Madhyamik Examination (WBBSE) - 2019 Geography (Bengali version)

Submitted by avimanyu pramanik on Fri, 06/12/2020 - 07:42

2019

Geography

Time — Three Hours Fifteen Minutes

(First FIFTEEN minutes for reading the question paper only)

Full Marks — 90

(For Regular and Sightless Regular Candidates)

Full Marks — 100

(For External and Sightless External candidates)

Special credit will be given for answers which are brief and to the point.

Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

['ক' বিভাগ থেকে 'চ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও

বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং 'ছ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]

'ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় । 'চ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে ।

বিভাগ — 'ক'

   ১।  বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :     ১ x ১৪ = ১৪ 

  ১.১  যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে—

         (ক) আরোহণ প্রক্রিয়া        (খ) অবরোহণ প্রক্রিয়া         (গ) আবহবিকার প্রক্রিয়া        (ঘ) নগ্নীভবন প্রক্রিয়া

  ১.২  পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে—

         (ক) নুনাটাক         (খ) ক্লেভাস         (গ) অ্যারেট         (ঘ) সার্ক

  ১.৩  বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে—

         (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে       (খ) মৌসুমি জলবায়ু অঞ্চলে        (গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে      (ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে

  ১.৪  ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে—

         (ক) চিনুক         (খ) সিরোক্কো         (গ) মিস্ট্রাল         (ঘ) বোরা

 ১.৫  উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে—

         (ক) হিমপ্রাচীর        (খ) হিমশৈল         (গ) হিমানী সম্প্রপাত         (ঘ) হিমগুল্ম

 ১.৬  পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে—

          (ক) সিজিগি         (খ) পেরিজি         (গ) অ্যাপোজি         (ঘ) অপসূর

  ১.৭  মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয়—

         (ক) আমাশয়         (খ) হাঁপানি        (গ) ফুসফুসের ক্যান্সার         (ঘ) দৃষ্টিহীনতা

  ১.৮  ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল—

          (ক) ভাষা         (খ) ভূপ্রকৃতিগত সাদৃশ্য        (গ) খাদ্যের সাদৃশ্য        (ঘ) অর্থনৈতিক কাজের সাদৃশ্য

  ১.৯  গঙ্গা নদীর উৎস হল—

         (ক) যমুনোত্রী হিমবাহ        (খ) জেমু হিমবাহ         (গ) সিয়াচেন হিমবাহ         (ঘ) গঙ্গোত্রী হিমবাহ

  ১.১০  ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো—

           (ক) ভাকরা-নাঙ্গাল         (খ) দামোদর         (গ) রিহান্দ         (ঘ) হিরাকুঁদ

  ১.১১  ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানঅধিকারী রাজ্যটি হলো—

           (ক) পশ্চিমবঙ্গ         (খ) উত্তরপ্রদেশ         (গ) পাঞ্জাব        (ঘ) অন্ধ্রপ্রদেশ

  ১.১২  লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো—

           (ক) আকরিক লৌহ         (খ) কয়লা         (গ) ম্যাঙ্গানিজ         (ঘ) সবগুলিই প্রযোজ্য

  ১.১৩  ২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো—

            (ক) ৫৫টি          (খ) ৫৩টি         (গ) ৫১টি        (ঘ) ৪৯টি 

  ১.১৪  মিলিয়ন শীট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার—

           (ক) ১৫' x ১৫'       (খ) ৩০' x ৩০'        (গ) ১° x ১°         (ঘ) ৪° x ৪°

                                                      বিভাগ - 'খ'

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো ( যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):     ১ x ৬ = ৬ 

       ২.১.১  অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে ।

       ২.১.২  অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় ।

       ২.১.৩  নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবণতা সর্বাধিক থাকে ।

       ২.১.৪  ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ ।

       ২.১.৫  গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে ।

       ২.১.৬  বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর ।

       ২.১.৭  উপগ্রহ চিত্রে লালবর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় ।

  ২.২  উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):          ১ x ৬ = ৬

      ২.২.১  নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ________ বলে ।

      ২.২.২  শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ________ ।

      ২.২.৩  ________ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় ।

      ২.২.৪  বর্জ্য কাগজ একটি ________ ধরনের বর্জ্য ।

      ২.২.৫  ক্রান্তীয় পূবালী জেট বায়ু ________ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে ।

      ২.২.৬  ভারতের মূলভূখণ্ডের দক্ষিণতম অংশ ________ ।

      ২.২.৭  ________ ভারতের সর্বাধিক জনবহুল শহর ।

  ২.৩  একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):        ১ x ৬ = ৬ 

      ২.৩.১  নাতিশীতোষ্ণমণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় ?

      ২.৩.২  সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে ?

      ২.৩.৩  ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ?

      ২.৩.৪  মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় ?

      ২.৩.৫  গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় ?

      ২.৩.৬  ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো ।

      ২.৩.৭  ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ?

      ২.৩.৮  'ভারতের জরিপ সংস্থা'র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

  ২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :       ১ x ৪ = ৪ 

বাম দিক ডান দিক
 ২.৪.১ ওজোন গ্যাসের প্রাধান্য  (১) গুড়গাঁও
 ২.৪.২ ইক্ষু গবেষণাগার  (২) জম্মু ও কাশ্মীর
 ২.৪.৩ বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র  (৩) স্ট্র্যটোস্ফিয়ার
 ২.৪.৪  কারেওয়া  (৪) লক্ষ্ণৌ

   

                                                          বিভাগ - 'গ'

৩।  নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) :      ২ x ৬ = ১২ 

  ৩.১  নগ্নীভবন কাকে বলে ?  অথবা,  বৈপরীত্য উষ্ণতা কাকে বলে ?

  ৩.২  আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল (ITCZ) কাকে বলে ? অথবা,  সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও ।

  ৩.৩  বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও । অথবা,  তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝ ?

  ৩.৪  মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত ?  অথবা,  ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো ।

  ৩.৫  মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো ? অথবা,  ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো ।

  ৩.৬ উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও । অথবা,  ভগ্নাংশসূচক স্কেলের (R.F.) ব্যবহার উল্লেখ করো ।

                                                          বিভাগ - 'ঘ'

৪।  সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) :        ৩ x ৪ = ১২

  ৪.১  অনুদৈর্ঘ্য ও বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো । 

          অথবা,  উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো ।

  ৪.২  পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো ।

          অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে-কোন তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ।

  ৪.৩  ভারতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো ।

          অথবা, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো ।

  ৪.৪  উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো ।

         অথবা, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো ।

                                                       বিভাগ - 'ঙ'

                          (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)

৫।  ৫.১  যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :         ৫ x ২ = ১০

        ৫.১.১  নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো ।

        ৫.১.২  নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ।

        ৫.১.৩  শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো ।

        ৫.১.৪  জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ।

      ৫.২  যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:           ৫ x ২ = ১০ 

        ৫.২.১  উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো ।

        ৫.২.২  ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ।

        ৫.২.৩  গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো ।

        ৫.২.৪  ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো ।

                                                                   বিভাগ - 'চ'

৬।  প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:  ১ x ১০ = ১০

   ৬.১  বিন্ধ্য পর্বত

   ৬.২  লোকটাক হ্রদ

   ৬.৩  মহানদী নদী

   ৬.৪  একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল

   ৬.৫  একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল

   ৬.৬  একটি মরু মৃত্তিকা অঞ্চল

   ৬.৭  উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল

   ৬.৮  পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনীয়ারিং শিল্পকেন্দ্র

   ৬.৯  বিশাখাপত্তনম বন্দর

   ৬.১০ পশ্চিম উপকূলর একটি মহানগর ।

                                                    অথবা

                               (শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

৬।  যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :                    ১ x ১০ = ১০

    ৬.১  দক্ষিণ ভারতের সবচেয়ে বড়ো নদী  ।

    ৬.২  ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম উপহ্রদ কোনটি ?

    ৬.৩  পাঞ্জাব সমভূমিতে প্রবাহিত সিন্দুর একটি উপনদীর নাম লেখো ।

    ৬.৪  ভারতে কোন মাসে কালবৈশাখী দেখা যায় ?

    ৬.৫  ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম লেখো ।

    ৬.৬  ভারতের লবণাক্ত মৃত্তিকা কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায় ?

    ৬.৭  ভারতে উৎপাদিত একটি বাগিচা ফসলের নাম লেখো ।

    ৬.৮  ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত ?

    ৬.৯  ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম লেখো ।

    ৬.১০  পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কী  ?

    ৬.১১  মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে ?

    ৬.১২  বায়ুমন্ডলের কোন স্তরে ঝড়ঝঞ্ঝা দেখা যায় ?

    ৬.১৩  দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

    ৬.১৪  পশ্চিমবঙ্গের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো ।

                                                   বিভাগ - 'ছ'

                                 (শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

৭।  ৭.১  যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :           ২ x ৩ = ৬

        ৭.১.১  ধারণ অববাহিকা কাকে বলে ?

        ৭.১.২  অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো ?

        ৭.১.৩  বান ডাকা কাকে বলে ?

        ৭.১.৪  বিষাক্ত বর্জ্য কী ?

      ৭.২  যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:          ১ x ৪ = ৪

        ৭.২.১  ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কোন খ্রিস্টাব্দে স্থাপিত হয় ?

        ৭.২.২  থর মরুভূমির চলমান বালিয়াড়ির নাম কী ?

        ৭.২.৩  ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ?

        ৭.২.৪  আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী ?

        ৭.২.৫  ভারতের একটি অনুসারী শিল্পের নাম লেখো ।

*********

Comments

Related Items

Madhyamik -2013 Mathematics (Eng ver)

2013 Mathematics (compulsory) [ENGLISH VERSION] (Bifurcated Syllabus) (According to Syllabus of Class X only) 1. Answer all questions : (i) If the ratio of cost price and selling price of an articleis 5 : 4, what is the percentage of loss ? 1

Madhyamik - 2013 Bengali 1st Language Question Paper

২০১৩ বাংলা — প্রথম ভাষা ( দ্বিভাজিত পাঠ্যসূচি ) সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট ( প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ) [নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -৯০ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -১০০] (নিয়মিত ও বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

Madhyamik -2013 Physical Science (Ben ver)

2013 PHYSICAL SCIENCE (Bifurcated Syllabus) (For Regular and External Candidates) Time : 3 Hours 15 Minutes Full Marks : 90 (for Regular Candidates) (First fifteen minutes for reading the question paper)

Madhyamik -2013 Physical Science (Eng ver)

2013 Physical Science Bifurcated & Combined Syllabus (ENGLISH VERSION) (Bifurcated Syllabus) (For Regular and External Candidates) Time : 3 Hours 15 Minutes : Full Marks : 90 (for Regular Candidates) (First fifteen minutes for reading the question paper)

Madhyamik - 2013 Life Science (Ben Ver)

2013 LIFE SCIENCE BIFURCATED & COMBINED SYLLABUS Time - Three Hours Fifteen Minutes. (First fifteen minutes for reading question paper only) Full Marks - 90 (For Regular and Sightless Regular Candidates) Full Marks - 100 (For External and Sightless External Candidates)