গিনিপিগের একসংকর জননের পরীক্ষা

Submitted by arpita pramanik on Tue, 12/18/2012 - 22:59

গিনিপিগের ক্ষেত্রে মেন্ডেলের একসংকর (Mendelian inheritance in Guineapig on Monohybrid cross)

গিনিপিগের একসংকর জননের পরীক্ষা (Monohybrid cross in Guineapig)

উদ্ভিদের মতো প্রাণীদের মধ্যেও একসংকর পরীক্ষা ঘটানো যেতে পারে । জনিতৃ জনুর একটি বিশুদ্ধ কালো গিনিপিগের [BB] সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের [bb] সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে শুধু মাত্র সংকর কালো [Bb] গিনিপিগের সৃষ্টি হবে (এখানে কালো রঙটি সাদার ওপর প্রকট ) । প্রথম অপত্য জনুতে উত্পন্ন দুটো সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ (Bb x Bb) ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে [F2]  তিন ভাগ কালো এবং এক ভাগ সাদা গিনিপিগের [3 : 1] সৃষ্টি হবে । ওই তিন ভাগ কালো গিনিপিগের মধ্যে এক ভাগ হবে বিশুদ্ধ কালো [BB] গিনিপিগ এবং দু'ভাগ হবে সংকর কালো [Bb] গিনিপিগ । সমস্ত ক্ষেত্রেই সাদা গিনিপিগগুলি বিশুদ্ধ সাদা [bb] হবে, অর্থাৎ এক্ষেত্রেও জিনোটাইপ অনুপাত হবে (1 : 2 : 1) ফিনোটাইপ অনুপাত = 3 (কালো) : 1 (সাদা) জিনোটাইপ অনুপাত = 1 : 2 : 1 (বিশুদ্ধ কালো : সংকর কালো : বিশুদ্ধ সাদা) অর্থাৎ1(BB) : 2(Bb) : 1 (bb)

*****

Related Items

গিনিপিগের দ্বি-সংকর জননের পরীক্ষা

মেন্ডেলের দ্বি-সংকর জনন প্রক্রিয়াটি প্রাণীদেহেও ঘটানো যেতে পারে । একটি বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত কালো (রঙ) ও অমসৃণ (রোম) গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত সাদা (রঙ) ও মসৃণ (রোম) গিনিপিগের সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে সব কালো ও অমসৃণ গিনিপিগ ...

মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচনের কারণ

বাগানের মিষ্টি মটর গাছে নিম্নলিখিত নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি থাকায় মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছকে নমুনা হিসেবে ব্যবহার করেছিলেন । মটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রম কয়েকপুরুষ ধরে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব । মটর ফুল উভলিঙ্গ হওয়ায় মটর ...

মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষা

একই প্রজাতিভুক্ত দু'জোড়া বিকল্প চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন দু'টি জীবের সংকরায়ণ কে দ্বিসংকর জনন বা ডাই-হাইব্রিড ক্রস বলে । দ্বি-সংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেলের ধারণা হয়েছিল, জনিতৃ জনুর বৈশিষ্ট্যগুলি যে শুধুমাত্র অপত্য জনুতে আলাদাভাবে সঞ্চারিত হয় তাই নয়, উপরন্তু এই ...

মেন্ডেলের এক সংকর পরীক্ষা

একই প্রজাতিভুক্ত বিপরীতধর্মী এক-চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবের মধ্যে যে যৌন জনন সম্পন্ন হয়, তাকে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে । দুটি পৃথক পরীক্ষার সাহায্যে একসংকর পরনিষেক ব্যাখ্যা করা হল, একসংকর পরীক্ষা থেকে মেন্ডেল নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ...

বংশগতি ও সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা

যে প্রক্রিয়ায় পিতা-মাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান-সন্ততির দেহে বংশপরম্পরায় সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে । বংশগতির ফলে পিতা-মাতার বৈশিষ্ট্যাবলি সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় । বংশের বংশগত বৈশিষ্ট্যগুলি পুরুষানুক্রমে এক জনু থেকে পরবর্তী জনুগুলিতে সঞ্চারিত হতে থাকে ...