Recruitment Information of Assistant Teachers (WBSSC)
১৯৯৭ সালের আগে Employment Exchange এর মাধ্যমে স্কুলে Assistant Teacher বা সহ-শিক্ষক নিয়োগ হত । অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে স্কুলের Assistant Teacher বা সহ-শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া চালু করার জন্য ১৯৯৭ সালে West Bengal School Service Commission গঠিত হয় । ১৯৯৮ সালে স্কুলের Assistant Teacher বা সহ-শিক্ষক পদে নিয়োগের জন্য School Service Commission প্রথম 'রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট' বা RLST -এর আয়োজন করা হয় । এবার ২০১২ সালের মে মাসে দ্বাদশ RLST নেওয়া হবে । ২০১২ সালের দ্বাদশ RLST -এর পরীক্ষার নিয়ম-কানুনে কিছু পরিবর্তন আনা হয়েছে ।
এখানও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এ বছরের শূন্য পদের সংখ্যা ৫৫ হাজারের কাছাকাছি হতে পারে । শূন্যপদের সংখ্যা বিজ্ঞান বিভাগে বেশি থাকার জন্য বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের অপেক্ষাকৃত বেশি সুযোগ থাকছে ।
২০১১ সালের বা তার আগের পরীক্ষায় মোট নম্বর ছিল ১০০ । লিখিত পরীক্ষায় ৭০ নম্বর, শিক্ষাগত যোগ্যতার জন্য ২৫ নম্বর ও Interview -এর জন্য ৫ নম্বর । আর লিখিত পরীক্ষার ৭০ নম্বরের মধ্যে ৬০ ছিল নির্ধারিত বিষয়ে এবং ১০ নম্বর ছিল সাধারণ জ্ঞান ও অ্যাপ্টিটিউডে (General Knowledge & Aptitude Test) ।
12th RLST [Regional Level Selection Test] (Assistant Teacher), 2011 আবেদনকারীদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য
২০১২ সালের দ্বাদশ RLST -এর লিখিত পরীক্ষা হবে ১৫০ নম্বরের । শিক্ষাগত যোগ্যতার জন্য ৩০ নম্বর আর Interview -এর জন্য ৫ নম্বর এবং শিক্ষকতায় অভিজ্ঞতার জন্য ৫ নম্বর (অভিজ্ঞতার জন্য বছরে ০.৫ নম্বর মিলবে অর্থাৎ ১০ বছরের শিক্ষকতায় অভিজ্ঞতা থাকলে ৫ নম্বর যুক্ত হবে)। মোট ১৯০ নম্বর ।
১. এবারের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর গ্রাজুয়েশন স্থরে এবং বি.এড. আবশ্যিক হচ্ছে না । অর্থাৎ স্নাতকস্থরে ৫০ শতাংশ নম্বরের কম থাকলেও বা B.Ed. ডিগ্রী না থাকলেও এবারের পরীক্ষায় বসার সুযোগ থাকছে ।
২. ৯০ নম্বরের Part-II পরীক্ষা হবে । যার মধ্যে ৩০ নম্বর থাকবে Child Development & Pedagogy, ৩০ নম্বর Language-I ও ৩০ নম্বর Language-II । Language-I হবে সেই ভাষা যেটা পরীক্ষার জন্য আপনি মাধ্যম হিসাবে নেবেন । Language-II হবে Language-I ব্যতীত অন্য কোনো ভাষা যেটা আপনি মাধ্যমিক /উচ্চমাধ্যমিক /গ্রাজুয়েশন স্থরে পড়েছেন ।
৩. ৬০ নম্বরের Subject Test (Part-I) পরীক্ষা নেওয়া হবে । Part-II (OMR) -এ ৬০ শতাংশ নম্বর পেলে তবেই Part-I এর উত্তরপত্র যাচাই করা হবে । প্যানেলে Part-II (OMR) -এর কোন নম্বর যোগ হবে না । প্যানেল হবে Part-I এর প্রাপ্ত নম্বর, Academic Score, এবং Experience এর নম্বর (যদি থাকে) এই তিনটি নিয়ে ।
৪. Experience এর জন্য প্রতি বছর ০.৫ হারে সর্বাধিক ৫ (পাঁচ) নম্বর পাওয়া যাবে ।
৫. এ বছর থেকে একই Category (Pass/Hons/PG) post -এ একজন In-Service শিক্ষক ২ বছর পূর্ণ করলেই পরীক্ষায় বসতে পারবেন ।
