পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে Group - C (Lower Division Clerk / Assistant) পদ পূরণের জন্য West Bengal Staff Selection Commission প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য যোগ্যতাসম্পন্ন পদপ্রার্থীদের নিকট থেকে দরখাস্ত গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । [Advertisement No. 01/WBSSC/2013]
(১) পদের নাম [Name of the Posts]: Lower Division Clerk / Assistant
(২) বেতন ক্রম [Scale of Pay] : পে ব্যান্ড -২ (Rs. 5,400/- থেকে 25, 200/-) + গ্রেড পে Rs. 2600/-
(৩) শূণ্য পদের সংখ্যা [No. of Vacancies]: ৩০৫০ (জেলা ভিত্তিক শূণ্য পদের সংখ্যা কমিশনের website -এ প্রকাশিত হবে)
(৪) আবেদনকারীর যোগ্যতা [Educational Qualification]: নিম্নলিখিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণ আবেদন করতে পারেন ।
(i) পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদ বা এর সমতুল পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ।
(ii). Computer Operation -এর প্রাথমিক জ্ঞান সহ Computer -এ টাইপ করতে সক্ষম [ইংরেজিতে ৩৫ টি শব্দ প্রতি মিনিট এবং বাংলায় ২৫ টি শব্দ প্রতি মিনিট ] কোনো গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে নুন্যতম ৬ মাসের অভিজ্ঞতা ।
♦ বিশেষ দ্রষ্টব্য :-
(i) উপরোক্ত যোগ্যতাবলী পদপ্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের দিন অথবা তার পূর্বেই অর্জন করতে হবে । পরবর্তীকালে যোগ্যতাবলীর শংসাপত্র / প্রমাণাদি VERIFICATION -এর সময়ে যদি দেখা যায় যে উপরোক্ত যোগ্যতাবলী পদপ্রার্থী বিজ্ঞপ্তি প্রকাশের পরে অর্জন করেছেন, তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল বলিয়া গণ্য হবে ।
(ii) Lower Division Clerk / Assistant ইত্যাদি পদে নিয়োগের পর পদাধিকারীকে Elementary Knowledge on Computer Operation এবং computer টাইপিং -এর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । পরীক্ষাটি ছয়মাস অন্তর বছরে দু-বার অনুষ্ঠিত হবে । রাজ্য সরকারের অর্থদপ্তর এই পরীক্ষা সময়মত বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করবেন । পরীক্ষায় অনুত্তীর্ণ পদাধিকারী Increment ও প্রমোশন সহ অন্যান্য পেশাগত সুবিধা থেকে বঞ্চিত হবেন ।
(৫) বয়স সীমা [Age Limit]: ০১.০১.২০১৩ তারিখে ৪০ বছরের উর্ধ্বে ও ১৮ বছরের নীচে নয় । প্রচলিত সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্ব সীমা শিথিলযোগ্য ।
(i) তপশিলি জাতি /উপজাতিদের ক্ষেত্রে ৫ বত্সর,
(ii) BC - A এবং BC - B -দের ক্ষেত্রে ৩ বত্সর,
(iii) শারীরিক প্রতিবন্ধীদের [৪০ শতাংশ ও তার অধিক] ক্ষেত্রে ৪৫ বত্সর বয়স পর্যন্ত ,
(iv) সরকারি কর্মচারীদের [যাঁরা অন্তত দুই বত্সর কাল কর্মরত] ক্ষেত্রে ২ বত্সর,
(v) Ex-Servicemen পদপ্রার্থীদের ক্ষেত্রে তাঁদের প্রদেয় service কাল অনুযায়ী হিসাবিকৃত বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য ।
(৬) জন্ম তারিখ : একমাত্র মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার Admit Card -এ উল্লিখিত জন্ম তারিখ গ্রহণযোগ্য ।
(৭) Online -এ, ডাকঘর মারফত অথবা Tathya Mitra Kendras -এর মাধ্যমে আবেদন করতে হবে ।
(৮) আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ও সময় [Last Date of Application]: ১৩ ই সেপ্টেম্বর ২০১৩ ( বৈকাল ৪টা পর্যন্ত ) ।
(৯) Examination Fees এবং Processing Fees :
Sl.No | Category | Examination Fee | Processing Fee | Total Amount Payable |
(i) | তপশিলি জাতি/উপজাতিভুক্ত এবং শারীরিক প্রতিবন্ধী [৪০ শতাংশ বা তার অধিক] পদপ্রার্থী ব্যতিরেকে অন্যান্য সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে | Rs. 200/- | Rs. 20/- | Rs. 220/- |
