বায়ুর আর্দ্রতা ও অধঃক্ষেপণ (Humidity and Precipitation)

Submitted by avimanyu pramanik on Fri, 09/03/2021 - 18:26

বায়ুর আর্দ্রতা ও অধঃক্ষেপণ (Humidity and Precipitation):

জলচক্র (Hydrological cycle) : পৃথিবী ও বায়ুমণ্ডলে জল কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় প্রধানত (১) সাগর ও মহাসাগর, (২) বরফের আচ্ছাদন, (৩) নদনদী ও (৪) ভৌমজল —এই চারটি আধারে অবস্থান করে । বাষ্পীভবন, ঘনীভবন ও অধঃক্ষেপণের মাধ্যমে জলের এক আধার থেকে অন্য আধারে অবিরাম প্রবাহের প্রক্রিয়াকে জলচক্র বলে ।

(i) বাষ্পীভবন, (ii) ঘনীভবন ও (iii) অধঃক্ষেপণ এই তিনটি পদ্ধতির মাধ্যমে জলচক্রে জলের আবর্তন হয় ।   

(i) বাষ্পীভবন (Evaporation) : জল থেকে বাষ্পে রূপান্তরীকরণের প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে । সৌরশক্তির দ্বারা ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয় । এই তাপশক্তি পরিবাহিত হয়ে সমুদ্র, নদী, খাল, বিল, জলাশয় প্রভৃতির জলকে বাষ্পীভূত করে জলীয় বাষ্পে পরিণত করে । আবার মাটি এবং গাছপালা থেকেও জল বাষ্পীভূত হয় । বাষ্পীভবনের পরিমাণ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ কমতে থাকে ।

(ii) ঘনীভবন (Condensation) : সাগর, মহাসাগর, নদনদী ও অন্যান্য তরল আধারের জল বাষ্পীভবনের মাধ্যমে ওপরে উঠে বায়ুমণ্ডলে মেশে । জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ধুলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয় ও প্রথমে মেঘ তৈরি করে এবং পরে ওই বায়ুতে ভাসমান জলীয় বাষ্প ঘনীভবনের দ্বারা জলকণা বা বরফকণায় রূপান্তরিত হয় ।    

(iii) অধঃক্ষেপণ (Precipitation) : ঘনীভবনের দ্বারা রূপান্তরিত জলকণা ও বরফকণাসমূহ আবার বৃষ্টিপাতসহ বিভিন্নরূপে অধঃক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠে পতিত হয় । এভাবে জলের বিভিন্ন অবস্থায় আবর্তনের ফলে জলচক্রের সৃষ্টি হয় ।

*****

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?