গিনিপিগের একসংকর জননের পরীক্ষা

Submitted by arpita pramanik on Tue, 12/18/2012 - 22:59

গিনিপিগের ক্ষেত্রে মেন্ডেলের একসংকর (Mendelian inheritance in Guineapig on Monohybrid cross)

গিনিপিগের একসংকর জননের পরীক্ষা (Monohybrid cross in Guineapig)

উদ্ভিদের মতো প্রাণীদের মধ্যেও একসংকর পরীক্ষা ঘটানো যেতে পারে । জনিতৃ জনুর একটি বিশুদ্ধ কালো গিনিপিগের [BB] সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের [bb] সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে শুধু মাত্র সংকর কালো [Bb] গিনিপিগের সৃষ্টি হবে (এখানে কালো রঙটি সাদার ওপর প্রকট ) । প্রথম অপত্য জনুতে উত্পন্ন দুটো সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ (Bb x Bb) ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে [F2]  তিন ভাগ কালো এবং এক ভাগ সাদা গিনিপিগের [3 : 1] সৃষ্টি হবে । ওই তিন ভাগ কালো গিনিপিগের মধ্যে এক ভাগ হবে বিশুদ্ধ কালো [BB] গিনিপিগ এবং দু'ভাগ হবে সংকর কালো [Bb] গিনিপিগ । সমস্ত ক্ষেত্রেই সাদা গিনিপিগগুলি বিশুদ্ধ সাদা [bb] হবে, অর্থাৎ এক্ষেত্রেও জিনোটাইপ অনুপাত হবে (1 : 2 : 1) ফিনোটাইপ অনুপাত = 3 (কালো) : 1 (সাদা) জিনোটাইপ অনুপাত = 1 : 2 : 1 (বিশুদ্ধ কালো : সংকর কালো : বিশুদ্ধ সাদা) অর্থাৎ1(BB) : 2(Bb) : 1 (bb)

*****

Related Items

অভিব্যক্তির সংজ্ঞা ও ব্যাখ্যা

যে মন্থর গতিশীল প্রক্রিয়ায় ধারাবাহিক পরিবর্তন ও ক্রমিক রুপান্তরের মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ সরল উদবংশীয় জীব থেকে নতুন ও অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব এবং ক্রমবিকাশ ঘটে, তাকে জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন বলে । চার্লস ডারউইন অভিব্যক্তিকে ...

মানুষের লিঙ্গ নির্ধারণ

দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম দু-ধরণের হয়, - অটোজোম, সেক্স-ক্রোমোজোম । জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোমদের অটোজোম বলা হয় । মানুষের 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম থাকে । এই ক্রোমোজোমগুলি মানবদেহের ...

মেন্ডেলের বংশগতি সূত্র

মেন্ডেল বংশগতির দুটি সূত্র প্রবর্তন করেন । প্রথম সূত্রটি একসংকর জনন থেকে প্রাপ্ত এবং দ্বিতীয় সূত্রটি দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত । মেন্ডেলের প্রথম সূত্রটি 'পৃথকীভবনের সূত্র নামে পরিচিত । এই সূত্রানুযায়ী "কোনও জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য একটি জনু থেকে আর ...

ড্রসোফিলার দ্বি-সংকর জননের পরীক্ষা

একটা হোমোজাইগাস ধূসর রং -এর লম্বা ডানাযুক্ত ড্রসোফিলার সাথে অপর একটি হোমোজাইগাস কালো রং -এর লুপ্তপ্রায় ডানাযুক্ত ড্রসোফিলার সংকরায়ণ ঘটালে F1 জনুতে প্রাপ্ত সব মাছিই ধূসর রং -এর এবং লম্বা ডানাযুক্ত হয়; অর্থাৎ ধূসর রং এবং লম্বা ডানার বৈশিষ্ট্যগুলি প্রকট । ...

ড্রসোফিলার একসংকর জননের পরীক্ষা

একটি ধূসর বর্ণের পুরুষ ড্রসোফিলার সাথে একটি কালো রং -এর স্ত্রীর সংকরায়ণের ফলে F1 -এ সব অপত্যই ধূসর রং -এর হয় এবং তাদের সংকরায়ণের ফলে F2 জনুতে ধূসর এবং কালো রঙের ড্রসোফিলা 3 : 1 অনুপাতে পাওয়া যায় । অর্থাৎ অপরপক্ষে, কালো রং - এর পুরুষের সাথে ধূসর ...