(ii) | তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে | Nil | Rs.20/- | Rs.20/- |
(iii) | তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে | Nil | Rs. 20/ | Rs. 20/ |
(iv) | শারীরিক প্রতিবন্ধী [৪০ শতাংশ বা তার অধিক] প্রার্থীদের ক্ষেত্রে | Nil | Rs. 20/ | Rs. 20/ |
(১০) তপশিলি জাতি/উপজাতিভুক্ত এবং শারীরিক প্রতিবন্ধী [৪০ শতাংশ বা তার অধিক] পদপ্রার্থীদের ক্ষেত্রে Examination Fee মুক্ত । শুধুমাত্র Processing Fee প্রদেয় ।
(১১) অন্য রাজ্যের তপশিলি জাতি/উপজাতিভুক্ত পদপ্রার্থীদের ক্ষেত্রে Examination Fee -এর কোনো রকম ছাড় নেই ।
(১২) বিস্তারিত তথ্যের জন্য কমিশনের ওয়েবসাইট www.wbssc.gov.in দেখুন ।
***
Scheme of the Lower Division Clerk / Assistant Recruitment Examination - 2013
পরীক্ষাটি Part -I এবং Part -II এই দুই ভাগে একই দিনে অনুষ্ঠিত হবে ।
Part -I
• ১০০ নম্বরের Multiple Choice Objective Type -এর প্রশ্ন ।
• প্রতিটি প্রশ্নের মান ১ ।
• English - (30 marks), General Studies (40 marks) এবং Arithmetic (30 marks) ।
• Part -I পরীক্ষার জন্য নির্ধারিত সময় ১ ঘন্টা ৩০ মিনিট ।
• প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা যাবে ।
Part-II অংশের পরীক্ষাটি Group -A ও Group-B দুই ভাগে ১০০ নম্বরের Conventional Type -এর প্রশ্ন । প্রতিটি Group -এর মান ৫০ ।
(a) Group -A - English - ৫০ নম্বর ।
(b) Group-B – Bengali/ Hindi/ Urdu/ Nepali - ৫০ নম্বর ।
Part -II পরীক্ষার জন্য নির্ধারিত সময় ১ ঘন্টা ।
বিশেষ দ্রষ্টব্য :-
১. যে সমস্ত পদপ্রার্থী Part-II -এর Group – B বিভাগের Bengali -র পরিবর্তে Hindi অথবা Urdu অথবা Nepali বিষয়টি নেবেন, সেই সমস্ত পদপ্রার্থীকে Probation Period -এ থাকাকালীন চাকুরিতে স্থায়ীকরণের পূর্বে Bengali -তে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
২. প্রথমে Part -I পরীক্ষার উত্তরপত্রটির মূল্যায়ন হবে । Part -I পরীক্ষায় কমিশন কর্তৃক নির্ধারিত যোগ্যতা নির্ণায়ক নম্বর পেলে তবেই পদপ্রার্থীর Part -II পরীক্ষার উত্তরপত্রটির মূল্যায়ন হবে । Part -I এবং Part -II উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে ।
৩. এই পরীক্ষার মান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার মান অনুরূপ হবে ।
***
Syllabus for the Lower Lower Division Clerk /Assistant (Group – C) Recruitment Examination - 2013
Part -I পরীক্ষার Syllabus :
English : Fundamentals of the English যেমন Vocabulary, Grammar, Sentence Structure, Synonyms, Antonyms এবং এর সঠিক প্রয়োগ, ইত্যাদি ।
General Studies : Matters of everyday observation including everyday science, Current Events, Problems with special reference to India, Elementary Knowledge of Indian History এবং Indian Geography.
Arithmetic : Divisibility, Fractions, Decimals, Recurring Decimals, Simplification, H.C.F., L.C.M., Partnership, Average, Ratio and Proportion, Percentage, Simple Interest, Profit and Loss, Time and Distance, Area of Rectangle & Squares.
Part –II পরীক্ষার Syllabus :
Group – A :
English :
(a) Drafting of a report in English from points or materials supplied;
(b) Condensing of a prose passage (summary or précis);
(c) Translation from Bengali/ Hindi/ Urdu/ Nepali, as the case may be, into English.
Group – B :
Bengali / Hindi / Urdu/ Nepali :
(a) Drafting of a report from points or materials supplied;
(b) Condensing of a prose passage (summary or précis);
(c) Translation from English into Bengali or Hindi or Urdu or Nepali, as the case may be.
***
- 46 views