Sidho Kanho Birsha University

Submitted by administrator on Fri, 06/01/2012 - 10:32

সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়

Sidho Kanho Birsha University
Image removed.সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি রাজ্য বিশ্ববিদ্যালয়। পুরুলিয়া ও বাঁকুড়া শহরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রাঙ্গনদুটি অবস্থিত। ২০১০ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ৩০টি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারভুক্ত। এই বিশ্ববিদ্যালত স্থাপনের উদ্দেশ্য আদিবাসী ভাষা ও সংস্কৃতির প্রসার ও সংরক্ষণ। বিশেষত সাঁওতালি ভাষার সংরক্ষণে এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Website: www.skbu.ac.in

 

 

 

Image removed.

Address:

Purulia Zilla Parisad
Old Administrative Building, Jubilee Compound
Post Office & District : Purulia
West Bengal - 723 101
Phone: 03252 224 438

 

List of Affiliated Colleges:
1) J.K College, Purulia
2) N.S.A Mahavidyalaya, Suisa
3) Ramananda Centenary College, Laulara
4) Manbhum Mahavidyalaya, Manbazar
5) Ananda Marg College, Anandanagar (Pundag)
6) Chitta Mahato Memorial College, Jargo
7) Achhuram Memorial College, Jhalda
8) Mahatma Gandhi College, Lalpur
9) Balarampur College, Balarampur
10) Barabazar Bikram Tudu Memorial College, Barabazar
11) Panchakot Mahavidyalaya, Panchakot, Purulia
12) Nistarini College, Purulia
13) Arsha College, Arsha, Purulia
14) Raghunathpur College, Raghunathpur
15) Kotshila Mahavidyalaya, Kotshila
16) Bikramjit Goswami Memorial College, Joypur
17) Santaldih College, Santaldih
18) Bundwan College, Bundwan
19) Kashipur Michael Madhusudhan Mahavidyalaya
20) Sponsored Teacher’s Training College
21) Manbhum Institute of Education & Social Science
22) Deben Mahato Teacher’s Training College
23) Bidyasagar B.Ed. College
24) Bengal Institute of Science & Technology.

 

 

 

Related Items

University of Calcutta

কলিকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। এটিই দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার চার জন প্রাক্তন ছাত্র নোবেল পুরস্কার বিজয়ী।

University of Kalyani

কল্যাণী বিশ্ববিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। ১ নভেম্বর, ১৯৬০ তারিখে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি ন্যাক কর্তৃক তিন তারা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপ্রাপ্ত। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মোট আয়তন ৪০০ একর এবং এই বিশ্ববিদ্যালয় কর্তৃক সহায়তা ও অনুমোদনপ্রাপ্ত কলেজের সংখ্যা ৩৭ (১৬টি নদিয়ায়, ২০টি মুর্শিদাবাদে ও ১টি উত্তর ২৪ পরগনায়)।

Vidyasagar University

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি অনুমোদনকারী ও গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি পশ্চিম মেদিনীপুর জেলার সদর মেদিনীপুর শহরে অবস্থিত। ১৯৮১ সালের ২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেন।

Rabindra Bharati University

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতার একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৬২ সালের ৮ মে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ উপলক্ষ্যে কবির নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গৃহীত হয়। এই বছরই পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬১ পাস করে।

Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় তথা ভারতের একটি অগ্রণী শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষিণ কলকাতার যাদবপুরে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাপ্রাঙ্গনটি অবস্থিত। দ্বিতীয় নবনির্মিত শিক্ষাপ্রাঙ্গনটি চালু হয়েছে কলকাতার পার্শ্ববর্তী বিধাননগরে।