Madhyamik 2008: Bengali 1st Language 2nd Paper

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 23:24

MADHYAMIK EXAMINATION,-2008  বাংলা-দ্বিতীয় পত্র
সময়-তিন ঘন্টা  -  পূর্ণমান-৯০  [নতুন পাঠ্যক্রম]

১. প্রতিটি উত্তর অনাধিক তিনটি ব্যাক্যে লিখে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ  [৩x২=৬]
১.১  “যে-যায়, সে তো আর ফিরে না”-বক্তার কখন এরুপ উপলব্ধি ঘটেছিল ?
১.২  “সে-ই কেবল কাঁদিল না”।– উদ্দিষ্ট ব্যক্তির না কাঁদার কারণ কী ?
১.৩  “ওর সবচেয়ে বিপদের দিন”,- দিনটি ‘সবচেয়ে বিপদের’কেন ?
১.৪  “এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি”!-কোন দৃশ্যের কথা এখানে বলা হয়েছে?
১.৫  “ছোকরার পেটে এলেম আছে”,- বক্তা এখানে কোন ‘এলেমে’র ইঙ্গিত দিয়েছেন ?
১.৬  “আমরা ওই বায়ুকে দূষিত বায়ু বলি”।–বায়ুকে কখন দূষিত বলা হয়?

২. প্রতিটি উত্তর কম-বেশি ছটি বাক্যে লিখে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ   ৫x৫=২৫
২.১  “তাহার আভাস পাইতাম কিন্তু নাগাল পাইতাম না”।– এখানে কীসের  আভাসের কথা বলা হয়েছে ? এই নাগাল না পাবার ফল কী হয়েছিল ?  ২+৩
২.২  “গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল”,- কখন গফুরের দ্বিতীয়বার     আত্মবিস্মৃতি ঘটেছিল ? এই আত্মবিস্মৃতির পর সে কী করেছিল ? ২+৩
২.৩  “বাজাটা ব্যাচেয়া যা পাই তোক পাঠামো”।– এখানে কোন ‘বাজাটা’র কথা বলা হয়েছে ? বক্তা সেটা বেচতে চায় কেন ?  ২+৩
২.৪  ‘কী ভয়ানক প্রতিহিংসা নিবারণের,কিছুই ও ভোলে না’।– নিবারণের প্রতিহিংসার কারন কী ? কীভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল? ২+৩
২.৫  সাধারন দূষণের তুলনায় তেজস্ক্রিয় দূষণের পার্থক্য কী ? তেজস্ক্রিয়ার বিকিরণ কী কী ক্ষতি করে তা ‘পরিবেশ দূষণ’ প্রবন্ধ অবলম্বনে লেখো।২+৩       
২.৬  ‘রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল’।– তন্দ্রা ভেঙে তারা কী দেখল ? বিস্ফোরণের ফলে তাদের কী ক্ষতি হয়েছিল ?
২.৭ “এই শৃঙ্গে উঠিলেই তোমার অভীষ্ট সিদ্ধ হইবে”।–উদ্দিষ্ট ব্যক্তির অভীষ্ট কী ছিল ? সেই  অভীষ্ট কীভাবে সিদ্ধ হয়েছিল খুব সংক্ষেপে তার বিবরণ দাও।
 
সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

Comments

Related Items

Madhyamik -2013 Mathematics (Ben ver)

2013 MATHEMATICS (Compulsory) Time - Three Hours Fifteen Minutes . Full Marks 90 — For Regular Candidates . Full Marks 100 — For External Candidates ( দ্বিভাজিত পাঠ্যসূচী ) 1. সব প্রশ্নের উত্তর দাও : (i) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 5 : 4 হলে , ক্ষতির শতকরা হার কত ? 1

Madhyamik -2013 Mathematics (Eng ver)

2013 Mathematics (compulsory) [ENGLISH VERSION] (Bifurcated Syllabus) (According to Syllabus of Class X only) 1. Answer all questions : (i) If the ratio of cost price and selling price of an articleis 5 : 4, what is the percentage of loss ? 1

Madhyamik - 2013 Bengali 1st Language Question Paper

২০১৩ বাংলা — প্রথম ভাষা ( দ্বিভাজিত পাঠ্যসূচি ) সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট ( প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ) [নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -৯০ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -১০০] (নিয়মিত ও বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

Madhyamik -2013 Physical Science (Ben ver)

2013 PHYSICAL SCIENCE (Bifurcated Syllabus) (For Regular and External Candidates) Time : 3 Hours 15 Minutes Full Marks : 90 (for Regular Candidates) (First fifteen minutes for reading the question paper)

Madhyamik -2013 Physical Science (Eng ver)

2013 Physical Science Bifurcated & Combined Syllabus (ENGLISH VERSION) (Bifurcated Syllabus) (For Regular and External Candidates) Time : 3 Hours 15 Minutes : Full Marks : 90 (for Regular Candidates) (First fifteen minutes for reading the question paper)