বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলসম্পদ

Submitted by avimanyu pramanik on Thu, 12/23/2021 - 18:47

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলসম্পদ

১. ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে ?

    (ক) কূপ ও নলকূপ       (খ) জলাশয়        (গ) খাল        (ঘ) ফোয়ারা

২. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল—

    (ক) নর্মদা নদী       (খ) তাপ্তি নদী       (গ) লুনি নদী       (ঘ) কৃষ্ণা নদী

৩. বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীর অববাহিকায় ?

    (ক) নর্মদা নদীর অববাহিকায়       (খ) তাপ্তী নদীর অববাহিকায়       (গ) কৃষ্ণা নদীর অববাহিকায়       (ঘ) গঙ্গা নদীর অববাহিকায় 

৪. ভারতে একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হল—   [মাধ্যমিক - ২০১৮]

    (ক) প্যাংগং হ্রদ       (খ) ভীমতাল        (গ) ডাল হ্রদ        (ঘ) লোকটাক হ্রদ

৫. হিরাকুঁদ নদী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত ?

    (ক) গোদাবরী       (খ) কৃষ্ণা        (গ) কাবেরী        (ঘ) মহানদী

৬. ভারতের বৃহত্তম বহুমুখী পরিকল্পনাটি হল—

    (ক) সর্দার সরোবর প্রকল্প        (খ) হিরাকুঁদ প্রকল্প        (গ) ভাকরা-নাঙ্গাল প্রকল্প        (ঘ) দামোদর প্রকল্প

৭. গোদাবরী নদী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল—

    (ক) চিলকা হ্রদ       (খ) কোলেরু হ্রদ        (গ) পুলিকট হ্রদ       (ঘ) ভেম্বানাদ হ্র্দ

৮. কচ্ছের রনে পতিত নদীটি হল—

     (ক) সবরমতী নদী        (খ) সিন্ধু নদ       (গ) লুনি নদী       (ঘ) তিস্তা নদী

৯. ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা—

    (ক) মহানদী পরিকল্পনা       (খ) দামোদর পরিকল্পনা        (গ) তুঙ্গভদ্রা পরিকল্পনা       (ঘ) ময়ূরাক্ষী নদী পরিকল্পনা

১০. বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে—

      (ক) গোদাবরী নদী      (খ) ওয়ার্দা নদী       (গ) নর্মদা নদী      (ঘ) গঙ্গা নদী

১১. ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম—

      (ক) চিলকা      (খ) কোলেরু      (গ) পুলিকট      (ঘ) ভেম্বানাদ

১২. তিলাইয়া বাঁধ কোন প্রকল্পের অন্তর্গত ?

      (ক) কোশী পরিকল্পনা      (খ) গণ্ডক পরিকল্পনা      (গ) দামোদর পরিকল্পনা       (ঘ) তুঙ্গভদ্রা পরিকল্পনা

১৩. ভারতের যে নদীর মোহনায় বদ্বীপ নেই সেটি হল—

       (ক) গোদাবরী নদী      (খ) গঙ্গা নদী      (গ) নর্মদা নদী      (ঘ) কৃষ্ণা নদী

১৪. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত ?

      (ক) নর্মদা নদী       (খ) কৃষ্ণা নদী      (গ) গোদাবরী নদী      (ঘ) কাবেরী নদী

১৫. ভারতের দীর্ঘতম নদী হল—

      (ক) সিন্ধু নদ      (খ) গঙ্গা নদী      (গ) ব্রহ্মপুত্র নদ      (ঘ) গোদাবরী নদী

১৬. মিষ্টি জলের হ্রদ কোনটি ?

      (ক) চিলকা হ্রদ      (খ) প্যাংগং হ্রদ      (গ) সম্বর হ্রদ      (ঘ) নৈনিতাল হ্রদ

১৭. ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল —

      (ক) নর্মদা নদী      (খ) গঙ্গা নদী      (গ) কৃষ্ণা নদী      (ঘ) কাবেরী নদী

১৮. ইরাবতী নদী কোন নদীর উপনদী ?

       (ক) গঙ্গা নদী       (খ) ব্রহ্মপুত্র নদ        (গ) সিন্ধু নদ      (ঘ) দামদর নদ

১৯. পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী হল—

       (ক) নর্মদা নদী      (খ) তাপ্তি নদী       (গ) মাহি নদী      (ঘ) সবরমতী নদী

২০. পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

       (ক) উত্তর প্রদেশ      (খ) রাজস্থান       (গ) মধ্যপ্রদেশ       (ঘ) মহারাষ্ট্র

২১. ভারতের দক্ষিণের নদীগোষ্ঠীর অন্তর্গত পশ্চিমবাহিনী একটি নদীর নাম হল—

      (ক) গোদাবরী নদী       (খ) মহানদী       (গ) নেত্রাবতী নদী      (ঘ) তুঙ্গভদ্রা নদী

২২. নাগার্জুন সাগর পরিকল্পনাটি কোন নদীর ওপর অবস্থিত ?

