WBJEE Biology Question Paper 2014 (Beng)

Submitted by administrator on Sat, 06/21/2014 - 11:47

1.  এক অণু স্নেহদ্রব্য (triglyceride) গঠন করতে প্রয়োজন হয়

(A) একটি ফ্যাটি অ্যাসিড এবং একটি গ্লিসারল

(B) একটি ফ্যাটি অ্যাসিড এবং তিনটি গ্লিসারল

(C) তিনটি ফ্যাটি অ্যাসিড এবং তিনটি গ্লিসারল

(D) তিনটি ফ্যাটি অ্যাসিড এবং একটি গ্লিসারল

 

2.  নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে গ্লুটেনিন নামক গুরুত্বপূর্ণ প্রোটিনটি পাওয়া যায়

(A) আলু      (B) গম      (C) সোয়াবিন       (D) পালং 

 

3.  কোনটি বিজারণ অক্ষম শর্করা (non-reducing sugar) -এ সমৃদ্ধ ?

(A) আঙ্গুর      (B) অঙ্কুরিত বার্লিদানা       (C) চিনি       (D) মাতৃদুগ্ধ

 

4.  মাইটোসিস সম্বন্ধে সঠিক তথ্য কোনটি ?

(A) জনিতৃ বা মাতৃ কোষ (parent cell) -এ DNA -এর পরিমাণ প্রথমে অর্ধেক হয়, এবং পরে দুটি অপত্য কোষে (daughter cells) বন্টিত হয়

(B) জনিতৃ বা মাতৃ কোষে DNA -এর পরিমাণ প্রথমে দ্বিগুণ হয়, এবং পরে দুটি অপত্য কোষে বন্টিত হয়

(C) জনিতৃ বা মাতৃ কোষে DNA -এর পরিমাণ প্রথমে অর্ধেক হয়, এবং পরে চারটি অপত্য কোষে বন্টিত হয়

(D) জনিতৃ বা মাতৃ কোষে DNA -এর পরিমাণ প্রথমে দ্বিগুণ হয়, এবং পরে চারটি অপত্য কোষে বন্টিত হয়

 

5.  একই ক্রোমোজোমে অবস্থিত দুটি জিনের মধ্যে বারংবার ক্রসিং ওভার (crossing-over) হওয়া নির্ভর করে

(A) ক্রোমোজোমের দৈর্ঘ্যের উপর

(B) সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর

(C) জিন দুটির কার্যকারিতার উপর

(D) জিন দুটির মধ্যেকার দূরত্বে উপর

 

6.  ক্লোরোফিল অণুর সঠিক অবস্থান হল

(A) থাইলাকয়েড ঝিল্লীতে       (B) থাইলাকয়েড গহ্বরে       (C) স্ট্রোমাতে      (D) আভ্যন্তরীণ ক্লোরোপ্লাস্ট ঝিল্লীতে

 

7.  প্রাথমিক কোষপ্রাচীর গঠনের প্রধান উপাদান হল

(A) লিগনিন       (B) পেকটিন       (C) সেলুলোজ       (D) প্রোটিন

 

8.  নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি ভুল ? ইক্ষু শর্করা

(A) একটি দ্বিশর্করা        (B) একটি বিজারণে অক্ষম শর্করা        (C) সাইটোপ্লাজমে সঞ্চিত হয়       (D) মনটোজ এবং ফ্রুক্টোজ দ্বারা উত্পন্ন

 

9.  প্রোক্যারিয়টিক কোষের মধ্যে কোনটি সর্বদাই অনুপস্থিত থাকে ?

(A) রাইবোজোম        (B) মাইটোকনড্রিয়া      (C) DNA        (D) কোষ প্রাচীর

 

10.  কোন উদ্ভিদ কলা গাছকে সর্বাধিক দৃঢ়তা প্রদান করে ?

