Submitted by avimanyu pramanik on Sun, 08/28/2022 - 22:08

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী এবং এর দৈর্ঘ্য ১৪৬৫ কিমি । প্রাণহিতা, ইন্দ্রাবতী, ওয়ার্ধা প্রভৃতি গোদাবরীর বামতীরের এবং মঞ্জিরা, প্রভারা প্রভৃতি ডানতীরের প্রধান উপনদী । গৌতমী, বশিষ্ট, বৈনতেও প্রভৃতি হল গোদাবরী নদীর শাখানদী । গোদাবরী নদীর তীরে নাসিক, নানদেদ, ভদ্রাচলম, রাজামুন্দ্রি, আদিলাবাদ, করিমনগর, নরসাপুরম প্রভৃতি শহর অবস্থিত ।

*****

Comments

Related Items

জৈবিক আবহবিকার কাকে বলে ? কীভাবে জৈবিক আবহবিকার সংঘটিত হয় ?

প্রশ্ন:- জৈবিক আবহবিকার কাকে বলে ? কীভাবে জৈবিক আবহবিকার সংঘটিত হয় ?

কীরূপ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে কারণসহ উল্লেখ কর ।

প্রশ্ন:- কীরূপ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে কারণসহ উল্লেখ কর

উত্তর:-  বৃষ্টি বহুল উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক রাসায়নিক আবহবিকার বেশি ঘটে, কারণ:-

আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী কী ?

প্রশ্ন:- আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী কী ?

আবহবিকার

ক্ষয়ীভবন

যান্ত্রিক আবহবিকার কোন ধরনের জলবায়ুতে বেশি ঘটে, কারণসহ উল্লেখ কর ।

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার কোন ধরনের জলবায়ুতে বেশি ঘটে, কারণসহ উল্লেখ কর ।

উত্তর :- উষ্ণ মরু অঞ্চল ও শীতল পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়, কারণ:-

শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?

প্রশ্ন:-  শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?