বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বায়ুমণ্ডল (Atmosphere)

Submitted by avimanyu pramanik on Wed, 06/02/2021 - 10:00

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বায়ুমণ্ডল (Atmosphere)

মাধ্যমিকের নমুনা বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়—       [মাধ্যমিক - ২০১৭]

     (ক) থার্মোমিটার     (খ) ব্যারোমিটার      (গ) হাইগ্রোমিটার      (ঘ) অ্যানিমোমিটার

২. এল নিনোর প্রভাব দেখা যায়—        [মাধ্যমিক - ২০১৭]

    (ক) আটলান্টিক মহাসাগরে     (খ) প্রশান্ত মহাসাগরে     (গ) ভারত মহাসাগরে     (ঘ) সুমেরু মহাসাগরে

৩  হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল—        [মাধ্যমিক - ২০১৭]

    (ক) হাইড্রোজেন স্তর     (খ) হিলিয়াম স্তর     (গ) পারমাণবিক অক্সিজেন স্তর     (ঘ) আণবিক নাইট্রোজেন স্তর

৪. উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে—      [মাধ্যমিক - ২০১৮]

    (ক) আয়নোস্ফিয়ার     (খ) স্ট্র্যাটোস্ফিয়ার     (গ) মেসোস্ফিয়ার     (ঘ) এক্সোস্ফিয়ার

৫. মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়—       [মাধ্যমিক - ২০১৮]

    (ক) সাইক্লোন     (খ) টুইস্টার     (গ) টাইফুন     (ঘ) হ্যারিকেন

৬. বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে—         [মাধ্যমিক - ২০১৯]

     (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে     (খ) মৌসুমি জলবায়ু অঞ্চলে    (গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে    (ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে

৭. ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে—     [মাধ্যমিক - ২০১৯]

     (ক) চিনুক      (খ) সিরোক্কো     (গ) মিস্ট্রাল     (ঘ) বোরা

 

মাধ্যমিকের সম্ভাব্য বিকল্পীয় প্রশ্নোত্তর :-

১. বায়ুমন্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে—

    (ক) নাইট্রোজেন      (খ) অক্সিজেন      (গ) কার্বন ডাই-অক্সাইড     (ঘ) ওজোন

২. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোস্ফিয়ার বলা হয় ?

    (ক) ৬০ কিলোমিটার      (খ) ৯০ কিলোমিটার      (গ) ১১০ কিলোমিটার     (ঘ) ১২০ কিলোমিটার

৩. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ—

     (ক) ০.০৩ শতাংশ      (খ) ০.০১ শতাংশ      (গ) ০.০২ শতাংশ      (ঘ) ০.৩৩ শতাংশ

৪. হেটোরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল—

    (ক) হাইড্রোজেন স্তর     (খ) হিলিয়াম স্তর      (গ) পারমাণবিক অক্সিজেন স্তর      (ঘ) আণবিক নাইট্রোজেন স্তর

৫. হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হল—

    (ক) হিলিয়াম স্তর       (খ) হাইড্রোজেন স্তর      (গ) আণবিক নাইট্রোজেন স্তর      (ঘ) পারমাণবিক অক্সিজেন স্তর

৬. বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণে দ্বিতীয়—

     (ক) কার্বন ডাই-অক্সাইড      (খ) অক্সিজেন      (গ) হিলিয়াম      (ঘ) হাইড্রোজেন

৭. অধঃক্ষেপণের অন্তর্গত নয়—

    (ক) বৃষ্টিপাত     (খ) তুষারপাত     (গ) কুয়াশা     (ঘ) শিলাবৃষ্টি

৮. শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে ?

     (ক) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে   (খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে    (গ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে    (ঘ) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে 

৯. চরম আর্দ্রতা পরিমাপের একক হল—

    (ক) গ্রাম প্রতি ঘনমিটার     (খ) ডবসন      (গ) মিলিবার      (ঘ) সেলসিয়াস

১০. মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে বলে—

      (ক) সমোষ্ণ রেখা      (খ) সমপ্রেষ রেখা      (গ) সমবর্ষণ রেখা      (গ) কোনোটিই নয়

১১. বায়ুর চরম আর্দ্রতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা—

      (ক) বাড়ে      (খ) কমে      (গ) একই থাকে     (ঘ) একেবারেই কমে যায়

১২. ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমন্ডলের বিস্তার প্রায় —

      (ক) 100 কিমি.     (খ) ১০০০ কিমি.     (গ) ৫০০০ কিমি.     (ঘ) ১০,০০০ কিমি.

১৩. আবহাওয়ার বিভিন্ন দৃশ্যাবলী সৃষ্টিতে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদানটি হল —

      (ক) অক্সিজেন      (খ) কার্বন ডাই-অক্সাইড      (গ) নাইট্রোজেন      (ঘ) জলীয়বাষ্প

১৪. বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায় ?

     (ক) ওজোন গ্যাস    (খ) অক্সিজেন গ্যাস      (গ) নাইট্রোজেন গ্যাস     (ঘ) ধূলিকণা

১৫. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা —

      (ক) ৭৮.০৮ ভাগ     (খ) ২০.৯ ভাগ      (গ) ০.২ ভাগ      (ঘ) ০.০৩ ভাগ

১৬. বায়ুমণ্ডলে অক্সিজেনের (O2) -র পরিমাণ হল —

      (ক) ২০.৯৪%      (খ) ২০.২৭%      (গ) ২০.৬০%      (ঘ) ২২.৫%

১৭. বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ হল —

      (ক) ০.০৩৩%      (খ) ৩.৩%       (গ) ০.৩%      (ঘ) ১.০৩%

১৮. বায়ুতে হিলিয়াম গ্যাসের পরিমাণ —

      (ক) ০.০০০২%      (খ) ০.০০০৩%       (গ) ০.০০০৪%       (ঘ) ০.০০০৫%

১৯. বায়ুমণ্ডলের সর্বশেষ উর্ধতম স্তর হল—

      (ক) আয়নোস্ফিয়ার      (খ) এক্সোস্ফিয়ার      (গ) থার্মোস্ফিয়ার     (ঘ) ম্যাগনেটোস্ফিয়ার

২০. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক ?

      (ক) ম্যাগনেটোস্ফিয়ার      (খ) ট্রপোস্ফিয়ার      (গ) স্ট্রাটোস্ফিয়ার      (ঘ) মেসোস্ফিয়ার

২১. বৈপরীত্য উত্তাপ বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায় ?

     (ক) আয়নোস্ফিয়ার     (খ) ট্রপোস্ফিয়ার      (গ) স্ট্রাটোস্ফিয়ার      (ঘ) মেসোস্ফিয়ার

২২. ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায় ?

      (ক) অস্ট্রেলিয়ায়     (খ) আফ্রিকায়     (গ) আলজিরিয়ায়      (ঘ) আন্টার্কটিকায়

২৩. বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন হয় ?

      (ক) ট্রপোস্ফিয়ার      (খ) স্ট্রাটোস্ফিয়ার     (গ) এক্সোস্ফিয়ার     (ঘ) আয়নোস্ফিয়ার

২৪. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?

     (ক) স্ট্রাটোস্ফিয়ার      (খ) মেসোস্ফিয়ার     (গ) থার্মোস্ফিয়ার     (ঘ) ট্রপোস্ফিয়ার

২৫. কোন স্তরে স্থায়ী চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়েছে ?

      (ক) ট্রপোস্ফিয়ার      (খ) এক্সোস্ফিয়ার      (গ) ম্যাগনেটোস্ফিয়ার     (ঘ) স্ট্রাটোস্ফিয়ার

২৬. কোন স্থরে তাপমাত্রা স্থির থাকে ?

      (ক) ট্রপোস্ফিয়ারে      (খ) স্ট্রাটোস্ফিয়ারে      (গ)  মেসোস্ফিয়ারে      (ঘ) ট্রপোপজে

২৭. রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমন্ডলে উর্ধতম স্তর কোনটি ?

     (ক) নাইট্রোজেন স্তর      (খ) অক্সিজেন স্তর      (গ) হিলিয়াম স্তর      (ঘ) হাইড্রোজেন স্তর

২৮. মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে পুড়ে ছাই হয় ?

      (ক) মেসোস্ফিয়ার       (খ) স্ট্রাটোস্ফিয়ার      (গ) এক্সোস্ফিয়ার      (ঘ) আয়নোস্ফিয়ার

২৯. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা বা মেরুজ্যোতি সৃষ্টি হয় ?

      (ক) আয়নোস্ফিয়ার      (খ) ট্রপোস্ফিয়ার      (গ) স্ট্রাটোস্ফিয়ার     (ঘ) মেসোস্ফিয়ার

৩০. স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে ?