(A) স্ক্লেরেনকাইমা       (B) কোলেনকাইমা         (C) প্যারেনকাইমা        (D) এরেনকাইমা

 

11.  গ্লুকোজ অণুর শ্বাসহার (Respiratory Quotient, RQ) হল

(A) 0.5       (B) 0.7       (C) 1.0      (D) 1.5

 

12.  পতঙ্গ বাহিত ইতর পরাগ মিলনের নাম

(A) অ্যানথ্রোপোফিলি (Anthropophily)

(B) ম্যালাকোফিলি (Malacophily)

(C) এন্টেমোফিলি (Entemophily)

(D) অরনিথোফিলি (Ornithophily)

 

13.  অনুন্মীলন পুষ্প (Cleistogamous flowers) হল

(A) প্রস্ফুটিত উভলিঙ্গ পুষ্প        (B) আবদ্ধ (বন্ধু) উভলিঙ্গ পুষ্প      (C) প্রস্ফুটিত স্ত্রী পুষ্প       (D) প্রস্ফুটিত পুং পুষ্প

 

14.  নিম্নলিখিত বৃদ্ধিকারকগুলির মধ্যে কোনটি উদ্ভিদজাত ?

(A) ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড

(B) জিয়াটিন

(C) 2,4-ডাইক্লোরোফেনস্কি অ্যাসিটিক অ্যাসিড

(D) বেনজাইল অ্যামিনোপিউরিন

 

15.  আপেলের ভোজ্য অংশটি হল

(A) মধ্যত্বক       (B) বহিঃত্বক       (C) অন্তঃত্বক        (D) পুষ্পাক্ষ

 

16.  অনীশের বর্ণান্ধতা (colour-blindness) আছে । শিলা নামে স্বাভাবিক এক মহিলার সাথে তার বিবাহ হলো । তাদের একটি পুত্র সন্তান হলে ছেলেটির বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কতখানি ?

(A) 100%       (B) 50%       (C) 25%        (D) 0%

 

17.  কীটপতঙ্গ প্রতিরোধে সক্ষম Bt-তুলো (Bt-cotton plant) কোন পদ্ধতিতে তৈরী করা হয়েছে

(A) সোমাক্লোনাল প্রকরণ (Somaclonal variation)

(B) মাইক্রোপ্রোপাগেশন (Micropropagation)

(C) কায়িক সংকরায়ন (Somatic hybridization)

(D) জিনস্থানান্তর প্রকৌশল (Transgenic technology)

 

18.  নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির জন্য শক্তি ব্যয়িত হয় ?

(A) অভিস্রবন (Osmosis)

(B) ব্যাপন (Diffusion)

(C) সক্রিয় পরিবহন (Active transport)

(D) নিষ্ক্রিয় পরিবহন (Passive transport)

 

19.  কোন পুষ্পের ইতরপরাগযোগ (cross-pollination) নিশ্চিত করার জন্য পুংকেশর অপসারণ (Emasculation) আবশ্যক ?

(A) পুং পুষ্প (Staminate flower)

(B) উভলিঙ্গ পুষ্প (Bisexual flower)

(C) ক্লীব পুষ্প (Neutre flower

(D) স্ত্রী পুষ্প (Pistillate flower)

 

20.  পূর্ণ উৎসেচকের (holoenzyme) প্রোটিন অংশটি হল

(A) সহ-উৎসেচক (Coenzyme)

(B) সহ -উপাদান (Cofactor)

(C) সহবর্গ (Prosthetic group)

(D) উপ-উৎসেচক (Apoenzyme)

 

21. ক্ষণপদ সৃষ্টি করে

(A) প্লাজমা কোষ       (B) মাস্ট কোষ       (C) অ্যাডিপোষ কোষ      (D) ফাইব্রোব্লাস্ট কোষ

 

22. পলিজোম গঠনে প্রয়োজন হয় না

(A) rRNA      (B) mRNA       (C) tRNA      (D) snRNA

 

23.  Km হল 

(A) উত্পাদক (Product)       (B) উৎসেচক       (C) ধ্রুবক     (D) একক

 

24.  ঈস্টের কাইনেটোকোর গঠনে সাহায্যকারী প্রোটিন হল

(A) CBF2 and Kar3 P

(B) CBF2 and CBF3

(C) CBF3 and Kar3 P

(D) CBF2, CBF3 and Kar3 P

 

25. পতঙ্গে জুভেনাইল হরমোন ক্ষরিত হয়

(A) প্রোটোসেরিব্রাম থেকে       (B) কর্পোরা কার্ডিয়াকা থেকে       (C) কর্পোরা অ্যালাটা থেকে      (D) থোরাসিক গ্রন্থি থেকে

 

26.  যে সকল জিন কেবল X-ক্রোমোজোমে অবস্থিত তাদের

(A) এপিস্ট্যাসিস জিন বলে

(B) হোলানড্রিক জিন বলে

(C) অপারেটর জিন বলে

(D) অ্যান্টিএপিস্ট্যাসিস জিন বলে

 

27. ইণ্ডাস্ট্রিয়াল মেলানিজম

(A) শিল্প দূষণের ফল        (B) মিউটেশনের ফল       (C) যোগ্যতমের উদ্বর্তনের নিদর্শন        (D) প্রাকৃতিক নির্বাচনের স্বপক্ষে প্রমাণ

 

28. হটস্পট (Hot-Spot) ধারণার প্রবর্তক হলেন

(A) Mayer        (B) Simpson        (C) Myers        (D) David

 

29.  জলের তাপমাত্রা বাড়লে দ্রবীভূত অক্সিজেন

(A) পরিমাণে অপরিবর্তিত থাকে       (B) পরিমাণে বাড়ে      (C) পরিমাণে কমে      (D) জলজ জীবেদের জন্য অধিক লভ্য হয়

 

30.  ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীর অন্তর্বর্তী পোষক হল

(A) শূকর       (B) মানুষ       (C) মশা       (D) মশার লার্ভা

 

31.  কোন কোডনটি প্রোটিন সংশ্লেষ সমাপ্তির নির্দেশ বহন করে না ?

(A) UAG       (B) AUG       (C) UAA        (D) UGA

 

32. 'Kyoto Protocol' বিভিন্ন দেশের মধ্যে হওয়া এক আন্তর্জাতিক চুক্তি -যার উদ্দেশ্য হল

(A) গ্রীনহাউস গ্যাসের পরিমান কমানো

(B) ওজোন বিনিষ্টকারী পদার্থের পরিমান কমানো

(C) ক্ষতিকারক বর্জ্যপদার্থের নিয়ন্ত্রণ

(D) জৈববৈচিত্র্যের সংরক্ষণ

 

33. 'Ramsar Convention' এর উদ্দেশ্য ছিল

(A) বনভূমি সংরক্ষণ        (B) বন্যপ্রাণী সংরক্ষণ       (C) জলাভূমি সংরক্ষণ      (D) জৈববৈচিত্র্যের সংরক্ষণ

 

34.  মানব দেহের কোন কোন পরজীবীর জীবনচক্র সম্পন্ন করতে মশার প্রয়োজন হয় ?

(A) Ascaris lumbricoides and Wuchereria bancrofti

(B) Leishmania donovani and Plasmodium ovale

(C) Ascaris lumbricoides and Leishmania donovani

(D) Wuchereria bancrofti and Plasmodium ovale

 

35.  পিজোইলেক্ট্রিক এফেক্ট এবং রিসার্ভ পিজোইলেক্ট্রিক এফেক্ট রোগ নির্ণয়ের কোন পদ্ধতির সঙ্গে জড়িত ?

(A) EEG       (B) CAT       (C) USG       (D) MRI

 

36.  ইউট্রোফিকেশন -এর মুখ্য কারণ হল

(A) তাপ মাত্রার হেরফের       (B) জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি        (C) পুষ্টিকণিকার প্রাচুর্য      (D) আনুবীক্ষণিক জীবের আধিক্য

 

37.  রুই মাছের দেহ ঢাকা থাকে

(A) সাইক্লয়ড আঁশে কিন্তু লেজ হোমোসারকাল

(B) প্লাকয়েড আঁশে কিন্তু লেজ হেটেরোসারকাল

(C) সাইক্লয়ড আঁশে কিন্তু লেজ হেটেরোসারকাল

(D) প্লাকয়েড আঁশে কিন্তু লেজ হোমোসারকাল

 

38.  জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে

(A) রাজ্য সরকার       (B) কেন্দ্রীয় সরকার      (C) রাষ্ট্রপুঞ্জ       (D) বেসরকারি সংস্থা

 

39  কোনটির জীবাশ্ম জীবের উদাহরণ ?

