Syllabus (নবম শ্রেণীর পাঠ্য সূচি )

Submitted by avimanyu pramanik on Fri, 05/20/2011 - 00:31

শিক্ষাবর্ষে তিনটি পর্যায়ে বিন্যস্ত পাঠ্যসূচি  

পর্যায় পাঠের নাম সহায়ক পাঠ বইয়ের 'ব্যোমযাত্রীর ডায়ারি', 'কর্ভাস', এবং 'স্বর্ণপর্ণী' গল্প তিনটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত । তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে উপরোক্ত ক্রম অনুসারে একটি করে গল্প পড়াতে হবে ।          

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 

(পূর্ণমান ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)

মূল্যায়নের সময়কাল :  এপ্রিল

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি । ধ্বনি ও ধ্বনি পরিবর্তন
ধীবর-বৃত্তান্ত, ইলিয়াস । শব্দ গঠন : উপসর্গ, অনুসর্গ । 
দাম, নোঙর । ধাতু ও প্রত্যয় । ভাবসম্প্রসারণ ।  

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

 (পূর্ণমান ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)

 মূল্যায়নের সময়কাল :  অগাস্ট

নব নব সৃষ্টি, আকাশে সাতটি তারা এবং বাংলা শব্দ ভান্ডার ।
চিঠি এবং ভাবার্থ ও সারাংশ । শব্দ ও পদ ।
আবহমান, রাধারাণী । বিশেষ্য-বিশেষণ-সর্বনাম বিস্তারিত আলোচনা ।  

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

 (পূর্ণমান ৯০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)

 মূল্যায়নের সময়কাল :  ডিসেম্বর

হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা । অব্যয়, ক্রিয়া, গল্পলিখন এবং প্রবন্ধ রচনা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের ব্যাকরণ ও নির্মিতের সমস্ত অধ্যায়    
প্রোফেসর শঙ্কুর ডায়ারির চিহ্নিত তিনটি গল্প   

 

Related Items

নবম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী নাটক

১. ধীবর- বৃত্তান্ত  - কালিদাস 

 

নবম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী পদ্য

শিক্ষাবর্ষে তিনটি পর্যায়ে বিন্যস্ত নবম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী পদ্য

অব্যয় ও ক্রিয়া

অব্যয় ও ক্রিয়া

শব্দ ও পদ

শব্দ ও পদ