       (ক) স্ট্রাটোস্ফিয়ারে      (খ) ট্রপোস্ফিয়ারে      (গ) মেসোস্ফিয়ারে      (ঘ) আয়নোস্ফিয়ারে

৩১. ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্যাটোস্ফিয়ারে ওজোন -এর ঘনত্ব থাকে—

       (ক) 220 DU -এর কম      (খ) 220 DU      (গ) 200 DU -এর কম      (ঘ) 200 DU

৩২. প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে সবসময় —

      (ক) সমচাপ থাকে     (খ) নিম্নচাপ থাকে      (গ) উচ্চচাপ থাকে      (ঘ) চাপহীন অবস্থা থাকে

৩৩. চিনুক হল—

       (ক) উষ্ণ বায়ু     (খ) শীতল বায়ু     (গ) আকস্মিক বায়ু      (ঘ) সাময়িক বায়ু

৩৪. একটি শীতল স্থানীয় বায়ু হল—

       (ক) লু      (খ) খামসিন       (গ) পাম্পেরো      (ঘ) সিরোক্ক

৩৫. ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণবাতকে বলে—

       (ক) টাইফুন       (খ) টর্নেডো       (গ) হ্যারিকেন       (ঘ) সাইক্লোন

৩৬. রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হল—

       (ক) চিনুক      (খ) বোরা      (গ) ব্লিজার্ড      (ঘ) মিস্ট্রাল

৩৭. সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে —

       (ক) ওজোন স্তর      (খ) আয়ন স্তর      (গ) ম্যাগনেটোস্ফিয়ার       (ঘ) মেসোস্ফিয়ার

৩৮. কোন অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব তুলনায় বেশি হয় ?

       (ক) নিরক্ষীয় অঞ্চলে     (খ) ক্রান্তীয় অঞ্চলে      (গ) নাতিশীতোষ্ণ অঞ্চলে      (ঘ) মেরু অঞ্চলে

৩৯. বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন—

       (ক) স্কোনবিন     (খ) এইচ বুশন      (গ) সি ফেব্রি     (ঘ) ভি জার্কনেস

৪০. আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হল—

      (ক) ৫ জুন      (খ) ১১ জুলাই      (গ) ২৩ আগস্ট      (ঘ) ১৬ সেপ্টেম্বর

৪১. হেমোস্ফিয়ার বায়ূস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত ?

     (ক) ৭৮ কিমি.    (খ) ৮০ কিমি.      (গ) ৮৮ কিমি.    (ঘ) ৯০ কিমি.

৪২. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়—

      (ক) ৩২%       (খ) ৩৩%       (গ) ৩৪%       (ঘ) ৩৮%

৪৩. মোট সৌর বিকিরণের যতটা অংশ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে —

     (ক) ৬০%      (খ) ৬৬%       (গ) ৫৬%       (ঘ) ৭৬%

৪৪. এল নিনো দেখা যায়—

      (ক) আফ্রিকার পশ্চিম উপকূলে

     (খ) অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে

     (গ) দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে

     (ঘ) মাদাগাস্কার উপকূলে

৪৫. ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ—

       (ক) বাড়ে     (খ) কমে      (গ) একই থাকে     (ঘ) কোনোটিই নয়

৪৬. কোরিওলিস বল সবথেকে বেশি অনুভূত হয়—

      (ক) নিরক্ষরেখায়     (খ) মধ্য অক্ষাংশে      (গ) ক্রান্তীয় রেখায়     (ঘ) মেরুতে

৪৭. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে ?

      (ক) আয়নোস্ফিয়ার      (খ) এক্সোস্ফিয়ার     (গ) ম্যাগনেটোস্ফিয়ার     (ঘ) স্ট্রাটোস্ফিয়ার

৪৮. ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হল —

      (ক) CFC      (খ) CO2       (গ) N2      (ঘ) S2

৪৯. নৈশদ্যুতি মেঘ কোন স্তরে পরিলক্ষিত হয় ?

      (ক) ট্রপোস্ফিয়ার     (খ) স্ট্রাটোস্ফিয়ার     (গ) মেসোস্ফিয়ার     (ঘ) আয়নোস্ফিয়ার

৫০. মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় ?

      (ক) থার্মোস্ফিয়ার      (খ) মেসোস্ফিয়ার      (গ) স্ট্রাটোস্ফিয়ার      (ঘ) ট্রপোস্ফিয়ার

৫১. গর্জনশীল চল্লিশা হল—

       (ক) ৪০° উত্তর অক্ষাংশ      (খ) ৪০° দক্ষিণ অক্ষাংশ      (গ) ৪০° পূর্ব দ্রাঘিমা      (ঘ) ৪০° পশ্চিম দ্রাঘিমা

৫২. এল নিনোর বছরগুলিতে ভারতে হয় —

      (ক) বন্যা      (খ) খরা      (গ) ভূমিকম্প      (ঘ) অগ্ন্যুদগম

৫৩. কোন জলবায়ূ অঞ্চলে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসর দেখা যায় ?

      (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে     (খ) মৌসুমী জলবায়ু অঞ্চলে     (গ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে      (ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

৫৪. নিরক্ষরেখা থেকে উত্তরে দক্ষিণে প্রতি ১° অক্ষাংশের তফাতে উত্তাপ কমতে থাকে—

      (ক) ০.২৮°C  হারে      (খ) ০.৩২°C হারে     (গ) ০.২৪°C হারে     (ঘ) ০.১৪°C হারে   

৫৫. এল নিনো দেখা যায়—

      (ক) ডিসেম্বর মাসে     (খ) মার্চ মাসে      (গ) জুলাই মাসে     (ঘ) সেপ্টেম্বর মাসে

৫৬. যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চালিত হয়, তাকে বলে—

      (ক) উত্তাপে সমতা     (খ) বিকিরণ      (গ) অ্যাডভেকশন       (ঘ) পরিচলন

৫৭. কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থে সঞ্চালনের পদ্ধতিকে বলে—

      (ক) পরিবহণ       (খ) পরিচলন      (গ) বিকিরণ      (ঘ) অ্যাডভেকশন

৫৮. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে—

       (ক) ট্রপোপজ      (খ) স্ট্র্যাটোপেজ      (গ) মেসোপজ      (ঘ) আয়নোপজ

৫৯. মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা—

      (ক) বাড়ে      (খ) কমে      (গ) একই থাকে      (ঘ) এগুলির কোনোটিই নয়

৬০. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে—

       (ক) ওজোন      (খ) আর্গন      (গ) জেনন      (ঘ) ক্রিপ্টন

৬১. একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হল—

       (ক) অক্সিজেন      (খ) নাইট্রোজেন      (গ) কার্বন ডাইঅক্সাইড      (ঘ) হাইড্রোজেন

৬২. বায়ুমণ্ডলের কোন স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে ?

      (ক) ট্রপোস্ফিয়ার      (খ) স্ট্রাটোস্ফিয়ার       (গ) এক্সোস্ফিয়ার      (ঘ) আয়নোস্ফিয়ার

৬৩. সমুদ্রতল জলতল বৃদ্ধির কারণ হল—

       (ক) বন্যা      (খ) বিশ্ব উষ্ণায়ন      (গ) ধস      (ঘ) দূষণ

৬৪. যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে—

      (ক) বিকিরণ      (খ) তাপশোষণ       (গ) পরিচলন      (ঘ) অ্যাডভেকশন

৬৫. ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ গ্রহণ করে—

      (ক) সকালে      (খ) দুপুরে       (গ) বিকেলে      (ঘ) সন্ধ্যায়

৬৬. সমোষ্ণ রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার—

       (ক) সমান্তরালে      (খ) লম্বভাবে       (গ) তির্যকভাবে      (ঘ) স্পর্শকরূপে

৬৭. একটি জৈব গ্রিনহাউস গ্যাস হল —

       (ক) CO2      (খ) CH4       (গ) CFC      (ঘ) O3

৬৮. দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয়—

       (ক) সন্ধ্যাবেলা      (খ) মধ্যরাতে      (গ) ভোরবেলায়       (ঘ) সকালবেলায়

৬৯. পাশাপাশি অণুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে বলে—

       (ক) বিকিরণ      (খ) অ্যাডভেকশন      (গ) পরিচলন      (ঘ) পরিবহণ

৭০. কোন যন্ত্রে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় ?

      (ক) ব্যারোমিটার      (খ) হাইগ্রোমিটার     (গ) সিক্সের থার্মোমিটার      (ঘ) অ্যানিমোমিটার

৭১. এল নিনো ও লা নিনা পরস্পর —— অবস্থা ।

      (ক) বিপরীত      (খ) একই      (গ) সমকোনীয়      (ঘ) সমান্তরাল

৭২. যে জলবায়ু অঞ্চলে ঋতুর কোনো পরিবর্তন দেখা যায় না—

     (ক) নিরক্ষীয় অঞ্চলে      (খ) ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে      (গ) চৈনিক জলবায়ুতে     (ঘ) ক্রান্তীয় উষ্ণ মরুভূমি অঞ্চলে

৭৩. বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয় —

      (ক) সমভূমিতে     (খ) মালভূমিতে      (গ) পার্বত্য উপত্যকায়      (ঘ) পর্বতের চূড়ায়

৭৪. এল ভিয়োজার অপর নাম —

      (ক) এল নিনো      (খ) দক্ষিণী দোলন      (গ) লা নিনা      (ঘ) জায়র

৭৫. প্রদত্ত কোন দেশে লা নিনার প্রভাবে প্রবল বর্ষা সংঘটিত হয়—

      (ক) পেরু      (খ) ভারত      (গ) চিলি       (ঘ) কঙ্গো প্রজাতন্ত্র

৭৬. অতিবেগুনি রশ্মি শোষিত হয়—

      (ক) ট্রপোস্ফিয়ারে       (খ) স্ট্রাটোস্ফিয়ারে       (গ) আয়োনোস্ফিয়ারে      (ঘ) মেসোস্ফিয়ারে

