বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অস্ত্রের বিরুদ্ধে গান
১. জয় গোস্বামীর লেখা একটি কবিতা হল —
(ক) 'অসুখী একজন' (খ) 'আফ্রিকা' (গ) 'অভিষেক' (ঘ) 'অস্ত্রের বিরুদ্ধে গান' ।
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অদল বদল
১. হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? — [মাধ্যমিক-২০১৭]
(ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে ।
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - পথের দাবী
১. 'দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে ।'— বক্তা হলেন - [মাধ্যমিক - ২০১৮]
(ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) গিরীশ মহাপাত্র
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বহুরূপী
১. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় — [মাধ্যমিক - ২০১৭]
(ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা (গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা ।
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - নদীর বিদ্রোহ
১. 'ট্রেনটি নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল' — কোন ট্রেনটি ?
(ক) ৭নং ডাউন প্যাসেঞ্জার (খ) ৬নং ডাউন প্যাসেঞ্জার (গ) ৫নং ডাউন প্যাসেঞ্জার (ক) ৮নং ডাউন প্যাসেঞ্জার ।
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - আয় আরো বেঁধে বেঁধে থাকি
'আয় আরো বেঁধে বেঁধে থাকি' — কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [মাধ্যমিক - ২০১৮]
(ক) 'নিহিত পাতাল ছায়া' (খ) 'পাঁজরে দাঁড়ের শব্দ' (গ) 'দিনগুলি রাতগুলি' (ঘ) 'জলই পাষাণ হয়ে আছে' ।
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অভিষেক
১. ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
(ক) ইন্দিরা (খ) সরমা (গ) নিকষা (ঘ) প্রমীলা ।
২. ইন্দ্রজিতের কাছে ছদ্মবেশে কে এসেছিলেন ? —
(ক) জনক সুতা (খ) পাঞ্চাল সুতা (গ) দানব সুতা (ঘ) অম্বুরাশি-সুতা ।
Answer for Madhyamik Examination (WBBSE) - 2019 Bengali (First Language)
১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? (ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) রংমশাল
Answer for Madhyamik Examination (WBBSE) - 2018 Bengali (First Language)
১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান— (ক) একদিন (খ) দুদিন (গ) চারদিন (ঘ) পাঁচ দিন
বাংলার উৎসব
উৎসব হল মানবজীবনের একটি অপরিহার্য অঙ্গ । মানুষ শুধু খেয়ে-পরে বেঁচেই সন্তুষ্ট থাকে না । সে অনেকের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চায় । মানুষ দৈনন্দিন জীবনের গতানুগতিক একঘেয়েমির জীবন থেকে মুক্তি চায় । শ্রমক্লান্ত জীবনে পেতে চায় সহজ অনাবিল আনন্দ । আর তাই মানুষ উৎসবে মেতে ওঠে ।
মিড ডে মিল (Mid-Day-Meal)
শিশুদের শিক্ষার অধিকার সবচেয়ে বড় অধিকার । দারিদ্র্য পীড়িত ভারতে বেশির ভাগ শিশু এই অধিকার থেকে বঞ্চিত । পেটের ক্ষুধা নিবারণের জন্য বেশির ভাগ শিশু, শিশুশ্রমিকে পরিণত হয় । শিশুদের শৈশবকে সুরক্ষিত করার জন্য ভারত সরকার এক জনমুখি প্রকল্প গ্রহণ করেন । এই প্রকল্পের নাম মিড-ডে-মিল ।
Madhyamik Examination (WBBSE) - 2019 ENGLISH (Second Language)
1. Read the passage carefully and answer the questions that follows :
" What have you written, Father ?" Swami asked apprehensively. "Nothing for you. Give it to your headmaster and go to your class." "Have you written anything about our teacher Samuel ?" "Yes. Plenty of thing"
Madhyamik Examination (WBBSE) - 2019 Life Science (Bengali version)
১.১ ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো—
(ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
(খ) উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়
(গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়
(ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন
Madhyamik Examination (WBBSE) - 2019 MATHEMATICS (Bengali Version)
[i] কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত [tex] {{1 \over 2} : {1 \over 3}} [/tex] হলে, তাদের মূলধনের অনুপাত—
(a) 2 : 3 (b) 3 : 2 (c) 1 : 1 (d) 5 : 3
[ii] যদি [tex] p + q = \sqrt {13}[/tex] এবং [tex] p - q = \sqrt 5 [/tex] হয়, তাহলে pq -এর মান—
(a) 2 (b) 18 (c) 9 (d) 8
Madhyamik Examination (WBBSE) - 2019 Physical Science (Bengali version)
1.1 নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?
(a) N2 (b) O2 (c) CH4 (d) He
1.2 STP -তে 2.24 L অধিকার করে
(a) 4.4g CO2 (b) 0.64g SO2 (c) 28g CO (d) 16g O2 (C=12, O=16, S=32)
Madhyamik Examination (WBBSE) - 2019 Geography (Bengali version)
১.১ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে—
(ক) আরোহণ প্রক্রিয়া (খ) অবরোহণ প্রক্রিয়া (গ) আবহবিকার প্রক্রিয়া (ঘ) নগ্নীভবন প্রক্রিয়া
১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে—
(ক) নুনাটাক (খ) ক্লেভাস (গ) অ্যারেট (ঘ) সার্ক
Madhyamik Examination (WBBSE) - 2019 History (Bengali version)
১.১ মোহনবাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল—
(ক) ১৮৯০ খ্রিঃ (খ) ১৯০৫ খ্রিঃ (গ) ১৯১১ খ্রিঃ (ঘ) ১৯১৭ খ্রিঃ
১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন—
(ক) চলচ্চিত্রের সঙ্গে (খ) ক্রীড়া জগতের সঙ্গে (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে (ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে
Madhyamik Examination (WBBSE) - 2019 Bengali (First Language)
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭ x ১ = ১৭
১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ?
(ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) রংমশাল
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - আফ্রিকা
১. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ? — (ক) দয়াময় দেবতার প্রতি (খ) কবির সংগীতের প্রতি (গ) নিজের প্রতি (ঘ) ধরিত্রীর প্রতি
২. "সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী"— 'সভ্যতার শেষ পূর্ণবাণী'— (ক) বিদ্বেষ ত্যাগ করো (খ) ক্ষমা করো (গ) ভালোবাস (ঘ) মঙ্গল করো
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - হারিয়ে যাওয়া কালি কলম
১. পালকের কলমের ইংরেজি নাম হল — (ক) স্টাইলাস (খ) ফাউন্টেন পেন (গ) কুইল (ঘ) রিজার্ভার পেন
২. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন — (ক) প্রাবন্ধিক (খ) দার্শনিক (গ) গল্পকার (ঘ) নাট্যকার