প্রতিটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি । ...