আম্ফানের তান্ডবে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ

Submitted by avimanyu pramanik on Sat, 08/14/2021 - 08:27

আম্ফানের তান্ডবে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ২১শে মে, ২০০০

২০২০ সালের ২০শে মে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে সমগ্র দক্ষিণবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়ে । আবহাওয়াবিদদের মতে একুশ শতকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান । ২০শে মে বিকেল পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চলে আম্ফান আছড়ে পড়ে । এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার । পরে গতিবেগ আরও বেড়ে ১৮৫ কিলোমিটার হয় । ঝড়ের সঙ্গে একটানা মুষলধারে বৃষ্টিও চলতে থাকে । যত সময় যাচ্ছিল ঝড়ের গতিবেগ ক্রমশ বেড়ে যাচ্ছিল । টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবহবিদরা ঝড়ের গতিবেগ নিয়ে প্রতিমুহূর্তে সাধারণ মানুষকে সচেতন করেছিলেন । সেইজন্য উপকূলবর্তী অসংখ্য মানুষজন ও গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল । আমফানের বিধ্বংসী তাণ্ডবে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও নদীয়া জেলার জনজীবন ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয় । বহু মাটির ঘর-বাড়ি ভেঙে গেছে এবং অসংখ্য মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে । বহু ফসলের জমি জলে ভেসে গেছে ও প্রচুর ফসল নষ্ট হয়েছে । নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়েছে । প্রচুর গাছপালা ভেঙে যায় । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় । ফলে আম্ফানের এই ভয়াবহ তান্ডবে দক্ষিণবঙ্গের জনজীবন কিছুদিনের জন্য স্তব্ধ হয়ে যায় । এখনও সে ক্ষত মুছে যায়নি ।

****

Comments

Related Items

দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ

দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ:—

কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ

কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ :- (ক) সাধারণ কর্মধারয় সমাস (খ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস (গ) উপমান কর্মধারয় (ঘ) উপমিত কর্মধারয় এবং (ঙ) রূপক কর্মধারয় সমাস ।

তৎপুরুষ সমাসের শ্রেণিবিভাগ

তৎপুরুষ সমাসের শ্রেণিবিভাগ— কারক ও অকারকের বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসকে ছটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে ।

বহু বিকল্পীয় (M.C.Q) সহ ছোটো প্রশ্নোত্তর - সমাস

বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q):-

(১)  সমাসের বুৎপত্তি হল—

       (ক) সমা √আস + অ       (খ) সমা √অস + অ       (গ) সম্- √অস + অ       (ঘ) সম্ + আস  ।

(২)  ব্যাসবাক্যের প্রথম পদকে বলে —

সমাসের শ্রেণিবিভাগ

সমাসের শ্রেণিবিভাগ :- বাংলা ভাষায় সমাস মূলত ছয় প্রকার— (১) তৎপুরুষ, (২) কর্মধারয়, (৩) দ্বন্দ্ব,  (৪) দ্বিগু, (৫) বহুব্রীহি, (৬) অব্যয়ীভাব । এছাড়াও (৭) নিত্য সমাস, (৮) বাক্যাশ্রয়ী সমাস ও (৯) অলোপ সমাস আছে ।