ফিরোজ শাহ তুঘলক (Firuz Shah Tughluq)

Submitted by avimanyu pramanik on Sat, 09/06/2014 - 11:45

ফিরোজ শাহ তুঘলক (Firuz Shah Tughluq) :

মহম্মদ বিন তুঘলকের মৃত্যুর পর তাঁর খুড়তুতো ভাই ফিরোজ শাহ তুঘলক আমির-ওমরাহ এবং ধর্মীয় নেতাদের অনুরোধে ৪৬ বছর বয়সে ১৩৫১ খ্রিস্টাব্দের ২৪শে মার্চ দিল্লির সিংহাসনে আরোহণ করেন । তিনি ১৩৮৮ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । বিজেতা বা শাসক হিসাবে তিনি যোগ্যতার পরিচয় দিতে পারেনি । মানুষ হিসাবে তিনি ছিলেন ন্যায়-পরায়ণ, দয়াশীল ও শান্তিপ্রিয় । প্রজাবৎসল ও মহানুভব শাসক হিসাবে তাঁর খ্যাতি ছিল ।  কিন্তু তাঁর দুর্বল নীতি ও ধর্মগুরুদের তোষণ দিল্লি সুলতানির স্বার্থের পক্ষে সহায়ক ছিল না । তবু দিল্লী সুলতানিকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করে তিনি তাকে নবজীবন দান করতে সক্ষম হয়েছিল ।

(১) ফিরোজ শাহের শাসন সংস্কার (Administrative reforms of Firuz Shah Tughluq) : শাসনকার্য পরিচালনায় ফিরোজ শাহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর পূর্বসূরিদের নীতি পরিত্যাগ করেন । তিনি আমীর, ওমরাহ, সেনাবাহিনী এবং উলেমাদের সঙ্গে সদ্ভাব রাখার পক্ষপাতী ছিলেন । তিনি বংশানুক্রমিক ইকতা প্রথা চালু করে অভিজাত সম্প্রদায়কে খুশি করলেও মেধার গুরুত্ব অস্বীকৃত হয় এবং পরে যোগ্য লোকের অভাব দেখা দেয় । সেনাবাহিনীর ক্ষেত্রেও এই উত্তরাধিকার নীতি অনুসৃত হয় । সৈনিকদের নগদ বেতনের পরিবর্তে জমি দেওয়ার ব্যবস্থা করা হয় । এই অবস্থায় সেনাবাহিনীর দক্ষতা হ্রাস পায় । এর ফলে বিজেতা হিসাবে তিনি চরম ব্যর্থ হন । বাংলায় তুঘ্রিল খানের বিদ্রোহ দমন করতে তিনি ব্যর্থ হন । অবশ্য জাজনগর (ওড়িশা), নাগরকোট ও সিন্ধুপ্রদেশের কিছু অংশ পুনরাধিকার করতে সক্ষম হন । কিন্তু দাক্ষিণাত্য পুনরুদ্ধারের ক্ষেত্রে তিনি কোন চেষ্টাই করেন নি । তাঁর আমলে উলেমাদের প্রভাব প্রতিপত্তি পুনরায় প্রতিষ্ঠিত হয় । সুলতানের ধর্মভীরু মনোভাবের ফলে ভারত একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয় । তিনি ব্রাহ্মণদের জিজিয়া কর দিতে বাধ্য করেন ।

(২) জনহিতকর কার্যাবলী (Benevolent measures) : ফিরোজ শাহ প্রজাবৎসল শাসক ছিলেন এবং বহু অন্যায় কর তিনি রহিত করেন ।

(ক) ইসলামের বিধান অনুসারে কর ব্যবস্থার পুনর্বিন্যাস করেন । ব্যবসায়ীদের কয়েকটি অন্যায় ও ভারী করের বোঝা থেকে অব্যাহতি দেওয়া হয় । ফলে ব্যবসাবাণিজ্যের দ্রুত প্রসার ঘটে । সরকারী কর্মচারীরা যাতে কর আদায়ে কোনরকম অত্যাচার না করে এবং প্রাপ্য করের অধিক আদায় না করে, সেদিকে তিনি সতর্ক দৃষ্টি রাখতেন । এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থাও ছিল ।

(খ) কৃষির উন্নতির জন্য তিনি কয়েকটি খাল খনন করেন ।

(গ) দরিদ্র জনগণের চিকিৎসার জন্য তিনি দিল্লিতে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন ।

