বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারত (India)

Submitted by avimanyu pramanik on Thu, 06/10/2021 - 21:51

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারত (India)

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. ভারতের নবীনতম রাজ্যটি হল—                [মাধ্যমিক-২০১৭]

    (ক) উত্তরাখণ্ড     (খ) তেলেঙ্গানা     (গ) ছত্তিশগড়      (ঘ) গোয়া

২. নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়—       [মাধ্যমিক-২০১৮]

    (ক) মধ্যপ্রদেশ      (খ) অন্ধ্রপ্রদেশ      (গ) বিহার     (ঘ) উত্তরপ্রদেশ

৩. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল—                [মাধ্যমিক-২০১৮]

    (ক) ভাষা     (খ) ভূপ্রকৃতিগত সাদৃশ্য    (গ) খাদ্যের সাদৃশ্য    (ঘ) অর্থনৈতিক কাজের সাদৃশ্য

মাধ্যমিকের সম্ভাব্য বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান—

    (ক) প্রথম      (খ) দ্বিতীয়       (গ) তৃতীয়      (ঘ) চতুর্থ

২. ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হল—

    (ক) জম্মু ও কাশ্মীর      (খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ      (গ) দাদরা ও নগর হাভেলি      (ঘ) লাক্ষাদ্বীপ

৩. ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয়—

    (ক) ১৯৯৯ সালে      (খ) ২০০০ সালে      (গ) ২০০১ সালে      (ঘ) ২০১৪ সালে

৪. ম্যাকমোহন লাইনটি দেখা যায়—

    (ক) জম্মু ও কাশ্মীরে      (খ) রাজস্থানে      (গ) সিকিমে      (ঘ) অরুণাচল প্রদেশে

৫. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল —

    (ক) সিকিম      (খ) গোয়া      (গ) ত্রিপুরা      (ঘ) মিজোরাম

৬. ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে—

     (ক) ম্যাকমোহন লাইন     (খ) র‍্যাডক্লিফ লাইন      (গ) ডুরান্ড লাইন     (ঘ) কোনোটিই নয়

৭. আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম—

    (ক) রাজস্থান      (খ) মধ্যপ্রদেশ      (গ) বিহার      (ঘ) সিকিম

৮. ১৯৫৬ সালে ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল—

     (ক) ধর্ম      (খ) ভাষা      (গ) জাতি      (ঘ) সমাজ

৯. ভারতের দক্ষিণতম বিন্দু হল—

    (ক) কন্যাকুমারিকা      (খ) ক্যালিমিয়ার অন্তরীপ     (গ) ইন্দিরা পয়েন্ট     (ঘ) কুমারিকা অন্তরীপ

১০. এদের মধ্যে সার্কের অন্তর্ভুক্ত নয়—

      (ক) ভারত      (খ) নেপাল      (গ) ভুটান      (ঘ) চিন

১১. ছিটমহল বিনিময় কোন দুটি দেশের মধ্যে ঘটে ?

      (ক) বাংলাদেশ-মায়ানমার      (খ) ভারত-বাংলাদেশ      (গ) ভারত-নেপাল      (ঘ) ভারত-ভুটান 

১২. ডোকালাম নিয়ে বিবাদ দেখা যায়—

      (ক) ভারত ও পাকিস্তানের মধ্যে     (খ) ভারত ও বাংলাদেশ মধ্যে     (গ) ভারত ও চিনের মধ্যে     (ঘ) কলকাতা ও বেঙ্গালুরুর মধ্যে

১৩. সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যটি হল—

       (ক) পশ্চিমবঙ্গ      (খ) উত্তরপ্রদেশ      (গ) মধ্যপ্রদেশ     (ঘ) মহারাষ্ট্র

১৪. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল—

      (ক) নারকোন্ডাম      (খ) স্যাডল পিক     (গ) মাউন্ট হ্যারিয়ট     (ঘ) নামচাবারওয়া

১৫. বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা (১০ জুন, ২০২১ পর্যন্ত) —

      (ক) ২৬টি     (খ) ২৭টি     (গ) ২৮টি     (ঘ) ২৯টি

১৬. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল—

      (ক) দমন ও দিউ      (খ) চন্ডিগড়      (গ) পুদুচেরি      (ঘ) লাক্ষাদ্বীপ

১৭. স্বাধীন ভারতে প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্যটি হল —

      (ক) তামিলনাড়ু      (খ) অন্ধ্রপ্রদেশ     (গ) পাঞ্জাব      (ঘ) পশ্চিমবঙ্গ

১৮. ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় ?

      (ক) ১৯৪৭ সালে     (খ) ১৯৫৩ সালে     (গ) ১৯৫৬ সালে     (ঘ) ১৯৬০ সালে

১৯. স্বাধীনতার সময় ভারত ছিল একটি—

      (ক) ব্রিটিশ ডোমিনিয়ন       (খ) সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র     (গ) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র     (ঘ) ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র

২০. ভারত যে গোলার্ধের দেশ তা হল—

      (ক) উত্তর ও পশ্চিম গোলার্ধ     (খ) উত্তর ও পূর্ব গোলার্ধ     (গ) দক্ষিণ ও পূর্ব গোলার্ধ     (ঘ) দক্ষিণ ও দক্ষিণ গোলার্ধ

২১. ভারতের ক্ষেত্রফল প্রায়—

      (ক) ৩২৮৭২৬৩ বর্গকিমি.     (খ) ৩২৭৮২৬৩ বর্গকিমি.    (গ) ৩২৮৭২৩৬ বর্গকিমি.     (ঘ) ৩২৮৭২২৬ বর্গকিমি.

