Visva-Bharati University

Submitted by administrator on Sat, 06/02/2012 - 10:05

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

Visva-Bharati University

Image removed.বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ১৯৫১ সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। দেশবিদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতে আসেন। এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তনীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্কারবিজয়ী চিত্র-পরিচালক সত্যজিৎ রায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখ।

 

 

 

Image removed.

Address:

Santiniketan,Birbhum

West Bengal,

India, 731235

Website: www.visva-bharati.ac.in

 

 

 

 

 

 

Related Items

Ramakrishna Mission Vivekananda University

Ramakrishna Mission Vivekananda University is a private university that is administered by the Ramakrishna Mission order of monks. It has four campuses in Belur, Coimbatore, Ranchi and Narendrapur. The university was given the status of a deemed university in July 2005.

Bidhan Chandra Krishi Viswavidyalaya

Bidhan Chandra Krishi Viswavidyalaya

Bengal Engineering And Science University

The University has a beautiful green campus covering an area of nearly 49 hectares on the western bank of the river Hooghly ( a section of the river Ganges).The Institute Building, accommodation for staff and students, campus amenities and services are the main components of the University campus.

Netaji Subhas Open University

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU) পূর্ব ভারতের একটি মুক্ত বিশ্ববিদ্যালয়। এর প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চাশতম স্থানে অবস্থান করছে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ১৯৯৭ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

University of Calcutta

কলিকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। এটিই দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার চার জন প্রাক্তন ছাত্র নোবেল পুরস্কার বিজয়ী।