(A) প্রবাল      (B) অ্যাসিডিয়া       (C) অক্টোপাস      (D) রাজা কাঁকড়া

 

40.  কীস্টোন প্রজাতির ('Keystone' species) বহিঃষ্করণ ক্ষতিসাধন করতে পারে

(A) উত্পাদকের        (B) খাদকের        (C) বাস্তুতন্ত্রের       (D) বিয়োজকের

 

41. আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে 0.2 µm -এর চেয়ে ছোট কোন বস্তু দেখতে না পারার কারণ হল

(A) দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 3900 Å to 7800 Å পর্যন্ত

(B) কেবলমাত্র দুই ধরণের লেন্স ব্যবহার করা হয়

(C) অভিনেত্র (ocular) লেন্সের বিবর্ধন ক্ষমতা 20 X

(D) অভিলক্ষ্য (objective) লেন্সের বিবর্ধন ক্ষমতা 100 X

 

42.  যদি কোন দ্বিতন্ত্রী DNA -র কোডিং (coding) শৃঙ্খলে বেস সজ্জা 5'-GTTCGAGTC-3' হয় তাহলে এর থেকে উত্পন্ন ট্রান্সক্রিপ্ট -এর বেস সজ্জা হবে

(A) 5'-GACUCGAAC-3'      (B) 5'-CAAGCUCAG-3'      (C) 5'-GUUCGAGUC-3'      (D) 5'-CUGAGCUUG-3'

 

43.  মায়ের রক্ত থেকে প্লাসেন্টার মাধ্যমে অ্যান্টিবডি ভ্রুণে প্রবেশ করার ফলে যে অনাক্রম্যতা তৈরী হয় তা হল

(A) প্রাকৃতিকভাবে অর্জিত সক্রিয় (active) অনাক্রম্যতা

(B) কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় (active) অনাক্রম্যতা

(C) প্রাকৃতিকভাবে অর্জিত নিষ্ক্রিয় (passive) অনাক্রম্যতা

(D) কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় (passive) অনাক্রম্যতা

 

44.  যে সেরাস (serous) পর্দা ফুসফুসকে ঘিরে রাখে তাকে বলা হয়

(A) পেরিকার্ডিয়াম (Pericardium)

(B) পেরিটোনিয়াম (Peritoneum)

(C) পেরিকনড্রিয়াম (Perichondrium)

(D) প্লুরা (Pleura)

 

45. স্বাভাবিক প্রশ্বাসের পর যে পরিমাণ বায়ু বলপূর্বক গ্রহণ করা যেতে পারে তাকে বলা হয়

(A) নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ

(B) প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ

(C) বায়ু ধারকত্ব

(D) প্রশ্বাস ক্ষমতা

 

46.  ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এক অণু FADH2 যখন জারিত হয়ে FAD -তে পরিণত হয়, তখন কতগুলি ATP উত্পন্ন হয় ?

(A) 2       (B) 3       (C) 1       (D) 4

 

47.  করোনারি সাইনাসের প্রবেশ পথে কোন কপাটিকাটি অবস্থান করে ?

(A) মাইট্রাল কপাটিকা        (B) ইউস্টেসিয়ান কপাটিকা       (C) থিবেসিয়ান কপাটিকা      (D) ত্রিপত্রক কপাটিকা

 

48.  নিম্নলিখিত কোন অঙ্গটি পাচক উৎসেচক উত্পন্ন করে না ?

(A) লালাগ্রন্থি       (B) অগ্ন্যাশয়       (C) যকৃত     (D) পাকস্থলী

 

49.  পরিণত প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে ক্যালসিফেরলের অভাবে যে রোগ হয়, তা হল

(A) কেরাটোম্যালাসিয়া        (B) অস্টিওম্যালাসিয়া       (C) গ্লসাইটিস        (D) পারনিসিয়াস রক্তাল্পতা

 

50.  কোন রক্ত কণিকাগুলি আগ্রাসন পদ্ধতিতে ব্যাক্টেরিয়াকে কোষের অভ্যন্তরে গ্রহণ করতে পারে ?

(A) ইওসিনোফিল এবং বেসোফিল 

(B) বেসোফিল এবং লিম্ফোসাইট

(C) নিউট্রোফিল এবং মনোসাইট

(D) নিউট্রোফিল এবং লিম্ফোসাইট

 

51.  কোন উদ্দীপনা বর্ধক (excitatory) নিউরোট্রান্সমিটারটি মূলতঃ স্নায়ুপেশী সন্ধিস্থলে সংবেদ (impulse) পরিবহনের সঙ্গে যুক্ত ?

