Madhyamik -2009 Physical Science (Ben ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 23:51
Year: 2009

MADHYAMIK EXAMINATION- 2009  Physical Science (New Syllabus)  (Bengali Version)

সময়-তিন ঘন্টা  - পূর্ণমান-৯০

 

‘ক’ বিভাগ

1.যে কোনো দশটি প্রশ্নের উত্তর দওঃ

1.1  প্রমাণ চাপেড় মান কত ?

1.2  ম্যাগনেশিয়ামের পারমাণবি সংখ্যা 12; Mg2+  আয়নে ইলেকট্রনের সংখ্যা কত?

1.3  মোমের দহন কী ধরনের পরিবর্তন ?

1.4  তাপমাত্রার পরিবতর্ন না ঘটিয়ে যে তাপ কোনো বস্তুর অবস্থার পরিবতর্ন ঘটায় তাকে কী তাপ বলে ?

1.5  ক্ষমতার SI একক কী ?

1.6  আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরন দাও ।

1.7  ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যোগ করা হয় ?

1.8  তেজস্কিয় রশ্মি তেজস্কিয় মৌলের পরমানুর কোন অংশে থেকে নির্গত হয় ?

1.9  একটি আম্লিক লবনের উদাহরন দাও ।

1.10  অজৈব সাররূপে ব্যবহার করা হয় এমন একটি যৌগের নাম লেখ।

1.11  সাধারন তুলাযন্ত্রের সাহায্যে কোন ভৌতরাশি মাপা হয়?

1.12  একটি জীবজ অণুর উদাহরণ দাও।

1.13  ফুলারিনকে অতিরিক্ত অক্সিজেন সম্পুর্ণ দহন করলে কী গ্যাস উৎপন্ন হয়?

 

‘খ’ বিভাগ

2.1 নীচের রাশিগুলির কোনটি স্কেলার ও কোনটি ভেক্টর রাশি লেখোঃ            

       দৈর্ঘ্য, ওজন, কায, বেগ                                                                                                   2

2.2.1 পৃথিবী থেকে কোনো বস্তুকে চাঁদে নিয়ে গেলে বস্তুটির ওজনের পরিবতর্ন হবে কি?ব্যাখ্যা করো।  1+1

2.2.2 একটি মাত্রাহীন ভৌতরাশির উদাহরণ দাও।

2 2.3  দুই টুকরো বরফকে একসঙ্গে ধরে জোরে চাপ দিয়ে ছেড়ে দিলে জোড়া লেগে যায় কেন? বটমলীর পরীক্ষায় তামার তারের পরিবর্তে সুতো ব্যবহার করলে কী হবে? 2+1

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2018 Bengali (First Language)

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ x ১৭ = ১৭ ১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান— (ক) একদিন (খ) দুদিন (গ) চারদিন (ঘ) পাঁচ দিন ১.২ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ? (ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ

Madhyamik Exam 2014 Physical Science Question Paper (English Version)

2014 PHYSICAL SCIENCE, (Bifurcated Syllabus), (For Regular & External Candidates), Time : 3 Hours 15 Minutes, Full Marks : 90 (for Regular Candidates), (First fifteen minutes for : 100 (for External candidates), reading question paper only, and 3 hours for writing), Special credit will be given for answers which are brief and to the point.

Madhyamik Exam 2014 Life Science Question Paper (English Version)

2014 LIFE SCIENCE (BIFURCATED SYLLABUS), Time- Three Hours Fifteen Minutes (First fifteen minutes for reading the question paper only) Full Marks-90 (For Regular and Sightless Regular Candidates) Full marks-100 (For External and Sightless External Candidates) FOR REGULAR, EXTERNAL AND SIGHTLESS

Madhyamik Exam 2014 Geography Question Paper (English Version)

Madhyamik Exam question paper of Geography. WBBSE History question paper 2014. This is for class X syllabus only. English version of the question paper. Previous year question paer of Geography.

Madhyamik Exam 2014 History Question Paper (English Version)

Madhyamik question paper of History. WBBSE History question paper 2014. This is for class X syllabus only. English version of the question paper. Previous year question paer of History.