শব্দ গঠন (Word Composition)

Submitted by Nandarani Pramanik on Sun, 03/20/2011 - 11:03

ভূমিকা :- যেকোনো ভাষার মূল উপাদান হল শব্দ । তাই ভাষাকে সমৃদ্ধ করতে হলে তার শব্দসম্পদও বাড়াতে হবে । নতুন নতুন শব্দ গঠন করে ভাষাতে যোগান দিতে হবে । শব্দভাণ্ডার যত সমৃদ্ধ হয় ভাষাও তত সমৃদ্ধ হয় । সেইজন্য নিত্য নতুন শব্দ গঠন করা প্রয়োজন । আমাদের বাংলা ভাষাতেও নতুন শব্দ গঠনের বিভিন্ন পদ্ধতি আছে । বিভিন্ন বিদেশি ভাষা থেকে শব্দ গ্রহণ করে তাকে বাংলা ভাষায় আপন করে নেওয়া হয়েছে । এছাড়া দেশি ও বিদেশি ভাষার সংমিশ্রণে নতুন নতুন শব্দ গঠন করে বাংলা ভাষাকে আরও বেশি সমৃদ্ধ করা হয়েছে । সন্ধি, সমাস নতুন শব্দ গঠনে যেমন সাহায্য করে তেমনই উপসর্গ ও প্রত্যয় নতুন শব্দ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ।

*******

Related Items

ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তন

ব্যঞ্জনসংগতি বা সমীভবন :— কোনো শব্দের মধ্যে যদি দুটি ভিন্ন বা আলাদা ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকে, তবে উচ্চারণের সুবিধার জন্য দুটি ধ্বনিকে একই ধ্বনিতে পরিণত করা হয় । এইভাবে বিভিন্ন অসদৃশ ব্যঞ্জনধ্বনিকে সদৃশ ব্যঞ্জনধ্বনিতে পরিণত করার নাম সমীকরণ বা সমীভবন ।

বাক্যের রূপান্তর বা বাক্য পরিবর্তনের পদ্ধতি

বিশেষভাবে মনে রাখতে হবে যে বাক্য পরিবর্তনে ভাষারীতি ও ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হবে না । সরল বাক্য থেকে জটিল বা যৌগিক বাক্যে পরিবর্তনের কয়েকটি নিয়ম বা বৈশিষ্ট্য আছে । সেগুলি হল—

ধ্বনি ও ধ্বনি পরিবর্তন

ধ্বনি ও ধ্বনির পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা

বাক্য ও বাক্যের শ্রেণিবিভাগ

বাক্য— আমরা যে কথা বলি অর্থাৎ একে অপরের সঙ্গে মনের ভাব বিনিময় করা হয় যে মাধ্যমের দ্বারা তাই বাক্য । কয়েকটি পদ পাশাপাশি বসে যখন মনের সম্পূর্ণভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে ।