ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব

Submitted by avimanyu pramanik on Sun, 04/22/2012 - 22:07

ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব (Emergence of English educated middle class) :

ভারতে ইংরেজ শাসন প্রবর্তনের সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষার প্রচলন হয় । রাজা রামমোহন রায়, হেনরি ভিভিয়ান ডিরোজিও, ডেভিড হেয়ার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিঙ্কওয়াটার বেথুন প্রমুখ ভারতীয় ও ইংরেজ মনীষীগণ এদেশে ইংরেজি শিক্ষা প্রবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেন । আর এই ইংরেজি শিক্ষার সুবাদে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতির সঙ্গে পরিচিতি লাভ করে । এর অন্যতম ফলশ্রুতিতে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব হয় । পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকিত হয়ে এই মধ্যবিত্ত সম্প্রদায় ইউরোপীয় সমাজ, রাজনীতি ও জাতীয়তাবাদী ধ্যানধারণার সঙ্গে পরিচিত হন এবং নিজেরাও জাতীয়তাবোধে উদ্দীপ্ত হয়ে ওঠেন ।  ইংরেজি শিক্ষার সূত্রে ভারতীয়রা মিল, রুশো, বেন্থাম, ভলটেয়ার, স্টুয়ার্ট, ম্যাৎসিনি, গ্যারিবল্ডি, কার্লমার্কস প্রভৃতি পাশ্চাত্য দার্শনিক ও চিন্তাবিদদের প্রগতিশীল চিন্তাধারার সংস্পর্শে এসে তাঁদের উদারনৈতিক ভাবধারার সঙ্গে পরিচিত হন ।  ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা লাভ, ইটালি ও জার্মানির ঐক্য আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রামে আফ্রিকার জাতীয়তাবাদীদের সাফল্য প্রভৃতি সমসাময়িক ঘটনাবলি শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়দের গভীরভাবে প্রভাবিত করেছিল । ক্রমশ তাঁদের মধ্যে ইংরেজদের অন্যায়, অবিচার ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর স্পৃহা সঞ্চারিত হয় । মূলত চাকুরিজীবি এবং বুদ্ধিজীবী বিভিন্ন পেশার মানুষ যথা— শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, লেখক প্রভৃতি ছিলেন এই মধ্যবিত্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত । 

মধ্যবিত্ত শ্রেণির বৈশিষ্ট্য (Characteristics of English educated middle class)

ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির যে সব বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তা হল —

(১) মধ্যবিত্ত শ্রেণির সকলেই ছিলেন মূলত অল্পবিস্তর ইংরেজি জানা ভদ্রলোক ।

(২) ইংরেজি শিক্ষার প্রতি এই মধ্যবিত্ত শ্রেণির স্বাভাবিক আগ্রহ ছিল ।

(৩) মধ্যবিত্ত শ্রেণিরা প্রধানত শহরবাসী এবং শহুরে আদব কায়দায় অভ্যস্ত ছিলেন ।

(৪) যৌথ পরিবারকেন্দ্রিক জীবনযাত্রার বদলে মধ্যবিত্ত শ্রেণিরা ক্ষুদ্র পরিবার প্রথায় আগ্রহী ছিলেন ।

(৫) জাতিগত বা বংশগত পরিচয় নয়, শিক্ষা এবং চাকরিই ছিল মধ্যবিত্ত শ্রেণিদের সামাজিক মান মর্যাদার মাপকাঠি ।

(৬) মধ্যবিত্ত শ্রেণিরা জাতিভেদ, কুসংস্কার মানতেন না, পরিবর্তে এঁদের মধ্যে জন্ম নেয় যুক্তিবাদ এবং প্রগতিশীল চিন্তা ধারা । 

******

Related Items

ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন

ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন (Quit India Movement and the Working Class):-

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ই আগস্ট মহাত্মা গান্ধির নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয় । এই আন্দো

আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন

আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন (The Civil Disobedience Movement and the Working Class) :-

১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে ভারতের বিভিন্ন প্রদেশের শ্রমিকরা এই আন্দোলনে অংশ গ্রহণ করে । এই সময় বাংলায় শ্রমিক আন্দোলন যথেষ্ট শ

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি (Workers and Peasants Party) :-

কুতুবুদ্দিন আহমদ, কাজী নজরুল ইসলাম, অধ্যাপক হেমন্ত সরকার, সামসুদ্দিন হোসেন প্রমুখ ব্যক্তির উদ্যোগে ১৯২৫ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর বাংলায় 'লেবার স্বরাজ পার্টি অব দা ইন্ডিয়ান

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন (Non Co-operation Movement and the Working Class):- 

অহিংস অসহযোগ আন্দোলনের সময় সারা ভারতে শ্রমিকরা আন্দোলনে শামিল হয় । এই সময় বাংলায় শ্রমিক আন্দোলন অত্যন্ত শক্তিশালী ওঠে । শ্রমিকদের কাজের সময় কমানো, ব

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন (Anti-Partition Movement and the Working Class):-

ব্রিটিশ শাসনের প্রথমদিকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মানুষ ব্রিটিশ শাসনের বিরোধিতা না করলেও ভারতের নিম্নবর্গের মানুষ বিশেষত শ্রমিক