৭৭. ওজোন গহ্বর তৈরি হয়েছে —

      (ক) নিরক্ষীয় অঞ্চলে     (খ) উপক্রান্তীয় অঞ্চলে     (গ) কুমেরু অঞ্চলে      (ঘ) ক্রান্তীয় অঞ্চলে

৭৮. বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল—

       (ক) ওজোন      (খ) লবণকণা       (গ) শিশির      (ঘ) মেঘ

৭৯. 'প্রাকৃতিক সৌরপর্দা' বলা হয়—

      (ক) ট্রপোস্ফিয়ারকে     (খ) স্ট্রাটোস্ফিয়ারকে       (গ) ওজোনোস্ফিয়ারকে      (ঘ) মেসোস্ফিয়ারকে

৮০. পৃথিবীর গড় তাপমাত্রা হল—

       (ক) ১০° সেন্টিগ্রেড     (খ) ১৫° সেন্টিগ্রেড      (গ) ২০° সেন্টিগ্রেড      (ঘ) ৫° সেন্টিগ্রেড

৮১. ভারতের উত্তর-পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়, এটি কোন পদ্ধতির উদাহরণ ?

       (ক) পরিবহণ      (খ) অ্যাডভেকশন      (গ) পরিচলন      (ঘ) বিকিরণ

৮২. উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা হল—

       (ক) ২৭°C      (খ) ৩৫°C - ৪০°C     (গ) ১০°C - ২০°C     (ঘ) ০°C - ১০°C

৮৩. ভারতবর্ষ গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে—

        (ক) ৬%       (খ) ৮%      (গ) ১০.৩%      (ঘ) ৫.৯%

৮৪. গ্রিনহাউস এফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন—

       (ক) জে ফুরিয়ার      (খ) ফারমেন       (গ) হ্যাডলি      (ঘ) ডেভিস

৮৫. গ্রিনল্যান্ডের অ্যালবেডোর পরিমাণ—

       (ক) ৩৫%       (খ) ৫০%       (গ) ৬০%       (ঘ) ৭৫%

৮৬. যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয়, তা হল—

       (ক) ৩০%     (খ) ৩২%      (গ) ৬৪%      (ঘ) ৩৪%

৮৭. পৃথিবী আগত সূর্যরশ্মির প্রত্যক্ষভাবে শোষণ করে—

       (ক) ১৯ ভাগ      (খ) ৪৭ ভাগ      (গ) ২৩ ভাগ       (ঘ) ৫ ভাগ

৮৮. ভূপৃষ্ঠের সমান উষ্ণতাবিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা, তাকে বলে—

        (ক) সমোন্নতি রেখা      (খ) সমোষ্ণ রেখা      (গ) সমপ্রেষ রেখা      (ঘ) সমআর্দ্র রেখা

৮৯. ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ শোষণ করে—

       (ক) সকালে      (খ) দুপুরে       (গ) বিকেলে       (ঘ) সন্ধ্যায়

৯০. প্রতি ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের হার—

      (ক) ৪.৬° সেন্টিগ্রেড     (খ) ১০° সেন্টিগ্রেড      (গ) ৬.৪° সেন্টিগ্রেড      (ঘ) ৩.৯° সেন্টিগ্রেড

৯১. সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হল প্রায় —

      (ক) ১০১৩.২৫ মিলিবার      (খ) ১০০৩ মিলিবার       (গ) ১০৩০ মিলিবার      (ঘ) ১০২৩ মিলিবার ।

৯২. ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল—

      (ক) হ্যারিকেন      (খ) টর্নেডো       (গ) টাইফুন      (ঘ) সাইক্লোন

৯৩. চিনসাগরে বিধ্বংসী ঝড়কে কি বলে ?

       (ক) হ্যারিকেন      (খ) সাইক্লোন      (গ) টাইফুন      (ঘ) উইলি উইলি 

৯৪. 'ITCZ' দেখা যায় —

       (ক) উষ্ণমণ্ডলে       (খ) নাতিশীতোষ্ণ মণ্ডলে      (গ) বারিমণ্ডলে     (ঘ) হিমমণ্ডলে ।

৯৫. আল্পস পার্বত্য অঞ্চলে ও রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম হল—

      (ক) চিনুক      (খ) সিরোক্কো      (গ) ফন       (ঘ) লু

৯৬. স্থলবায়ু প্রবাহিত হয়—

       (ক) দিনে       (খ) রাতে        (গ) সন্ধ্যায়       (ঘ) দুপুরে

৯৭. সূর্য থেকে পৃথিবীর দিকে আসা দেশের যে অংশে পুনরায় মহাশূন্যে ফিরে যায়, তাকে বলে—

      (ক) অ্যালবেডো      (খ) ইনসোলেশন      (গ) বিকিরণ      (ঘ) পরিচলন

৯৮. বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে সেটি হল—

       (ক) পরিচলন       (খ) পরিবহণ       (গ) বিকিরণ      (ঘ) অ্যাডভেকশন

৯৯. হিমালয় পর্বতের কোন ঢালে গড় উষ্ণতা বেশি ?

      (ক) উত্তর ঢালে      (খ) দক্ষিণ ঢালে      (গ) পূর্ব ঢালে      (ঘ) পশ্চিম ঢালে

১০০. বৈপরীত্য উত্তাপের নেমে আসা বায়ু হল—

        (ক) ক্যাটাবেটিক বায়ু      (খ) অ্যানাবেটিক বায়ু     (গ) আয়ন বায়ু      (ঘ) মেরু বায়ু

১০১. কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর—

        (ক) চাপের পরিবর্তন হয়     (খ) গতিবেগের পরিবর্তন হয়     (গ) দিগবিক্ষেপ হয়      (ঘ) উষ্ণতার পরিবর্তন হয়

১০২. ঘূর্ণবাতের কেন্দ্রে সবসময়—

        (ক) সমচাপ থাকে     (খ) নিম্নচাপ থাকে      (গ) উচ্চচাপ থাকে      (ঘ) চাপহীন অবস্থা থাকে

১০৩. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি কোনটি ?

         (ক) মিথেন      (খ) CFC       (গ) CO2      (ঘ) CO

১০৪. পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটি হল—

       (ক) কার্বন ডাই অক্সাইড      (খ) মিথেন      (গ) ওজোন     (ঘ) ক্লোরোফ্লুরোকার্বন

১০৫. রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল—

        (ক) চিনুক       (খ) বোরা      (গ) ব্লিজার্ড      (ঘ) মিস্ট্রাল 

১০৬. পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে—

         (ক) কেন্দ্রাতিগ শক্তি     (খ) কোরিওলিস শক্তি      (গ) কেন্দ্রভিমুখী শক্তি       (ঘ) মাধ্যাকর্ষণ শক্তি

১০৭. উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহকে সিরোক্কো বলে—

        (ক) ভারতে     (খ) ফ্রান্সে       (গ) মিশরে      (ঘ) স্পেনে

১০৮. প্রধান বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ বলয়গুলির স্থান পরিবর্তন হয় পৃথিবীর—

         (ক) আবর্তন এর জন্য     (খ) কোরিওলিস বলের জন্য      (গ) পৃথিবীর উপর সূর্যের আপাত গতি জন্য     (ঘ) সবকটির জন্য বায়ু

১০৯. কোন যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় ?

        (ক) অ্যানিমোমিটার      (খ) বাতপতাকা      (গ) ব্যারোমিটার      (ঘ) অ্যাটমিটার

১১০. আয়নবায়ু এক প্রকার—

        (ক) স্থানীয় বায়ু     (খ) সাময়িক বায়ু     (গ) আকস্মিক বায়ু    (ঘ) নিয়ত বায়ু

১১১. ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে ?

       (ক) তিনটি      (খ) চারটি      (গ) পাঁচটি      (ঘ) সাতটি

১১২. বিমানে যে বায়ুর চাপ মাপক যন্ত্র ব্যবহৃত হয়, তাকে বলে—

       (ক) অ্যানিরয়েড ব্যারোমিটার     (খ) ফর্টিন্স -এর ব্যারোমিটার      (গ) ব্যারোগ্রাফ     (ঘ) সাধারণ ব্যারোমিটার

১১৩. ডোলড্রাম সৃষ্টি হয়—

        (ক) নিরক্ষীয় মণ্ডলে      (খ) কর্কটীয় মণ্ডলে      (গ) সুমেরুবৃত্তীয় মণ্ডলে     (ঘ) মকরীয় মণ্ডলে

১১৪. বায়ুচাপের একক হল—

        (ক) মিলিবার      (খ) মিলিমিটার      (গ) মিলিগ্রাম      (ঘ) মিটার

১১৫. ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে প্রতি ৩০০ মিটার উচ্চতায় বায়ুর চাপ কমে—

        (ক) ৩৪ মিলিবার      (খ) ৪৪ মিলিবার      (গ) ৫৪ মিলিবার      (ঘ) ৬৪ মিলিবার

১১৬. ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় যে বায়ুর প্রভাবে—

        (ক) আয়ন বায়ু      (খ) পশ্চিমা বায়ু      (গ) মেরু বায়ু      (ঘ) স্থানীয় বায়ু

১১৭. ক্রান্তীয় ঘূর্ণবাত অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব কি নামে পরিচিত ?