(A) এপিনেফ্রিন        (B) সেরোটোনিন        (C) অ্যাসিটাইল কোলিন      (D) গ্লাইসিন

 

52.  গুরু মস্তিষ্কের (cerebral cortex) কোন অংশটি বক্তব্যের অন্তর্নিহিত অর্থ উদঘাটনের জন্য দায়ী ?

(A) ব্রোকা অঞ্চল        (B) ওয়ারনিকস অঞ্চল        (C) প্রিমোটর অঞ্চল        (D) সংবেদী কর্টেক্সের সহযোগী অঞ্চল

 

53.  নিম্নলিখিত কোন পিটুইটারী হরমোন নিঃসরণের ক্ষেত্রে রিলিজিং (releasing) হরমোন জড়িত নয় ?

(A) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH)

(B) ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)

(C) অক্সিটোসিন

(D) প্রোল্যাকটিন

 

54.  নিম্নলিখিত কোন হরমোনটি ফ্যাটি অ্যাসিডের রূপান্তর (derivative) ?

(A) গ্যাসট্রিন       (B) থাইরক্সিন        (C) ইস্ট্রোজেন        (D) প্রস্টাগ্ল্যানডিনস

 

55.  নিম্নলিখিত কোনটি পেশীসংকোচনের সঙ্গে জড়িত নয় ?

(A) ক্যালসিয়াম আয়ন        (B) ট্রোপোনিন        (C) অ্যাকটিন        (D) ম্যাগনেসিয়াম আয়ন

 

56.  নেফ্রনের পরাসংবর্ত বৃক্কনালিকা (Proximal convoluted tubule) যে কাজের জন্য দায়ী, তা হল

(A) রক্তের পরিস্রাবণ

(B) গ্লোমেরুলাসের পরিস্রাবণ হার বজায় রাখা 

(C) গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, NaCl এবং জলের নির্বাচনশীল পুনঃশোষণ (selective reabsorption)

(D) কেবলমাত্র লবণের পুনঃশোষণ

 

57.  নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি লেডারবার্গ এবং টেটাম (1946) আবিষ্কার করেন ?

(A) ট্রান্সডাকশন       (B) ট্রান্সফরমেশন        (C) অযৌন জনন        (D) কনজুগেশন

 

58.  Gram-staining করার সময় ব্যাকটেরিয়ার যে উপাদানটি crystal violet রঙটি ধরে রাখে তা হল

(A) O -অ্যান্টিজেন (O-antigen)

(B) লাইপোপলিস্যাকারাইড (Lipopolysaccharide)

(C) পেপটাইডোগ্লাইকান (Peptidoglycan)

(D) সাইটোপ্লাজমীয় পর্দা বা ঝিল্লী (Cytoplasmic membrane)

 

59.  নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়াটিকে শৃঙ্খলিত অবস্থায় দেখা যায় ?

(A) Escherichia coli       (B) Bacillus subtilis       (C) Streptococcus pyogenes      (D) Micrococcus flavus

 

60.  জিন ক্লোনিং -এর সময় যে উৎসেচকটি ইনসারট (insert) DNA -এর সঙ্গে প্লাসমিড ভেক্টরের (plasmid vector) সংযুক্তিকরণে ব্যবহৃত হয় তা হল

(A) DNA লাইগেজ       (B) রেসট্রিকসান এণ্ডোনিউক্লিয়েজ        (C) অ্যালকালাইন ফসফেটেজ        (D) এক্সোনিউক্লিয়েজ

 

61.  K(5)C5A(∞)G(5) পুষ্প সংকেতের প্রদত্ত অংশটির দ্বারা সূচিত সঠিক বৈশিষ্ট্যগুলি হল-

(A) সংযুক্ত বৃত্যাংশ, মুক্ত দলাংশ, সংযুক্ত গর্ভপাত এবং অধিগর্ভ

(B) মুক্ত বৃত্যাংশ, মুক্ত দলাংশ, সংযুক্ত গর্ভপাত এবং অধোগর্ভ

(C) সংযুক্ত বৃত্যাংশ, সংযুক্ত দলাংশ, মুক্ত গর্ভপাত এবং অধিগর্ভ

(D) সংযুক্ত বৃত্যাংশ, মুক্ত দলাংশ, সংযুক্ত গর্ভপাত এবং অধোগর্ভ

 