      (ক) মহানদী      (খ) গোদাবরী       (গ) কাবেরী      (ঘ) কৃষ্ণা নদী

২৩. জলসেচ সেবিত জমির পরিমাণ সবচেয়ে বেশি কোন রাজ্যে ?

      (ক) পাঞ্জাব      (খ) উত্তর প্রদেশ      (গ) রাজস্থান      (ঘ) বিহার

২৪. ইন্দ্রাবতী নদী হল—

      (ক) ব্রহ্মপুত্র নদের উপনদী      (খ) মহানদীর উপনদী      (গ) কাবেরী নদীর উপনদী     (ঘ) গোদাবরী নদীর উপনদী

২৫. গোদাবরী নদীর উৎস হল—

      (ক) ত্র্যম্বক পাহাড়     (খ) সিহাওয়া পাহাড়      (গ) পূর্বঘাট পর্বতমালা     (ঘ) মহাবালেশ্বর শৃঙ্গ

২৬. মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে কোন নদীর ওপর ?

       (ক) দামোদর নদ       (খ) বরাকর নদী       (গ) কংসাবতী নদী      (ঘ) কোনার নদী

২৭. ইন্দিরা গান্ধি ক্যানেলের মাধ্যমে জলসেচ হয়—

      (ক) বিহারে     (খ) উত্তরপ্রদেশ       (গ) রাজস্থানে       (ঘ) মধ্যপ্রদেশে

২৮. হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর এটি হল—

       (ক) নিম্নগতি      (খ) মধ্যগতি       (গ) উচ্চগতি       (ঘ) কোনোটিই প্রযোজ্য নয় 

২৯. সিন্ধু নদের একটি উপনদী হল—

      (ক) রামগঙ্গা       (খ) কোশী       (গ) দ্রাস      (ঘ) সিয়ং

৩০. যে নদীর উচ্চ অববাহিকায় গ্রস্ত উপত্যকা দেখা যায়—

       (ক) চম্বল       (খ) শোন       (গ) দামোদর     (ঘ) সুবর্ণরেখা

৩১. ভারতে খাল দ্বারা জলসেচ সবচেয়ে বেশি হয়—

       (ক) উত্তর ভারতে       (খ) মধ্য ভারতে       (গ) দক্ষিণ ভারতে       (ঘ) পূর্ব ভারতে

৩২. পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে সৃষ্ট নদীটি হল—

      (ক) কাবেরী নদী       (খ) কৃষ্ণা নদী      (গ) মহানদী      (ঘ) গোদাবরী নদী

৩৩. আন্নাসাগর হ্রদটি কোথায় অবস্থিত ?

       (ক) তেলেঙ্গানা       (খ) অন্ধপ্রদেশ      (গ) কেরালা      (ঘ) রাজস্থান

*****

Comments

Related Items

নর্মদা নদী (The Narmada)

নর্মদা নদী (The Narmada) : মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্টক থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী উত্তর-পশ্চিমে বেঁকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র হয়ে গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিন্ধ্য ও সাতপুরার সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে

ব্রহ্মপুত্র নদ (The Brahmaputra)

ব্রহ্মপুত্র নদ : তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং-দুং হিমবাহ থেকে সাংপো নামে উৎপন্ন হয়ে নামচাবারওয়া শৃঙ্গের কাছে চুলের কাটার মত বেঁকে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ডিহং নামে ভারতে প্রবেশ করেছে । এর মোট দৈর্ঘ্য ২,৯০০ কিমি, এর মধ্

সিন্ধু নদ (The Indus)

সিন্ধু নদ : সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের উত্তরে অবস্থিত সিন-কা-বাব জলধারা থেকে উৎপন্ন হয়ে উত্তর-পশ্চিমে প্রথমে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে লাদাখ অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করেছে । সিন্ধু নদের মোট দৈর্ঘ্য ৩,১৮০ কিমি এবং এর মধ

গঙ্গা নদী (The Ganges)

গঙ্গা নদী : গঙ্গা ভারতের শ্রেষ্ঠ নদী এবং ভারতের দীর্ঘতম নদী । গঙ্গানদীর মোট দৈর্ঘ্য ২৫১০ কিমি এবং এর মধ্যে ২০১৭ কিমি ভারতে প্রবাহিত । কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে সংকীর্ণ গিরিখাতের

ভারতের নদনদী (Rivers of India)

ভারতের নদনদী : ভারতে অসংখ্য নদনদী বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে । উৎস, প্রবাহের অঞ্চল, এবং মোহানা অনুসারে ভারতের নদনদীকে প্রধানত দুটি শ্রেণিতে ভাগ করা যায় । যেমন— (১) উত্তর ভারতের নদী এবং (২) দক্ষিণ ভারতের নদী ।