       (ক) হ্যারিকেন      (খ) টর্নেডো      (গ) ব্যাগুই      (ঘ) উইলি-উইলি

১১৮. ঘূর্ণবাতের ফলে প্রবল বর্ষণ লক্ষ্য করা যায়—

        (ক) নিরক্ষীয় অঞ্চলে      (খ) ক্রান্তীয় অঞ্চলে      (গ) নাতিশীতোষ্ণ অঞ্চলে      (ঘ) তুন্দ্রা অঞ্চলে

১১৯. ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম অংশে কোন ধরনের জলবায়ু দেখা যায় ?

       (ক) স্টেপ জলবায়ু     (খ) তুন্দ্রা জলবায়ু     (গ) উষ্ণ মরু জলবায়ু     (ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু

১২০. আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়—

       (ক) গ্রামে     (খ) শতকরায়      (গ) মিলিগ্রামে     (ঘ) ঘনসেমিতে

১২১. পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘটিত হয়—

       (ক) শৈলোৎক্ষেপ বৃষ্টি     (খ) পরিচলন বৃষ্টি     (গ) ক্রান্তীয় ঘুর্ণ বৃষ্টি     (ঘ) নাতিশীতোষ্ণ বৃষ্টিপাত

১২২. উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রে ১২ মাসের মধ্যে জুন, জুলাই, আগস্ট মাসে উষ্ণতা কম, রেখাচিত্র অবতল ও বৃষ্টিপাতের স্তম্ভের উচ্চতা বেশি হলে হবে—

      (ক) ভূমধ্যসাগরীয় জলবায়ু দক্ষিণ গোলার্ধ

      (খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু উত্তর গোলার্ধ

      (গ) মৌসুমি জলবায়ু উত্তর গোলার্ধ

      (ঘ) মৌসুমি জলবায়ু দক্ষিণ গোলার্ধ

১২৩. বৃষ্টিচ্ছায় অঞ্চলটি হল —

       (ক) হিমালয়ের দক্ষিণ ঢাল    (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল     (গ) রকি পর্বতের পশ্চিম ঢাল    (ঘ) আন্দিজ পর্বতের পূর্ব ঢাল

১২৪. অধিক উচ্চতার মেঘ কোনটি ?

        (ক) সিরাস     (খ) আল্টোস্ট্র্যাটাস     (গ) নিম্বাস    (ঘ) নিম্বোস্ট্র্যাটাস

১২৫. পর্বতারোহীদের বায়ুর চাপ মাপক যন্ত্রটির নাম—

        (ক) অ্যানিরয়েড ব্যারোমিটার      (খ) কিয়ু প্যাটার্ন ব্যারোমিটার     (গ) ফর্টিনস ব্যারোমিটার     (ঘ) টরিসেলি ব্যারোমিটার

১২৬. বায়ুপ্রবাহের প্রধান কারণ হল—

        (ক) পৃথিবীর আবর্তন গতি     (খ) বায়ুচাপের তারতম্য     (গ) উষ্ণতার তারতম্য      (ঘ) পৃথিবীর পরিক্রমণ

১২৭. চিনুক হল—

       (ক) উষ্ণ বায়ু      (খ) শীতল বায়ু      (গ) আকস্মিক বায়ু      (ঘ) সাময়িক বায়ু

১২৮. পৃথিবীর বৃহৎ মরুভূমিগুলি গড়ে উঠেছে যে বায়ুর গতিপথে তা হল—

        (ক) পশ্চিমা বায়ু      (খ) মৌসুমি বায়ু      (গ) মেরু বায়ু      (ঘ) আয়ন বায়ু

১২৯. 'তীক্ষ্ণ চিৎকারকারী ষাট' বলা হয়—

        (ক) ০° দক্ষিণ অক্ষরেখাকে      (খ) ৬০° উত্তর অক্ষরেখাকে     (গ) ৬০° দক্ষিণ অক্ষরেখাকে     (ঘ) ৪০° দক্ষিণ অক্ষরেখাকে

১৩০. সাধারণভাবে জেটবায়ু প্রবাহিত হয়—

        (ক) পশ্চিম থেকে পূর্বে      (খ) উত্তর থেকে দক্ষিণে       (গ) দক্ষিণ থেকে উত্তরে      (ঘ) পূর্ব থেকে পশ্চিমে

১৩১. সুইজারল্যাণ্ডকে জলবায়ুগত মরুদ্যানে পরিণত করেছে যে স্থানীয় বায়ু তা হল—

         (ক) ফন     (খ) চিনুক      (গ) মিস্ট্রাল     (ঘ) সিরোক্কো

১৩২. 'স্থলবায়' এক প্রকার—

        (ক) স্থানীয় বায়ু      (খ) নিহত বায়ূ      (গ) সাময়িক বায়ু      (ঘ) আকস্মিক বায়ু