(ঘ) বেকার যুবকদের চাকরির সুব্যবস্থা করেন ।

(ঙ) দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য সরকারী সাহায্যের ব্যবস্থা করা হয় । অনাথ ও বিধবাদেরও অর্থ সাহায্য দেওয়া হত । তবে খুব সম্ভবত দরিদ্র অথচ সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলির জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ।

(চ) বিচারের ক্ষেত্রে অপরাধীদের নিষ্ঠুর শাস্তিদানের প্রথা রদ করেন ।

(ছ) নির্মাতা হিসাবে ফিরোজ শাহের খ্যাতি ছিল । তিনি কয়েকটি নগর পত্তন করেন এবং বহু উদ্যানও নির্মাণ করেন ।

(জ) গোঁড়া মুসলমান হলেও তিনি বহু হিন্দু ধর্মশাস্ত্র ও সংগীত শাস্ত্র ফারসি ভাষায় অনুবাদ করার ব্যবস্থা করেন । তাঁর দীর্ঘ রাজত্বকালে দেশে শান্তি ও সমৃদ্ধি বিরাজিত ছিল ।

(৩) ফিরোজ শাহের মূল্যায়ন : সমসাময়িক ঐতিহাসিক বরানিআফিফ মুক্তকণ্ঠে ফিরোজ শাহের প্রশংসা করেছেন । প্রজাহিতৈষী শাসক হিসাবে তাঁর কৃতিত্ব অবশ্যই অনস্বীকার্য । কিন্তু সার হেনরি এলিয়ট তাঁকে ‘সুলতানি যুগের আকবর’ বলে যেভাবে উচ্চপ্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তা অতিশয়োক্তি দোষে দুষ্ট । আকবরের সঙ্গে তাঁর কোনো দিক থেকেই তুলনা করা যায় না । আকবরের মতো উদার দৃষ্টিভঙ্গি এবং ধর্মসহিষ্ণুতার মনোভাব ফিরোজ শাহের ছিল না । সামরিক নেতা হিসাবে ফিরোজ শাহ ছিল একেবারেই ব্যর্থ । দিল্লি সুলতানির পতনের জন্য তাঁর দুর্বল নীতি বহুলাংশে দায়ী ছিল ।

*****

Related Items

ইলতুৎমিস (Iltutmish)

দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিস । তিনি ১২১১ খ্রিস্টাব্দ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । কুতুবউদ্দিন তাঁকে ক্রীতদাস হিসাবে ক্রয় করেন । পরে তাঁর প্রতিভায় আকৃষ্ট হয়ে তাঁকে বদাউনের শাসনকর্তা নিযুক্ত করেন ও নিজ কন্যার সঙ্গে বিবাহ দেন । ...

কুতুবউদ্দিন আইবক (Qutb-ud-din Aibak)

১১৯১ খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ ভারতের অন্যান্য রাজপুত রাজাদের সাহায্য নিয়ে মহম্মদ ঘুরিকে পরাস্ত করেন । পরের বছর অর্থাৎ ১১৯২ খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরি বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত নিহত করে দিল্লী ও আজমীর দখল করেন ...

সুলতানি আমল (Delhi Sultanate)

সুলতানি আমলে পর পর পাঁচটি রাজবংশ দিল্লির সিংহাসনে ক্ষমতাসীন ছিল । সেই পাঁচটি রাজবংশ হল - ইলবেরি তুর্কি বংশ বা দাসবংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদী বংশ। সুলতানি আমলে বলপূর্বক ও হত্যা করে সিংহাসন দখল করা ছিল অতি স্বাভাবিক ঘটনা ...

মহম্মদ ঘুরি (Muhammad Ghori)

আফগানিস্তানের গজনী ও হিরাটের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল ঘোর রাজ্য । সেই সময় উত্তর ভারতের হিন্দু রাজাদের মধ্যে কোনো ঐক্য ছিল না । এই সব হিন্দু রাজাদের মধ্যে আজমীর ও দিল্লির অধিপতি পৃথ্বীরাজ চৌহান ও কনৌজ-রাজ জয়্চাঁদ ছিলেন সবচেয়ে শক্তিশালী ...

সুলতান মামুদ (Sultan Mahmud of Gazni)

মহম্মদ বিন কাশিমের সিন্ধু জয়ের ৩০০ বছর বাদে ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৬ খ্রিস্টাব্দের মধ্যে গজনির সুলতান মামুদ ১৭ বার ভারত আক্রমণ করেন । সুলতান মামুদ একজন লোভী, লুন্ঠনকারী, রূপেই পরিচিত । ভারতে রাজ্য স্থাপনের কোনো ইচ্ছা তার ছিল না । ইসলাম ধর্মের প্রসার ...