৬. এ বছর থেকে General Candidate বয়সের ঊর্ধসীমা ৩৭ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে । SC/ST/OBC/PH রা ৪০ বছরের উর্ধে বাড়তি বয়সের ছাড় পাবে । OBC Candidate -এর বয়সের ঊর্ধসীমা ৪৩, SC/ST -এর জন্য বয়সের ঊর্ধসীমা ৪৫ এবং PH -এর জন্য বয়সের ঊর্ধসীমা ৪৮ করা হয়েছে ।
৭. Visual Art অথবা Performing Art এ গ্রাজুয়েশন করলে এবার Work Education এ আবেদন করতে পারেন ।
৮. Biological Science (Pass) এর ক্ষেত্রে (Zoology, Botany, Physiology) বিষয় থেকে দুটি নিতে হবে অথবা (Zoology, Botany, Physiology) থেকে একটি এবং (Biotechnology, Microbiology ও Anthropology) বিষয় থেকে একটি নিতে হবে । তবে যে বিষয় নেবেন সেটি স্নাতকস্থরে পড়তে হবে ।
৯. এবার Para Teacher/Contractual/ Part Time Teacher রা Jr. HIgh/ High/Higher Secondary School এ আবেদনের শেষ দিন পর্যন্ত যদি চাকরি করে থাকেন অথবা সম্প্রসারক / সম্প্রসারিকা /মূখ্যসম্প্রসারক / মূখ্যসম্প্রসারিকা /শিক্ষা বন্ধু /শিক্ষা মিত্র / শিক্ষা সেবী সর্বশিক্ষা মিশনের অথবা শিক্ষা মিত্র রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অথবা Special Educator হলে ৫৫ বছর পর্যন্ত (0১.০১.২০১১) বয়সের ছাড় পাবেন । Graduate PTTI Candidate ও ৫৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন এবং কোন experience এর নম্বর পাবেন না । কলেজ, প্রাইমারী স্কুলের Para Teacher/Contractual/ Part Time Teacher বা deputed teacher বা vocational teacher রা বয়সের ছাড় বা experience এর নম্বর কোনটাই পাবেন না ।
অনলাইন ফর্ম পূরণ কীভাবে করবেন :-
১. ১টি সাদা কাগজে নিজের (Recent PassPort) পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে ঠিক ছবির নীচে সাদা কাগজে Signature করুন ।
২. তারপর ঐ ছবি Scan করে ছবি ও Signature এর অংশটুকু Crop করে JPG ফাইল হিসাবে Save করতে হবে ।
৩. www.westbengalssc.com এ গিয়ে Online Application Link Follow করে আপনার Data গুলো Input করুন । সব data ঠিকঠাক input করার পর Image টা upload করুন ।
৪. আপনার Form Preview করুন । সব ঠিক থাকলে Preview close করে Form submit করুন । "Submit successfully" দেখালে "Filled-in Form print করার option আসবে । তাতে click করে প্রিন্ট করুন এবং ফর্ম নম্বরটি নিজের কাছে লিখে রাখুন । যা দিয়ে ভবিষ্যতে আপনি আবার ফর্মটি প্রিন্ট করতে পারেন । Filled-in-Form এ প্রিন্ট দুটি পৃষ্ঠায় আসবে ।
৫. ফর্ম প্রিন্ট button এর ঠিক নিচে চালান প্রিন্ট করার option থাকবে । সেটা click করে challan print করে নেবেন ।
৬. ফর্ম -এর page দুটি পরপর রেখে তারপর আপনার self attested document গুলি দেবেন এবং সর্বশেষে challan এর page টি এমনভাবে দেবেন যাতে print করা দিকটি বাইরের দিকে থাকে । এভাবে সাজিয়ে সব একসাথে সেলাই করে দেবেন ।
৭. Challan এর Signature এর জায়গায় আপনার Signature করবেন । মনে রাখবেন আপনি যেই Region এ আবেদন করছেন সেই Region এর SBI এর ব্যাঙ্ক ব্রাঞ্চ যেগুলি বিজ্ঞাপন দেওয়া হয়েছে তার কোন একটিতে আপনাকে ঐ পুরো ফর্মটি নির্ধারিত টাকা সহ (২৫০ বা ৮০ ) জমা দিতে হবে । ব্যাঙ্ক আপনাকে challan এর অংশ ব্যাঙ্ক সীল সহযোগে ফেরত দেবে । *******