১৩৩. বাষ্পীভবন মাপার যন্ত্র হল—

         (ক) হাইগ্রোমিটার      (খ) অ্যানিমোমিটার      (গ) ইভাপোরানিটর      (ঘ) অল্টিমিটার

১৩৪. পৃথিবীর সর্বাধিক উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলটি হল—

         (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল     (খ) মৌসুমি জলবায়ু অঞ্চল      (গ) মরু জলবায়ু অঞ্চল     (ঘ)  তুন্দ্রা জলবায়ু অঞ্চল

১৩৫. মেঘালয় রাজ্যের শিলং একটি —

        (ক) অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল     (খ) একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল      (গ) মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল      (ঘ) ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিযুক্ত অঞ্চল

১৩৬. উষ্ণতা বাড়লে বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা—

        (ক) বাড়ে      (খ) কমে      (গ) একই থাকে      (ঘ) দ্বিগুণ হয়

১৩৭. নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সংঘটিত হয় না, তার কারণ হল—

        (ক) কোরিওলিস বল দুর্বল     (খ) হালকা বায়ুপ্রবাহ     (গ) অধিক আর্দ্রতা     (ঘ) পরিচলন প্রক্রিয়া

১৩৮. বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে—

         (ক) অল্টিমিটার      (খ) অ্যানিরয়েড ব্যারোমিটার     (গ) হাইগ্রোমিটার      (ঘ) ব্যারোগ্রাফ

১৩৯. ফন একটি—

         (ক) সাময়িক বায়ু     (খ) আকস্মিক বায়ু      (গ) নিয়ত বায়ু      (ঘ) স্থানীয় বায়ু

১৪০. ব্যারোমিটারে পারদের সূচক হঠাৎ নেমে গেলে আশঙ্কা থাকে—

        (ক) ঘূর্ণবাতের      (খ) প্রতীব ঘুর্ণবাতের      (গ) খরার      (ঘ) বন্যার

১৪১. পৃথিবীর সমচাপমানের স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয়ে থাকে তাকে বলে—

        (ক) সমাপ্রেষ রেখা      (খ) সমবেগ রেখা     (গ) সমোন্নতি রেখা      (ঘ) সমবর্ষণ রেখা

১৪২. কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ ?

        (ক) ফন      (খ) সিরোক্কো       (গ) চিনুক      (ঘ) বোরা

১৪৩. বিউফোর্ট স্কেলে হ্যারিকেন -এর মান হল —

        (ক) ১       (খ) ৮       (গ) ১২       (ঘ) ১০

১৪৪. সারাবছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুর বৈশিষ্ট্য ?

       (ক) আর্দ্র নিরক্ষীয় জলবায়ু      (খ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু      (গ) মেরু জলবায়ু      (ঘ) স্তেপ জলবায়ু 

১৪৫. আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয়—

       (ক) ভোর বেলায়      (খ) সকাল বেলায়      (গ) সন্ধ্যা বেলায়      (ঘ) বিকেল বেলায়

১৪৬. বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে—

        (ক) ৯%       (খ) ৫০%       (গ) ১০০%      (ঘ) ২০০%

১৪৭. সারাবছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুর বৈশিষ্ট্য ?

       (ক) আর্দ্র নিরক্ষীয় জলবায়ু      (খ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু      (গ) মেরু জলবায়ু      (ঘ) স্তেপ জলবায়ু 

১৪৮. আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয়—

        (ক) ভোর বেলায়      (খ) সকাল বেলায়      (গ) সন্ধ্যা বেলায়      (ঘ) বিকেল বেলায়

১৪৯. বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে—

        (ক) ৯%       (খ) ৫০%       (গ) ১০০%      (ঘ) ২০০%

১৫০. যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলে—

        (ক) বোরা      (খ) মিস্ট্রাল      (গ) সিরোক্কো      (ঘ) হারমাট্টা

১৫১. সারাবছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া থাকে—

       (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে     (খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে     (গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে     (ঘ) মৌসুমী জলবায়ু অঞ্চলে

১৫২. জলবায়ুর শ্রেণিবিভাগ করেন যে বিজ্ঞানী —

        (ক) পিঁচো      (খ) কোপেন      (গ) চেম্বারলিন      (ঘ) চ্যাপম্যান 

১৫৩. উত্তর-পশ্চিম ভারতে শীতকালীন ঝড় বৃষ্টির কারণ হল—

        (ক) উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু      (খ) দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু     (গ) পশ্চিমা বায়ু     (ঘ) সাইবেরিয়ার বায়ু

১৫৪. একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর উদাহরণ হল—

         (ক) পাম্পেরো      (খ) চিনুক      (গ) বোরা       (ঘ) মিস্ট্রাল
********

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?