C প্রোগ্রামের Constants ও Variables

Submitted by tushar pramanick on Mon, 02/25/2013 - 09:32

Constants and Variables

Constant এর value  কখনোই চেঞ্জ হয় না। অন্যদিকে  variable কে ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন ভ্যালু কে দেখানোর জন্য ।

যেমন ধরো CD disc এবং পেনড্রাইভ। সিডি ডিস্ক এর মধ্যেে রাখা গানগুলিকে কখনোই চেঞ্জ করা যায় না কিন্তু পেনড্রাইভ এর মধ্যে রাখা গানগুলিকে মুছে দিয়ে আবার লেখা যায়। constant হল সিডি ডিস্ক এর মত are variable হল পেনড্রাইভ এর মত। variable এর value সর্বদাই চেঞ্জ করা যায়।

যেমন মনে করো

i = 1;

যেখানে symbol 1 constant কারণ একের ভ্যালু সর্বদাই এক । এবং symbol i কে assign করা হয়েছে constant 1 দিয়ে। অন্যভাবে বলা যায় i এর value one হবে যখন প্রোগ্রাম লাইনটি execute হবে।

 পরে  যদি অন্য কোন স্টেটমেন্ট দিয়ে আই এর value কে চেঞ্জ করা হয়, যেমন

i = 10;

এবার পরে program লাইনটি  execute করা হয় তাহলে  i  এর value  পরিবর্তন হয়ে 10 হবে । এক্ষেত্রে  i এর value  পরিবর্তন হল । যেহেতু  আই এর ভ্যালু প্রথমে ছিল 1 এবং পরে পরিবর্তিত হয়ে  10 হল  সেই জন্য  symbol i কে বলা হবে variable।

ওরে যখন কিছু প্রোগ্রামের উদাহরণ আলোচনা করা হবে তখন constant এবং variable এর ধারনা আরো পরিস্কার হবে।

Comments

Related Items

C প্রোগ্রামিংয়ে Function কে কিভাবে কল করবেন ?

Making Function Calls

Based on what you've learned so far, you can write a C program that calls the integer_add() function to calculate an addition and then print out the result on the screen. An example of such a program is demonstrated in Listing 3.2.

 

C প্রোগ্রামিংয়ের Statements সম্পর্কে আলোচনা

Statements

In the C language, a statement is a complete instruction, ending with a semicolon. In many cases, you can turn an expression into a statement by simply adding a semicolon at the end of the expression.

For instance, the following

C প্রোগ্রামিং এর বিভিন্ন ধরনের Expressions এর আলোচনা

Expressions
An expression is a combination of constants, variables, and operators that are used to denote computations.

For instance, the following:

(2 + 3) * 10

Exercises : Answer these Questions

After Reading and Understanding the Chapter 03 : The Essentials of C Programs, please give the answer of following Questions. if you able to answer these question correctly then please proceed to next chapter which is on Data Types and Names in C programming.