২০১২ সালের RLST [Regional Level Selection Test]-এর নম্বর বিভাজন সান্মানিক স্নাতক / স্নাতকোত্তরদের :-
Examination | পূর্ণ মান ৩০ | ৬০ শতাংশ বা তার বেশি | ৫০ শতাংশের বেশি ৬০ শতাংশের কম | ৫০ শতাংশের কম |
মাধ্যমিক বা সমতুল | ৫ | ৫ | ৪ | ২ |
উচ্চমাধ্যমিক বা সমতুল | ৫ | ৫ | ৪ | ২ |
সান্মানিক স্নাতক | ৭ | ৭ | ৬ | ৪ |
স্নাতকোত্তর ডিগ্রী | ৭ | ৭ | ৬ | ৪ |
বি এড বা সমতুল | ৬ | * ৬ / ৫ ** |
* ৫৫ শতাংশ বা তার বেশি পেলে ** ৫৫ শতাংশের কম পেলে
২০১২ সালের RLST [Regional Level Selection Test] -এর নম্বর বিভাজন স্নাতকদের :-
Examination | পূর্ণ মান ৩০ | ৬০ শতাংশ বা তার বেশি | ৫০ শতাংশের বেশি ৬০ শতাংশের কম | ৫০ শতাংশের কম |
মাধ্যমিক বা সমতুল | ৫ | ৫ | ৪ | ২ |
উচ্চমাধ্যমিক বা সমতুল | ৫ | ৫ | ৪ | ২ |
সান্মানিক স্নাতক | ১৪ | ১৪ | ১২ | ১০ |
বি এড বা সমতুল | ৬ | * ৬ / ৫ ** |
* ৫৫ শতাংশ বা তার বেশি পেলে ** ৫৫ শতাংশের কম পেলে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
| Marks | |
(A) | Academic including Professional Qualifications | 25 |
(B) | Written Examination (i) Paper I relating to the relevant subject - (ii) Paper II relating to General Knowledge & Aptitude Test etc. |
60 10 |
(C) | Personality Test [Appearance before the P.T. Board is compulsory] | 05 |
Total- | 100 |
Evaluation of academic qualifications including professional qualifications for selection to the post of Assistant Teachers as follows: - SELECTION OF ASSISTANT TEACHER for the Post meant for Pass vacancy in School, except for Work Education, Physical Education |
Examination | Full Marks 25 | Award of Marks. | ||
1. School Final / Madhyamik or its equivalent | 5 | 5 [For 1st Div/Class] | 4 [For 2nd Div/Class] | 3 [For Other Div/Class] |
2. H.S. (+2 stage) / Pre University / Intermediate / University Entrance or its equivalent | 5 | 5 [For 1st Div/Class] | 4 [For 2nd Div/Class] | 3 [For Other Div/Class] |
3. Old H.S. [In lieu of School Final / Madhyamik or its equivalent and H.S. (+2 stage) / Pre University / Intermediate / University Entrance or its equivalent] | 10 | 10 [For 1st Div/Class] | 8 [For 2nd Div/Class] | 6 [For Other Div/Class] |
4. Bachelor’s degree in Pass-course as regular/external/private candidate or through distance mode of education/correspondance course. | 12 | 12 [70% or above) | 10 [50% but below 70%] | 8 [Below 50%] |
5. Degree or diploma in Teachers Trg. (B.T. / B.Ed. / P.G.B.T. / P.G.T. or its equivalent ) in regular course or through distance mode of education/correspondance course from a Teachers' Training Institution duly recognized by the National Council of Teachers' Education (NCTE) in the relevant academic session. | 3 | 3 [For 1st Div/Class] | 2 [For 2nd Div/Class] | 1 [For Other Div/Class] |
***
- 3398 views