মানুষের গমন পদ্ধতি (Locomotion of Human body) :
প্রাণীর নাম - মানুষ
গমন অঙ্গের নাম - অস্থি, পেশী, অস্থি সন্ধি
গমন পদ্ধতির নাম - দ্বিপদ গমন
মানুষের গমনে সহায়ক অস্থি সমূহ - মানব দেহে মোট ২০৬ টি অস্থি থাকে । মানব অস্থি তন্ত্রের মত মেরুদণ্ড, শ্রোণীচক্র ও পায়ের অস্থি গুলি গমনে সাহায্য করে ।
১৷ মেরুদণ্ড – কশেরুকার দ্বারা গঠটি ঋজু অস্থি অক্ষ কে মেরুদণ্ড বলে। মেরুদণ্ডে কশেরুকারের সংখ্যা ৩৩টি ।
২৷ শ্রোণীচক্র – সংখ্যা [tex] 1 \times 2 = 2[/tex] । মানব দেহের প্রধান গমন অঙ্গ পদ শ্রোণীচক্রের সঙ্গে যুক্ত থাকে ।
৩৷ পায়ের অস্থি –
ফিমার ( Femur ) - [tex] 1 \times 2 = 2[/tex]
টিবিয়া ( Tibia ) , ফিবিউলা ( Fibula ) - [tex] 2 \times 2 = 2[/tex]
টারসাল ( Tarsal ) - [tex] 7 \times 2 = 14[/tex]
মেটাটার্সাস ( Metatarsus ) - [tex] 5 \times 2 = 10[/tex]
ফ্যারেঞ্জেরস ( Phalanges ) - [tex] 14 \times 2 = 28[/tex]
মানুষের গমনে সহায়ক অস্থি সন্ধি সমূহ - ছয় প্রকার অস্থি সন্ধি দ্বিপদ গমনের সাথে সংশ্লিষ্ট
১৷ স্কন্ধের সন্ধি, ২৷ কব্জির সন্ধি, ৩৷ কনুই ও হাঁটুর সন্ধি, ৪৷ অ্যাম্বুলার সন্ধি, ৫৷ কব্জি ও গোড়ালির সন্ধি, ৬৷ করটি ও মেরুদণ্ডের সন্ধি
মানুষের গমনে সহায়ক পেশী - অস্থি ও অস্থি সন্ধির সঙ্গে যুক্ত থাকে পেশী । এই পেশী গুলির সংকোচন ও প্রসারনে অস্থি ও অস্থি সন্ধির সঞ্চালন ঘটে এর ফলে মানুষের গমন ক্রিয়া সংগঠন হয় ।
১৷ ফ্লেক্সর পেশী – যে সমস্ত পেশী দুটি অস্থিকে ভাঁজ হতে বা কাছাকাছি আনতে সাহায্য করে, তাদের ফ্লেক্সর পেশী বলে । উদাহরণ – বাইসেপস পেশী ( Biceps muscle)
২৷ এক্সটেনসর পেশী – যে সমস্ত পেশী দুটি অস্থি খণ্ডকে প্রসারিত হতে সাহায্য করে, তাদের এক্সটেনসর পেশী বলে। উদাহরণ – ট্রাইসেপস পেশী (Triceps muscle)
৩৷ অ্যাডাকটর পেশী – যে সমস্ত পেশী কোনো অংশকে দেহ অক্ষের কাছাকাছি আনে তাদের অ্যাডাকটর পেশী বলে । উদাহরণ – ল্যাটিসিমাস ডরসি (Latissimus dorsi)
৪৷ যে সমস্ত পেশী কোনো অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে সরায়, তাদের পেশী বলে । উদাহরণ – ডেল্টয়েড পেশী (Deltoid Muscle)
দ্বিপদ গমন ক্রিয়া
১৷ মানুষের দ্বিপদ গমনে বাম পা ও ডান হাত এবং ডান পা ও বাম হাত একত্রে অগ্রসর হয় । এর ফলে গমন কালে দেহের ভারসাম্য রক্ষিত হয় ।
২৷ গমনকালে পা তোলার পূর্বে প্রথমে গোড়ালি উপরের দিকে ওঠে এবং হাঁটু ভাঁজ হয় ।
৩৷ তারপর ওই পদ মাটি থেকে উঠে সামনের দিকে এগিয়ে স্থাপিত হয় ।
৪৷ এই সময় দেহের ভার রক্ষা করে ।
বাঁ পা আগের পদ্ধতিতে স্থানান্তরিত হয়ে স্থাপিত হলে তারপর ডান পা একই পদ্ধতিতে ভাঁজ হয় ।
*****
- 20775 views