২২. নাগাল্যান্ডের রাজধানীর নাম—

      (ক) শিলং     (খ) আইজল      (গ) গ্যাংটক      (ঘ) কোহিমা

২৩. ভারতের নবীনতম রাজ্যের রাজধানী হল (২০২৪ সাল পর্যন্ত) —

      (ক) দেরাদুন      (খ) হায়দ্রাবাদ      (গ) জয়পুর      (ঘ) চন্ডিগড়

২৪. ভারতের উত্তরতম স্থান—

      (ক) ইন্দিরা পয়েন্ট     (খ) থাঙ্গু      (গ) কিবিথু      (ঘ) ইন্দিরা কল

২৫. ভারতের পূর্বতম স্থান—

      (ক) গুহার মোটার      (খ) কিবিথু     (গ) ইন্দিরা কল     (ঘ) রেজিমি

২৬. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান —

      (ক) প্রথম      (খ) তৃতীয়      (গ) পঞ্চম       (ঘ) সপ্তম

২৭. ভারতের প্রমাণ্য দ্রাঘিমারেখাটি হল—

      (ক) ০°      (খ) ৯০°      (গ) ৮২°৩০' পূঃ      (ঘ) ৮২°৩০' পঃ

২৮. ইন্দিরা পয়েন্ট -এর অপর নাম—

       (ক) ইন্দিরা কল     (খ) পিগম্যালিয়ন পয়েন্ট     (গ) কন্যাকুমারিকা অন্তরীপ     (ঘ) বসুধার ধবলাশীর্ষ

২৯. তিন বিঘা করিডোর আছে—

      (ক) পশ্চিমবঙ্গে     (খ) অসমে     (গ) বিহারে      (ঘ) ত্রিপুরায়

৩০. ভারতের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ হল —

      (ক) ৯°৪' উত্তর      (খ) ৩৭°৬' উত্তর      (গ) ৬৪°৫' উত্তর      (ঘ) ২০° উত্তর

৩১. ত্রিপুরাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়—

       (ক) ১৯৭০ সালে     (খ) ১৯৭১ সালে      (গ) ১৯৭২ সালে      (ঘ) ১৯৭৩ সালে

৩২. ভারতের পশ্চিমতম দ্রাঘিমা—

       (ক) ৬৮°০৭' পূর্ব      (খ) ৬৮°০৭' পশ্চিম      (গ) ৯৭°২৫' পূর্ব      (ঘ) ৯৭°২৫' পশ্চিম 

৩৩. চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয়—

       (ক) ১৯৪৭ সালে     (খ) ১৯৪৮ সালে      (গ) ১৯৪৯ সালে      (ঘ) ১৯৫৪ সালে

৩৪. উত্তর-দক্ষিণে ভারতের দৈর্ঘ্য হল—

       (ক) ৩২১৪ কিমি.    (খ) ২৯৩৩ কিমি.    (গ) ৪০২৩ কিমি.    (ঘ) ৪০৩০ কিমি.

৩৫. ভারতের নবগঠিত রাজ্যের রাজধানী হবে (২০২৪ সালের পর থেকে) —

       (ক) অমরাবতী     (খ) বিশাখাপত্তম     (গ) হায়দ্রাবাদ      (ঘ) বেঙ্গালুরু

৩৬. অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হল— 

       (ক) আমরাবতী      (খ) তেলেঙ্গানা      (গ) হায়দ্রাবাদ      (ঘ) বেঙ্গালুরু

৩৭. বর্তমানে কোন দুটি রাজ্যের রাজধানী হল হায়দ্রাবাদ ?

      (ক) অন্ধ্রপ্রদেশ-মধ্যপ্রদেশ      (খ) অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা     (গ) তেলেঙ্গানা-কর্ণাটক      (ঘ) অন্ধ্রপ্রদেশ-ওড়িশা 

৩৮. ভারতের বৃহত্তম জেলা হল—

       (ক) মেদনীপুর      (খ) ময়ূরভঞ্জ     (গ) কচ্ছ      (ঘ) দ্বারভাঙ্গা

৩৯. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি গঠিত হয়—

       (ক) ১৯৫৬ সালে      (খ) ১৯৫১ সালে      (গ) ১৯৫৪ সালে      (ঘ) ১৯৬০ সালে

৪০. ঝাড়খন্ডের রাজধানী হল—

      (ক) হায়দ্রাবাদ      (খ) রাচি     (গ) রায়পুর      (ঘ) দেরাদুন

৪১. ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকরী হয়—

      (ক) ১৯৪৭ সালে     (খ) ১৯৫০ সালে      (গ) ১৯৫৩ সালে      (ঘ) ১৯৫৬ সালে

৪২. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু —

      (ক) ইন্দিরা কল      (খ) ইন্দিরা পয়েন্ট     (গ) কিবিথু      (ঘ) কন্যাকুমারিকা

৪৩. ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত—

      (ক) ১০° চ্যানেল      (খ) পক প্রণালী      (গ) ৯° চ্যানেল      (ঘ) সমব্রেরো চ্যানেল

৪৪. ভারতের পূর্ব-পশ্চিম -এর বিস্তার হল—

      (ক) ২৯৩৩ কিমি.      (খ) ৪২১৪ কিমি.      (গ) ২৯৩২ কিমি.     (ঘ) ৩২১৪ কিমি.

******

Comments

Related Items

প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

প্রশ্ন : প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও ।

প্রশ্ন : দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও

উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও ।

প্রশ্ন : উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও

বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

প্রশ্ন : বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

(১) নিরক্ষরেখার উভয় পাশে ৫ - ১০ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্য প্রায় সারা বছর ধরে লম্বভাবে প্রখর কিরণ দেয় ।