62.  একটি উদ্ভিদ প্রজাতির পীতবর্ণ পুষ্প ও গোলাকৃতি ফল প্রকট বৈশিষ্ট্য এবং শ্বেতবর্ণ পুষ্প ও লম্বাকৃতি ফল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য । একটি পূর্ণ প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন (পীতপুষ্প ও গোলাকৃতি ফল) উদ্ভিদের সঙ্গে অন্য একটি পূর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন (শ্বেতপুষ্প ও লম্বাকৃতি ফল) উদ্ভিদের সংকরায়ণ করা হয়েছিল । তার ফলে F1 জননে 20 টি অপত্য উদ্ভিদ পাওয়া গিয়েছিল । F1 উদ্ভিদগুলির স্বনিষেকের ফলে F2 প্রজন্মে 960 টি উদ্ভিদ পাওয়া গিয়েছিল । এ ক্ষেত্রে মেন্ডেলীয় বংশগতি অনুসৃত হলে, F1 এবং F2 প্রজন্মে প্রাপ্ত উদ্ভিদ গুলির মধ্যে পীতবর্ণ পুষ্প ও গোলাকৃতি ফল বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের সংখ্যা যথাক্রমে

(A) 20, 960        (B) 20, 540       (C) 10, 180       (D) 10, 60

 

63.  স্তম্ভ I -এর সাথে স্তম্ভ II -এর মিল করে সঠিক উত্তরটি নির্বাচন কর

স্তম্ভ Iস্তম্ভ II
P. আগাছা দমনi. জিববারেলিন ( Gibberellin)
Q. অঙ্কুরোদ্গমii. সাইটোকাইনিন (Cytokinin)
R. ফল পরিপক্কনiii. 2,4-D
S. বিলম্বিত পত্রমোচনiv. ইথিলিন (Ethylene)

(A) P-ii, Q-iv, R-iii, S-i        (B) P-iii, Q-i, R-iv, S-ii        (C) P-i, Q-ii, R-iv, S-iii       (D) P-ii, Q-iii, R-i, S-iv

 

64.  গ্লুকোজ অণুর সবাত শ্বসনে 38 অণু ATP উত্পন্ন হয় । নিম্নলিখিত ধাপগুলিতে উত্পন্ন ATP -র সংখ্যা লেখো : গ্লাইকোলিসিস (P), পাইরুভেট থেকে অ্যাসিটাইল-CoA উত্পাদন (Q) এবং ক্রেবস চক্র (R)

(A) P = 2, Q = 6, R = 30

(B) P = 8, Q = 6, R = 24

(C) P = 8, Q = 10, R = 20

(D) P = 2, Q = 12, R = 24

 

65.  সালোকশ্বসন (photorespiration) প্রক্রিয়ায় গ্লাইকোলেট এবং গ্লাইঅক্সিলেট উত্পন্ন হওয়ার সময় কোষীয় অঙ্গাণু ব্যবহৃত হয় । তাদের ক্রম হল

(A) প্রথমে ক্লোরোপ্লাস্ট এবং পরে মাইটোকনড্রিয়া

(B) প্রথমে ক্লোরোপ্লাস্ট এবং পরে পারঅক্সিজোম

(C) প্রথমে পারঅক্সিজোম এবং পরে মাইটোকনড্রিয়া

(D) প্রথমে পারঅক্সিজোম এবং পরে ক্লোরোপ্লাস্ট

 

66.  ক্ষরিত পদার্থ নিঃসরণের সময় কোষ বিনিষ্ট হয়

(A) হালোস্ক্রিন গ্রন্থিতে      (B) অ্যাপোক্রিন গ্রন্থিতে        (C) মেরোক্রিন গ্রন্থিতে       (D) মিশ্র গ্রন্থিতে

 

67.  X -রশ্মির প্রয়োজন হয়

(A) আলট্রাসোনোগ্রাফিতে       (B) CT স্ক্যানিং -এ     (C) MRI -তে       (D) NMR -এ

 

68.  নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয় ?

