সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর — নব নব সৃষ্টি

Submitted by Nandarani Pramanik on Tue, 07/12/2022 - 11:59

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর — নব নব সৃষ্টি

১.১ 'নব নব সৃষ্টি' প্রবন্ধটির রচয়িতা কে ?

উঃ 'নব নব সৃষ্টি' প্রবন্ধটির রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী

১. ২  সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি ?

উঃ সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম হল ওমর খৈয়াম

১. ৩  'নব নব সৃষ্টি'  রচনায় কোন কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন ? 

উঃ সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা, আরবি, ফারসি ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন ।

১.৪  বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয় কেন ।

উঃ এই দুটি ভাষা প্রয়োজনে ও অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে থাকে বলে এরা আত্মনির্ভরশীল নয় ।

১.৫  পাঠান-মোগল যুগে বাংলা ভাষায় প্রচুর আরবি, ফারসি শব্দ প্রবেশ করার কারণ কি ?

উঃ তখন আইন-আদালত ও খাজনা-খারিজের ভাষা ছিল প্রধানত আরবি ও ফারসি সেই কারণে ।

১.৬  'হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছে' — এখানে হিন্দির কোন চেষ্টার কথা বলা হয়েছে ?

উঃ এখানে হিন্দি ভাষা থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ দূর করার চেষ্টার কথা বলা হয়েছে ।

১.৭  'আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ঈমান দিয়ে, বুকের রক্ত দিয়ে ....... ' কে লিখেছেন ?

উঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।

১.৮  'ইনকিলাব', 'শাহিদ' শব্দ দুটি বাংলা ভাষায় কে এনেছিলেন ?

উঃ কবি নজরুল ইসলাম ।

১.৯ 'আলাল' বলতে কি বোঝানো হয়েছে ?

উঃ 'আলালের ঘরের দুলাল' গ্রন্থটির কথা বলা হয়েছে ।

১.১০  'হুতুম' বলতে কী বোঝানো হয়েছে ?

উঃ 'হুতুম প্যাঁচার নকশা' গ্রন্থটির কথা বলা হয়েছে ।

১.১১  হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় কাকে ?

উঃ প্রেম চাঁদ মুনশি -কে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় ।

১.১২ বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে ইংরেজি, আরবি ছাড়া প্রধান ভাষা কোনটি ?

উঃ বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে ইংরেজি, আরবি ছাড়া প্রধান হল ফারসি ভাষা

১.১৩  কোন ভাষা চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে ?

উঃ সংস্কৃত ভাষা চর্চা ।

১.১৪ উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা ?

উঃ ফারসি ভাষার সঙ্গে উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা ।

১.১৫ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি ?

উঃ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হল পদাবলী কীর্তন

১.১৬ ইকবাল কে ?

উঃ ইকবাল হলেন উর্দু ভাষার বিখ্যাত কবি ।

১.১৭ আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা কে ?

উঃ আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র

১.১৮ 'হুতুম প্যাঁচার নকশা' গ্রন্থের রচয়িতা কে ?

উঃ 'হুতুম প্যাঁচার নকশা' গ্রন্থের রচয়িতা হলেন কালি প্রসন্ন সিংহ

১.১৯ প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?

উঃ প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হল টেক চাঁদ ঠাকুর

১.২০  লেখক সৈয়দ মুজতবা আলী কাদের চরিত্রে বিদ্রোহ বিদ্যমান বলেছেন ?

উঃ লেখক সৈয়দ মুজতবা আলী বাঙালিদের চরিত্রে বিদ্রোহ বিদ্যমান কথাটি বলেছেন ।

*****

Comments

Related Items

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

**************************

খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে;

কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে ।

দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,

সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা ।

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

*********************************

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,

লাউমাচাটার পাশে ।

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল

সন্ধ্যার বাতাসে ।

 

কে এইখানে এসেছিল অনেক বছর আগে,

নোঙর — অজিত দত্ত

নোঙর — অজিত দত্ত

*********************

পাড়ি দিতে দূর সিন্ধুপারে

নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে ।

সারারাত মিছে দাঁড় টানি,

মিছে দাঁড় টানি ।

জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে,

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

************************************

আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে

বসে থাকি; কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো

গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—আসিয়াছে শান্ত অনুগত

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

**********************************

মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার ।

দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ।।

ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ।

উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর ।।

নিমেষেকে জোড়ে মেঘ গগন-মন্ডল ।