(A) টেস্টটিউব শিশু টেস্টটিউবের মধ্যে বৃদ্ধিলাভ করে

(B) টেস্টটিউব শিশু মাতৃগর্ভে বৃদ্ধিলাভ করে

(C) টেস্টটিউব শিশু ধাত্রী মাতার গর্ভে বৃদ্ধিলাভ করে

(D) জরায়ু -মধ্যস্থ নিষেকের মাধ্যমে বৃদ্ধিলাভ করে

 

69.  ভ্রূণের বৃদ্ধির ক্রমপর্যায় হল

(A) ব্লাস্টুলা - মরুলা - জাইগোট - গ্যাসস্ট্রুলা - ভ্রুণ

(B) জাইগোট - ব্লাস্টুলা - মরুলা - গ্যাসস্ট্রুলা - ভ্রুণ

(C) জাইগোট - মরুলা - ব্লাস্টুলা - গ্যাসস্ট্রুলা - ভ্রুণ

(D) গ্যাসস্ট্রুলা - মরুলা - জাইগোট - ব্লাস্টুলা - ভ্রুণ

 

70.  ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর জ্বর আসার সময়ের অন্তর নির্ভর করে ম্যালেরিয়া রোগের ধরনের উপর । গবেষণা-লব্ধ তথ্য নির্দেশ করে (1) 36 থেকে 48 ঘন্টা অন্তর, (2) 48 ঘন্টা অন্তর অথবা (3) 72 ঘন্টা অন্তর ঐ জ্বর আসে । যদি কোন ম্যালেরিয়া রোগীর 48 ঘন্টা অন্তর জ্বর আসে, তা হলে ঐ রোগী যে ম্যালেরিয়ায় আক্রান্ত তা হল

(A) কেবলমাত্র বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া

(B) কোয়ারানটান ম্যালেরিয়া বা মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া

(C) ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া বা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া

(D) মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া বা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া

 

71.  E. coli -এর ক্রোমোজোমাল DNA -র গঠন হল

(A) দ্বিতন্ত্রী, দক্ষিণাবর্ত এবং চক্রাকার

(B) একতন্ত্রী, দক্ষিণাবর্ত এবং চক্রাকার

(C) দ্বিতন্ত্রী, বামাবর্ত এবং মুক্তপ্রান্তবিশিষ্ট

(D) দ্বিতন্ত্রী, বামাবর্ত এবং চক্রাকার

 

72.  মানবদেহে ভিটামিন B12 শোষণের জন্য "P" গ্লাইকোপ্রোটিনের প্রয়োজন হয় যা "Q" থেকে ক্ষরিত হয় । সঠিক P এবং Q হল

(A) P = এক্সট্রিনসিক ফ্যাক্টর, Q = পাকস্থলী

(B) P = এক্সট্রিনসিক ফ্যাক্টর, Q = পাকস্থলী

(C) P = এক্সট্রিনসিক ফ্যাক্টর, Q = ক্ষুদ্রান্ত্র

(D) P = এক্সোপলিস্যাকারাইড, Q = ক্ষুদ্রান্ত্র

 

73.  মেরুদণ্ডের অন্তর্বর্তী চাকতিতে কি ধরনের কশেরুকা থাকে ?

(A) কস্টাল কশেরুকা      (B) হায়ালিন কশেরুকা       (C) শ্বেত তন্তুময় কশেরুকা       (D) পীত-স্থিতিস্থাপক কশেরুকা

 

74.  শুক্রাণু উত্পাদনের হার অত্যধিক তরান্বিত হলে, ইনহিবিন (Inhibin) ক্ষরিত হয় । ইনহিবিন যার ক্ষরণ হ্রাস করে সেটি হল

(A) লিউটিনাইজিং হরমোন (LH)

(B) ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)

(C) টেস্টোস্টেরন

(D) ইনটারস্টিসিয়াল কোষ স্টিমুলেটিং হরমোন (ICSH)

 

75.  নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি চেষ্টীয় কর্টেক্সের ক্ষেত্রে সঠিক ?

(i) এটি গুরুমস্তিষ্কের ফ্রনটাল লোব এর অভ্যন্তরে অবস্থিত

(ii) এটিতে পিরামিডল কোষ থাকে

(iii) এটি সর্বপ্রকার দৃষ্টি সম্পর্কীয় কাজের জন্য দায়ী

(iv) এটি চিন্তন প্রক্রিয়ার (thought process) জন্য অপরিহার্য

(v) এটি জাগরণের উদ্দীপনা দেয় (stimulates wakefulness)

(vi) এটি ঐচ্ছিক পেশীর সঞ্চালন (movements) নিয়ন্ত্রণ করে

(A) (i), (ii), (iii) এবং (iv)         (B) (ii), (iii), (iv) এবং (v)        (C) (ii), (iv), (v) এবং (vi)        (D) (i), (ii), (iv) এবং (vi)

 

76.  C4 সালোকসংশ্লেষের ক্ষেত্রে নীচের কোন উক্তি (গুলি) প্রযোজ্য

(A) Kranz anatomy C4 উদ্ভিদের একটি আবশ্যক বৈশিষ্ট্য

(B) C3 উদ্ভিদ অপেক্ষা C4 উদ্ভিদ জল ব্যবহারে অধিক পারদর্শী

(C) C4 প্রক্রিয়ায় সালোকশ্বসনের হার হ্রাস পায়

(D) অক্সালোঅ্যাসিটেট থেকে ম্যালেট রূপান্তরকরণ bundle sheath কোষে হয়

 

77.  কোন কোন পদ্ধতি দ্বারা পরীক্ষাগারে উন্নত জিন-সমৃদ্ধ শস্য প্রজাতি উদ্ভাবন করা যায় ?

(A) অঙ্গজ সংকরায়ণ (Somatic hybridization

(B) জিনস্থানান্তর প্রকৌশল (Transgenic technology)

(C) কোষ নিমগ্ন কর্ষণ (Cell suspension culture)

(D) সোমাক্লোনাল প্রকরণ (Somaclonal variation)

 

78.  কালাজ্বর ছড়াতে স্যান্ডফ্লাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা

(A) কেবলমাত্র কালাজ্বরে আক্রান্ত রোগীর রক্ত পান করে

(B) আম্যাস্টিগোটকে প্রোম্যাস্টিগোটে রূপান্তরিত করে

(C) আক্রান্ত রোগীর দেহ থেকে রক্ত শোষণের সময় আম্যাস্টিগোটকে গলাধঃকরণ করে

(D) সুস্থ মানুষের দেহ থেকে রক্ত শোষণের সময় প্রোম্যাস্টিগোটকে ঢুকিয়ে দেয়

 

79.  নিম্নলিখিত কোন কারণ (গুলি) (factors) রক্তচাপ বৃদ্ধি করে ?

(A) হার্দ-উত্পাদন বৃদ্ধি       (B) রক্তনালী সংকোচন        (C) প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুর উদ্দীপনা       (D) রক্তের পরিমাণ বৃদ্ধি

 

80.  নিম্নলিখিত উক্তি (গুলি)র মধ্যে কোনটি/কোনগুলি সঠিক ?

(A) অ্যান্টিবায়োটিক ব্যাকটিরিয়া ধ্বংস করতে পারে কিন্তু ডিসইনফেকটান্ট পারে না

(B) ডিসইনফেকটান্ট -এর জীবাণু ধ্বংস ক্ষমতা অ্যান্টিবায়োটিকের অপেক্ষা বেশি

(C) অ্যান্টিবায়োটিক -এর উত্স জীবাণু, কিন্তু ডিসইনফেকটান্টগুলি রাসায়নিক যৌগ

(D) অ্যান্টিবায়োটিক রোগীর দেহে অনুপ্রবেশ (inject) করানো যেতে পারে যেখানে ডিসইনফেকটান্ট -এর ক্ষেত্রে তা করা যায় না

***

 

Comments

Related Items

WBJEE Mathematics Question Paper 2014 (Eng)

1. The number of solution(s) of the equation [tex]\sqrt{x+1}-\sqrt{x-1}=\sqrt{4x-1}[/tex] is/are

(A) 2      (B) 0       (C)  3       (D) 1 

 

2.  The value of |z|² + |z - 3|² + |z - i|² is minimum when z equals